ETV Bharat / city

কোরোনা ভ্যাকসিন নিতে আপত্তি পৌর চিকিৎসকদের - corona vaccine

আগামী 17 জানুয়ারি থেকে কোরোনা টিকা দেওয়া হলেও তা নিতে আপত্তি পৌর চিকিৎসকদের ৷

ছবি
ছবি
author img

By

Published : Jan 14, 2021, 3:37 PM IST

কলকাতা, 14 জানুয়ারি : আগামী 17 জানুয়ারি থেকে কোরোনা ভ্যাকসিন দেওয়া হবে ৷ কলকাতা পৌরনিগমের পাঁচটি স্বাস্থ্য কেন্দ্রে দেওয়া হবে টিকা । যার কারণে ইতিমধ্যেই একটি টাস্কফোর্স গঠন করেছে কলকাতা পৌরনিগম ।

আরও পড়ুন: পঞ্চাশোর্ধ্ব কো-মরবিড ব্যক্তিদের কোরোনার ভ্যাকসিন দেওয়া হবে চতুর্থ দফায়

প্রথম সারির কোরোনা যোদ্ধা হিসাবে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে । পাশাপাশি পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন ভ্যাকসিন রাখা হবে 2,3 ,7 ,9 ও 11 নম্বর বোরো অফিসে । এছাড়াও কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের 82 নম্বর ওয়ার্ড এবং অতীন ঘোষের 11 নম্বর ওয়ার্ড, ফুলবাগানের 31,53 নম্বর ওয়ার্ড ও 111 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্র থেকে কোরোনা ভ্যাকসিনের টিকাকরণ করা হবে । তবে পৌর নিগমের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রথম টিকাকরণ করা হবে । কিন্তু কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ডাক্তাররাই কোরোনা ভ্যাকসিনের টিকা স্বাস্থ্য কেন্দ্র থেকে নিতে চাইছেন না । তাঁদের অভিযোগ কলকাতা পৌর নিগমের স্বাস্থ্যকেন্দ্রে পরিকাঠামো নেই । যদি ভ্যাকসিন নেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হলে পৌরনিগমের স্বাস্থ্য কেন্দ্রের সেই পরিকাঠামো নেই ।

কোরোনা ভ্যাকসিন নিতে আপত্তি পৌর চিকিৎসকদের

আরও পড়ুন :কোরোনার টিকাকরণের জন্য প্রস্তুত কলকাতা পৌরনিগম

কলকাতা পৌর নিগমের চিকিৎসকরা দাবি করেছেন এমন জায়গা থেকে কোরোনা ভ্যাকসিনের টিকাকরণ করা হোক যেখানে ক্রিটিক্যাল কেয়ার রয়েছে ৷ প্রয়োজন হলে হাসপাতাল থেকে টিকা দেওয়া হোক ।

কলকাতা, 14 জানুয়ারি : আগামী 17 জানুয়ারি থেকে কোরোনা ভ্যাকসিন দেওয়া হবে ৷ কলকাতা পৌরনিগমের পাঁচটি স্বাস্থ্য কেন্দ্রে দেওয়া হবে টিকা । যার কারণে ইতিমধ্যেই একটি টাস্কফোর্স গঠন করেছে কলকাতা পৌরনিগম ।

আরও পড়ুন: পঞ্চাশোর্ধ্ব কো-মরবিড ব্যক্তিদের কোরোনার ভ্যাকসিন দেওয়া হবে চতুর্থ দফায়

প্রথম সারির কোরোনা যোদ্ধা হিসাবে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে । পাশাপাশি পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন ভ্যাকসিন রাখা হবে 2,3 ,7 ,9 ও 11 নম্বর বোরো অফিসে । এছাড়াও কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের 82 নম্বর ওয়ার্ড এবং অতীন ঘোষের 11 নম্বর ওয়ার্ড, ফুলবাগানের 31,53 নম্বর ওয়ার্ড ও 111 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্র থেকে কোরোনা ভ্যাকসিনের টিকাকরণ করা হবে । তবে পৌর নিগমের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রথম টিকাকরণ করা হবে । কিন্তু কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ডাক্তাররাই কোরোনা ভ্যাকসিনের টিকা স্বাস্থ্য কেন্দ্র থেকে নিতে চাইছেন না । তাঁদের অভিযোগ কলকাতা পৌর নিগমের স্বাস্থ্যকেন্দ্রে পরিকাঠামো নেই । যদি ভ্যাকসিন নেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হলে পৌরনিগমের স্বাস্থ্য কেন্দ্রের সেই পরিকাঠামো নেই ।

কোরোনা ভ্যাকসিন নিতে আপত্তি পৌর চিকিৎসকদের

আরও পড়ুন :কোরোনার টিকাকরণের জন্য প্রস্তুত কলকাতা পৌরনিগম

কলকাতা পৌর নিগমের চিকিৎসকরা দাবি করেছেন এমন জায়গা থেকে কোরোনা ভ্যাকসিনের টিকাকরণ করা হোক যেখানে ক্রিটিক্যাল কেয়ার রয়েছে ৷ প্রয়োজন হলে হাসপাতাল থেকে টিকা দেওয়া হোক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.