কলকাতা,9 মে: কোরোনা হাসপাতালে কোনও ব্যক্তির মৃত্যু হলে অনেক সময়ই দেখা যাচ্ছে মৃত ব্যক্তির পরিবার মৃতদেহ নিতে চাইছে না। এবার থেকে সেইসব মৃতদেহ সৎকার করবে কলকাতা পৌরনিগম। আজ কলকাতা পৌর নিগমে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর কোরোনা নিয়ে আজ প্রথম বৈঠক হয়। বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর ঠিক করেন, প্রত্যেকদিন সন্ধ্যায় কলকাতার কোরোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসা হবে । আজ কলকাতা পৌর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান ফিরহাদ হাকিম, পৌর নিগমের আধিকারিকদের নিয়ে কলকাতার কোরোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন।
এদিনের বৈঠকের শেষে ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতায় কোরোনা হাসপাতালের অন্য কোনও রোগে যদি মানুষ মারা যায়, অনেক সময় দেখা যাচ্ছে মৃত ব্যক্তির বাড়ির লোকেরা দেহ হাসপাতাল থেকে নিতে চাইছেন না। কোরোনার নেগেটিভ মৃত্যু হলেও আত্মীয় পরিজনরা দেহ সৎকার করতে চাইছেন না। সেই সব ক্ষেত্রে এবার থেকে কলকাতা পৌরনিগম মৃত ব্যক্তির দেহ সৎকার করবে। অবশ্য আত্মীয়-পরিজনদেরকে লিখিত দিতে হবে এজন্য। তিনি জানিয়েছেন হাসপাতালের নিকটে থাকা যে শ্মশান বা কবরস্থান থাকবে সেখানেই দেহ সৎকার করা হবে। এর আগে পর্যন্ত এধরনের মৃতদেহ হিন্দু সৎকার সমিতি সৎকার করত। কিন্তু এখন এই কোরোনা পরিস্থিতিতে হিন্দু সৎকার সমিতি মৃতদেহ সৎকার করতে পারছে না। সেক্ষেত্রে কলকাতা পৌরনিগম দেহ সৎকার করবে জানিয়েছেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান ফিরহাদ হাকিম।
আজকের বৈঠকে ফিরহাদ হাকিম প্রত্যেক এলাকার কো-অর্ডিনেটরদের সঙ্গে কথা বলেন। কোন এলাকায় এই মুহূর্তে আক্রান্ত সংখ্যা কত সে বিষয়ে তথ্য সংগ্রহ করেন। কোরোনা প্রতিরোধ করতে কী ধরনের সমস্যা হচ্ছে সেইসব বিষয়ক তথ্য নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়।
দাবিহীন কোরোনা নেগেটিভ মৃতদেহ সৎকার করবে কলকাতা পৌরনিগম
কলকাতায় কোরোনা হাসপাতালে কোনও ব্যক্তির অন্য রোগে মৃত্যু হলেও অনেক সময়ই দেখা যাচ্ছে মৃত ব্যক্তির পরিবার মৃতদেহ নিতে চাইছে না। এবার থেকে সেইসব মৃতদেহ সৎকার করবে কলকাতা পৌরনিগম। আজ কলকাতা পৌর নিগমে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর কোরোনা নিয়ে আজ প্রথম বৈঠক হয়।
কলকাতা,9 মে: কোরোনা হাসপাতালে কোনও ব্যক্তির মৃত্যু হলে অনেক সময়ই দেখা যাচ্ছে মৃত ব্যক্তির পরিবার মৃতদেহ নিতে চাইছে না। এবার থেকে সেইসব মৃতদেহ সৎকার করবে কলকাতা পৌরনিগম। আজ কলকাতা পৌর নিগমে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর কোরোনা নিয়ে আজ প্রথম বৈঠক হয়। বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর ঠিক করেন, প্রত্যেকদিন সন্ধ্যায় কলকাতার কোরোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসা হবে । আজ কলকাতা পৌর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান ফিরহাদ হাকিম, পৌর নিগমের আধিকারিকদের নিয়ে কলকাতার কোরোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন।
এদিনের বৈঠকের শেষে ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতায় কোরোনা হাসপাতালের অন্য কোনও রোগে যদি মানুষ মারা যায়, অনেক সময় দেখা যাচ্ছে মৃত ব্যক্তির বাড়ির লোকেরা দেহ হাসপাতাল থেকে নিতে চাইছেন না। কোরোনার নেগেটিভ মৃত্যু হলেও আত্মীয় পরিজনরা দেহ সৎকার করতে চাইছেন না। সেই সব ক্ষেত্রে এবার থেকে কলকাতা পৌরনিগম মৃত ব্যক্তির দেহ সৎকার করবে। অবশ্য আত্মীয়-পরিজনদেরকে লিখিত দিতে হবে এজন্য। তিনি জানিয়েছেন হাসপাতালের নিকটে থাকা যে শ্মশান বা কবরস্থান থাকবে সেখানেই দেহ সৎকার করা হবে। এর আগে পর্যন্ত এধরনের মৃতদেহ হিন্দু সৎকার সমিতি সৎকার করত। কিন্তু এখন এই কোরোনা পরিস্থিতিতে হিন্দু সৎকার সমিতি মৃতদেহ সৎকার করতে পারছে না। সেক্ষেত্রে কলকাতা পৌরনিগম দেহ সৎকার করবে জানিয়েছেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান ফিরহাদ হাকিম।
আজকের বৈঠকে ফিরহাদ হাকিম প্রত্যেক এলাকার কো-অর্ডিনেটরদের সঙ্গে কথা বলেন। কোন এলাকায় এই মুহূর্তে আক্রান্ত সংখ্যা কত সে বিষয়ে তথ্য সংগ্রহ করেন। কোরোনা প্রতিরোধ করতে কী ধরনের সমস্যা হচ্ছে সেইসব বিষয়ক তথ্য নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়।