ETV Bharat / city

পাখির চোখ পৌরভোট, প্রকল্পের কাজ শেষ করে প্রচার পুস্তিকা তৈরির উদ্যোগ - TMC

পৌর কমিশনের তরফে বোরো চেয়ারম্যান ও কাউন্সিলরদের কাছে কাজের খতিয়ান চাওয়া হয়েছে ৷ পৌরনিগমের বিভাগগুলিকে কাউন্সিলরদের পারফরমেন্স রিপোর্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ৷ পৌর এলাকার ওয়ার্ডগুলোতে উন্নয়নমূলক যে সব কাজ হয়েছে তা তুলে ধরা হবে পৌরভোটের নির্বাচনী প্রচার পুস্তিকায় ।

Kolkata Municipal Corporation is making publicity leaflets for municipal election
কলকাতা পৌরনিগম
author img

By

Published : Jan 15, 2020, 11:47 PM IST

কলকাতা, 15 জানুয়ারি : চলতি বছরের এপ্রিল নাগাদ হতে পারে কলকাতা পৌরনিগমের নির্বাচন । তার আগে গত পাঁচ বছরে কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে তার বিস্তারিত রিপোর্ট তৈরির কাজ শুরু হয়েছে ।

পৌর কমিশনের তরফে বোরো চেয়ারম্যান ও কাউন্সিলরদের কাছে কাজের খতিয়ান চাওয়া হয়েছে ৷ পৌরনিগমের বিভাগগুলিকে কাউন্সিলরদের পারফরমেন্স রিপোর্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ৷ পৌর এলাকার ওয়ার্ডগুলোতে উন্নয়নমূলক যে সব কাজ হয়েছে তা তুলে ধরা হবে পৌরভোটের নির্বাচনী প্রচার পুস্তিকায় । যে সব কাজ বাকি রয়েছে তা অবিলম্বে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম । পৌরনিগমের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ বলা হয়েছে পৌরবোর্ডের যে সব প্রকল্পের কাজ বাকি রয়েছে সেগুলো দ্রুত সম্পন্ন করে মুখ্যমন্ত্রীর কাছে একটি রিপোর্ট দিতে হবে । বোরো চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই বাকি কাজগুলি শেষ করার ৷ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে নিকাশি ও সৌন্দর্যায়নের কাজ বাকি রয়েছে ৷

প্রচার পুস্তিকা তৈরির উদ্যোগ পৌরনিগমের

মার্চ মাসের শেষের দিকেই তৈরি হবে পৌরবোর্ডের প্রচার পুস্তিকা । তার আগে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট পেশ করতে হবে । প্রচার পুস্তিকায় তৃণমূল বোর্ডের পাঁচ বছরের সাফল্য তুলে ধরা হবে । 141টি ওয়ার্ড থেকেই রিপোর্ট চাওয়া হয়েছে । বিরোধী কাউন্সিলররাও তাঁদের কাজের খতিয়ান জমা দেবেন ৷ মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানিয়েছেন, সব কাউন্সিলারের কাছ থেকেই রিপোর্ট নেওয়া হবে ।

কলকাতা, 15 জানুয়ারি : চলতি বছরের এপ্রিল নাগাদ হতে পারে কলকাতা পৌরনিগমের নির্বাচন । তার আগে গত পাঁচ বছরে কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে তার বিস্তারিত রিপোর্ট তৈরির কাজ শুরু হয়েছে ।

পৌর কমিশনের তরফে বোরো চেয়ারম্যান ও কাউন্সিলরদের কাছে কাজের খতিয়ান চাওয়া হয়েছে ৷ পৌরনিগমের বিভাগগুলিকে কাউন্সিলরদের পারফরমেন্স রিপোর্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ৷ পৌর এলাকার ওয়ার্ডগুলোতে উন্নয়নমূলক যে সব কাজ হয়েছে তা তুলে ধরা হবে পৌরভোটের নির্বাচনী প্রচার পুস্তিকায় । যে সব কাজ বাকি রয়েছে তা অবিলম্বে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম । পৌরনিগমের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ বলা হয়েছে পৌরবোর্ডের যে সব প্রকল্পের কাজ বাকি রয়েছে সেগুলো দ্রুত সম্পন্ন করে মুখ্যমন্ত্রীর কাছে একটি রিপোর্ট দিতে হবে । বোরো চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই বাকি কাজগুলি শেষ করার ৷ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে নিকাশি ও সৌন্দর্যায়নের কাজ বাকি রয়েছে ৷

প্রচার পুস্তিকা তৈরির উদ্যোগ পৌরনিগমের

মার্চ মাসের শেষের দিকেই তৈরি হবে পৌরবোর্ডের প্রচার পুস্তিকা । তার আগে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট পেশ করতে হবে । প্রচার পুস্তিকায় তৃণমূল বোর্ডের পাঁচ বছরের সাফল্য তুলে ধরা হবে । 141টি ওয়ার্ড থেকেই রিপোর্ট চাওয়া হয়েছে । বিরোধী কাউন্সিলররাও তাঁদের কাজের খতিয়ান জমা দেবেন ৷ মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানিয়েছেন, সব কাউন্সিলারের কাছ থেকেই রিপোর্ট নেওয়া হবে ।

Intro:আসন্ন পুর নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গেছে কলকাতা পৌরনিগমের অন্দরে। পুর ভোটের দিকে লক্ষ্য রেখেই গত তৃণমূল ভোটের পাঁচ বছরের উন্নয়ন মূলক কাজের রিপোর্ট তৈরি কাজ শুরু হয়েছে।গত পাঁচ বছরে 2015 থেকে 2000 কি কাজ হয়েছে তার খতিয়ান বোর চেয়ারম্যান ও কাউন্সিলরদের কাছে চেয়েছেন পুর কমিশনার। পুর নিগমের দফতর গুলিকে দায়িত্ব দেওয়া হয়েছে কাউন্সিলরদের পারফরমেন্স রিপোর্ট তৈরি করার।চলতি বছরের এপ্রিল মাসে হতে পারে কলকাতা পুরনিগমের নির্বাচন। তার আগে কলকাতা পৌর এলাকায় বিভিন্ন ওয়ার্ডগুলোতে যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছে তা তুলে ধরা হবে পুর ভোটের নির্বাচন প্রচার পুস্তিকায় । উন্নয়ন মূলক যেসব কাজ বাকি আছে তা দ্রুত শেষ করে ফেলার জন্যই নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম। পুর নিগমের বিজ্ঞপ্তি বলা হয়েছে বর্তমান তৃণমূল পরিচালিত পৌরবোর্ড যা যা কাজ বাকি রয়েছে সেগুলো দ্রুত সম্পন্ন করে মুখ্যমন্ত্রীর কাছে একটি রিপোর্ট দিতে হবে। তাই সমস্ত চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই অর্ধ সম্পন্ন কাজগুলি শেষ করতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে নিকাশির কাজ সবচেয়ে বেশি বাকি রয়েছে। সৌন্দর্যায়নের কাজ বাকি পড়ে রয়েছে সেই কাজগুলো দ্রুত শেষ করতে হবে ।


Body:কারণ মার্চ মাসের শেষের দিকেই তৈরি হবে বর্তমান তৃণমূল পরিচালিত পৌরবোর্ড এর প্রচার পুস্তিকা। তার আগেই মুখ্যমন্ত্রীর রিপোর্ট পেশ করতে হবে ।কলকাতার মহানাগরিক কে আর সে কারণেই তড়িঘড়ি উচ্চ পর্যায়ে বৈঠকে।আসন্ন পুর নির্বাচনী প্রচার পুস্তিকায় তৃণমূল বোর্ডের পাঁচ বছরের সাফল্য তুলে ধরা হবে। এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছেন খালিল আহমেদ পুর কমিশনার। ইতিমধ্যেই মেয়র ফিরহাদ হাকিম বোরো চেয়ারম্যান ও কাউন্সিলর দিয়ে একটি উচ্চ পর্যায়ে বৈঠক করে এই এই নির্দেশ দিয়েছেন। মেয়র নির্দেশ দিয়েছেন বোর 16 তে এখনো লাইট এরিয়া কিছু রয়েছে সেই সব জায়গায় দ্রুত আলোর ব্যবস্থা করতে হবে।



Conclusion:তৃণমূল বোর্ডের গত পাঁচ বছরের উন্নয়ন মূলক কাজের হিসেব তুলে ধরা হবে এই বইতে। সাধারণ মানুষের কাছে এই পুস্তিকা তুলে দেওয়া হবে যাতে তৃণমূল বোর্ড কি কি উন্নয়নমূলক কাজ করেছে বিগত বছরে তা সাধারণ মানুষ জানতে পারে। এক থেকে 141 নম্বর সবকটি কাউন্সিলারের কাছেই এই রিপোর্ট চাওয়া হয়েছে। বিরোধী কাউন্সিলররা ও তাদের কাজের খতিয়ান জমা দেবে কলকাতা পৌরনিগমে। মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানিয়েছেন এখানে সব কাউন্সিলারের থেকেই রিপোর্ট নেওয়া হবে ।তার কারণ এই বোর্ড যেহেতু তৃণমূল পরিচালিত তাদের সাফল্য তুলে ধরাই মূল লক্ষ্য।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.