ETV Bharat / city

সম্পত্তি করের উপর সুদ ও জরিমানায় 100% ছাড়ের ঘোষণা কলকাতা পৌরনিগমের - ফিরহাদ হাকিম

শূন্য কোষাগারের হাল ফেরাতে ওয়েভার স্কিমের ঘোষণা কলকাতা পৌরনিগমের । 1 অক্টোবর থেকে এই ছাড় দেওয়া শুরু করবে কলকাতা পৌরনিগম । আগামী 9 মাস এই ছাড়ের সুবিধা মিলবে ।

ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম
author img

By

Published : Sep 26, 2020, 9:44 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর : দীর্ঘ অপেক্ষার পর দুর্গাপুজোর আগেই কলকাতা পৌরনিগম ওয়েভার স্ক্রিমের ঘোষনা করল, যা নিঃসন্দেহে কলকাতা পৌরনিগমের করদাতাদের জন্য খুশির খবর । আজ কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ওয়েভার স্ক্রিমের সিদ্ধান্তের কথা জানিয়েছেন । দীর্ঘদিন বকেয়া সম্পত্তি করে ওয়েভার স্ক্রিম অর্থাৎ ছাড় দেবে কলকাতা পৌরনিগম । 1 অক্টোবর থেকেই সম্পত্তি করে ছাড় অর্থাৎ ওয়েভার স্কিম চালু হতে চলেছে । 2021 সালের 31 মার্চ পর্যন্ত অনাদায়ে কর সুদ এবং জরিমানা 100 শতাংশ মকুব করবে কলকাতা পৌরনিগম আইন ।

টানা লকডাউন চলতে থাকার ফলে কলকাতা পৌরনিগম দীর্ঘদিন কর আদায় করতে পারেনি । কোরোনা পরিস্থিতির জন্য বহু মানুষের আর্থিক সংকট তৈরি হয়েছে । সেক্ষেত্রে বহু মানুষ সম্পত্তি কর জমা দিতে পারেননি । এর ফলে আর্থিক সংকট তৈরি হয়েছে কলকাতা পৌর নিগমের কোষাগারের । শূন্য কোষাগারের হাল ফেরাতে ওয়েভার স্কিমের ঘোষণা পৌরনিগমের । 1 অক্টোবর থেকে এই ছাড় দেওয়া শুরু করবে কলকাতা পৌরনিগম । আগামী 9 মাস এই ছাড়ের সুবিধা মিলবে । অর্থাৎ, 2020 সালের 1 অক্টোবর থেকে 2021 সালের 31 মার্চ পর্যন্ত বকেয়া সম্পত্তি কর জমা করলে 100 শতাংশ ছাড় মিলবে সুদ ও জরিমানায় । 1 এপ্রিল থেকে 30 জুন এর মধ্যে বকেয়া সম্পত্তি কষ্ট জমা দিলে সুদের ক্ষেত্রে 60 শতাংশ ছাড় ও জরিমানার ক্ষেত্রে 99 শতাংশ ছাড় দেওয়া হবে জানিয়েছেন পৌর কমিশনার বিনোদ কুমার । 2000 সালে প্রথম সম্পত্তি করে ছাড় শুরু করেছিল কলকাতা পৌরনিগম । এরপর 2004 সালে ও 2012 সাল 1 ফেব্রুয়ারি সম্পত্তি করে ছাড় দেয়া হয়েছিল । গত কুড়ি বছরের মধ্যে তিনবার ওয়েভার স্ক্রিমে ছাড় দেওয়া হয়েছিল । এবছর নিয়ে চতুর্থ বারের জন্য এই ওয়েভার স্ক্রিমের ঘোষণা করল কলকাতা পৌরনিগম ।

আরও পড়ুন : কলকাতা পৌরনিগমে ঘাটতি বাজেট পেশ করলেন ফিরহাদ হাকিম

কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক জানিয়েছেন, কলকাতা পৌরনিগমের কোষাগারের হাল ফেরাতে ও সাধারণ মানুষের সুবিধার জন্য রাজ্য সরকারের কাছে ওয়েভার স্ক্রিমের জন্য আবেদন জানানো হয়েছিল । মন্ত্রিসভায় সেই প্রস্তাব গৃহীত হয়েছে । 1 অক্টোবর থেকেই সম্পত্তি করার পর ছাড় দেওয়া হবে । আগামী 9 মাস এই ছাড়ের সুবিধা পাবেন করদাতারা ।

কলকাতা, 26 সেপ্টেম্বর : দীর্ঘ অপেক্ষার পর দুর্গাপুজোর আগেই কলকাতা পৌরনিগম ওয়েভার স্ক্রিমের ঘোষনা করল, যা নিঃসন্দেহে কলকাতা পৌরনিগমের করদাতাদের জন্য খুশির খবর । আজ কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ওয়েভার স্ক্রিমের সিদ্ধান্তের কথা জানিয়েছেন । দীর্ঘদিন বকেয়া সম্পত্তি করে ওয়েভার স্ক্রিম অর্থাৎ ছাড় দেবে কলকাতা পৌরনিগম । 1 অক্টোবর থেকেই সম্পত্তি করে ছাড় অর্থাৎ ওয়েভার স্কিম চালু হতে চলেছে । 2021 সালের 31 মার্চ পর্যন্ত অনাদায়ে কর সুদ এবং জরিমানা 100 শতাংশ মকুব করবে কলকাতা পৌরনিগম আইন ।

টানা লকডাউন চলতে থাকার ফলে কলকাতা পৌরনিগম দীর্ঘদিন কর আদায় করতে পারেনি । কোরোনা পরিস্থিতির জন্য বহু মানুষের আর্থিক সংকট তৈরি হয়েছে । সেক্ষেত্রে বহু মানুষ সম্পত্তি কর জমা দিতে পারেননি । এর ফলে আর্থিক সংকট তৈরি হয়েছে কলকাতা পৌর নিগমের কোষাগারের । শূন্য কোষাগারের হাল ফেরাতে ওয়েভার স্কিমের ঘোষণা পৌরনিগমের । 1 অক্টোবর থেকে এই ছাড় দেওয়া শুরু করবে কলকাতা পৌরনিগম । আগামী 9 মাস এই ছাড়ের সুবিধা মিলবে । অর্থাৎ, 2020 সালের 1 অক্টোবর থেকে 2021 সালের 31 মার্চ পর্যন্ত বকেয়া সম্পত্তি কর জমা করলে 100 শতাংশ ছাড় মিলবে সুদ ও জরিমানায় । 1 এপ্রিল থেকে 30 জুন এর মধ্যে বকেয়া সম্পত্তি কষ্ট জমা দিলে সুদের ক্ষেত্রে 60 শতাংশ ছাড় ও জরিমানার ক্ষেত্রে 99 শতাংশ ছাড় দেওয়া হবে জানিয়েছেন পৌর কমিশনার বিনোদ কুমার । 2000 সালে প্রথম সম্পত্তি করে ছাড় শুরু করেছিল কলকাতা পৌরনিগম । এরপর 2004 সালে ও 2012 সাল 1 ফেব্রুয়ারি সম্পত্তি করে ছাড় দেয়া হয়েছিল । গত কুড়ি বছরের মধ্যে তিনবার ওয়েভার স্ক্রিমে ছাড় দেওয়া হয়েছিল । এবছর নিয়ে চতুর্থ বারের জন্য এই ওয়েভার স্ক্রিমের ঘোষণা করল কলকাতা পৌরনিগম ।

আরও পড়ুন : কলকাতা পৌরনিগমে ঘাটতি বাজেট পেশ করলেন ফিরহাদ হাকিম

কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক জানিয়েছেন, কলকাতা পৌরনিগমের কোষাগারের হাল ফেরাতে ও সাধারণ মানুষের সুবিধার জন্য রাজ্য সরকারের কাছে ওয়েভার স্ক্রিমের জন্য আবেদন জানানো হয়েছিল । মন্ত্রিসভায় সেই প্রস্তাব গৃহীত হয়েছে । 1 অক্টোবর থেকেই সম্পত্তি করার পর ছাড় দেওয়া হবে । আগামী 9 মাস এই ছাড়ের সুবিধা পাবেন করদাতারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.