কলকাতা, 17 আগস্ট: জন্মাষ্ঠমীর দিন কমবে মেট্রো রেলের সংখ্যা ৷ খবর মেট্রোরেল সূত্রে ৷ আগামী শুক্রবার অর্থাৎ 19 আগস্ট জন্মাষ্টমী ৷ সেদিন সারাদিনে 234টি মেট্রো চলবে নর্থ-সাউথ মেট্রো করিডরে (Kolkata Metro will Run Limited Service) ৷ সম্প্রতি এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ তবে ইস্ট-ওয়েস্ট করিডরের ক্ষেত্রে মেট্রো পরিষেবা একই থাকবে ৷ প্রতিদিনের মতো এদিনও 100টি মেট্রো চলবে ৷
কলকাতা মেট্রোরেল সূত্রে খবর, নর্থ সাউথ মেট্রো করিডোরে প্রতিদিন 288টি মেট্রো চলে আপ ও ডাউন মিলিয়ে ৷ তার পরিবর্তে শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষ্যে আপ ও ডাউন দু‘টি ক্ষেত্রেই 117টি করে মেট্রো চলবে ৷ এদিন অধিকাংশ অফিসে ছুটি থাকে ৷ তাই মেট্রোর ভিড়ও কিছুটা কম থাকবে ৷ প্রসঙ্গত, করোনাকালে মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল, যে ছুটির দিনগুলোতে যাত্রী ভিড় এড়াতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতেই কম মেট্রো চালানো হয় । তাই এদিন কম থাকছে মেট্রোর সংখ্যা ।
উল্লেখ্য, জন্মাষ্টমীতে দমদম থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো চলবে সকাল 06:50 মিনিটে । কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:55 মিনিটে। দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 07:00 মিনিটে।
আরও পড়ুন: শহরের নয়া কোনও মেট্রো স্টেশন কিশোর কুমারের নামে করার প্রস্তাব অনুরাগীদের
এছাড়া, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে 21:28 মিনিটে । দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে 21:40 মিনিটে । কবি সুভাষ থেকে দমদম যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে 21:40 মিনিটে । কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে 21:30 মিনিটে ৷