ETV Bharat / city

Kolkata Metro Special Service : ঈদের দিন বিশেষ পরিষেবার ঘোষণা কলকাতা মেট্রোর - Kolkata metro will provide special service on Eid Ul Fitr

ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবে ছুটির মেজাজে থাকবে তিলোত্তমা ৷ সবমিলিয়ে শহরবাসীর স্বার্থে মেট্রোয় বিশেষ পরিষেবা প্রদান করার সিদ্ধান্ত কলকাতা মেট্রোর (Kolkata metro will provide special service on Eid-Ul-Fitr)। কী সেই পরিষেবা ?

Kolkata Metro Special Service
ঈদের দিন বিশেষ পরিষেবার ঘোষণা কলকাতা মেট্রোর
author img

By

Published : Apr 30, 2022, 9:48 PM IST

কলকাতা, 30 এপ্রিল : যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে আগামী মঙ্গলবার অর্থাৎ, পবিত্র ঈদ-উল-ফিতরের দিন বিশেষ পরিষেবার ব্যবস্থা গ্রহণ করল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ বিশেষ মেট্রো পরিষেবার কথা জানিয়েছে ৷ ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবে ছুটির মেজাজে থাকবে তিলোত্তমা ৷ সবমিলিয়ে শহরবাসীর স্বার্থে মেট্রোয় বিশেষ পরিষেবা প্রদান করার সিদ্ধান্ত কলকাতা মেট্রোর (Kolkata metro will provide special service on Eid-Ul-Fitr)। কী সেই পরিষেবা ?

দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত দিনের প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে সকাল 6টা 50 মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী দিনের প্রথম মেট্রোও মিলবে সকাল 6টা 50মিনিটে ৷ অন্যদিকে দমদম থেকে দক্ষিণেশ্বর, দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6 টা 55 মিনিটে ৷ আর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7 টায়।

  • 234 services to run on 03.05.22 (Tuesday) on the occasion of Eid-Ul-Fitr on North-South Corridor pic.twitter.com/z3r4NG9SRo

    — Metro Rail Kolkata (@metrorailwaykol) April 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবার নজর দেওয়া যাক দিনের শেষ মেট্রো পরিষেবার সূচিতে ৷ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 28 মিনিটে। দমদম থেকে কবি সুভাষ শেষ মেট্রো মিলবে রাত 9টা 40 মিনিটে ৷ ওই একই সময়ে কবি সুভাষ থেকে রওনা হবে দমদমগামী দিনের শেষ মেট্রো ৷ আর কবি সুভাষ থেকে থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত 9টা 30 মিনিটে। তবে ক্রমবর্দ্ধমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ঈদে নর্থ-সাউথ করিডরে কম ট্রেন চালাবে কলকাতা মেট্রো ৷

আরও পড়ুন : বাইরে তীব্র দাবদাহ, রোজা রেখে সুস্থ থাকবেন কীভাবে ? দেখে নিন

যেখানে সপ্তাহের অন্যান্য কাজের দিন নর্থ-সাউথ করিডরে 272টি ট্রেন চলে সেখানে ঈদের দিন চালানো হবে 234 টি ট্রেন (117 আপ ও 117 ডাউন)। যদিও ইস্ট-ওয়েস্ট মেট্রোয় কমছে না ট্রেন সংখ্যা ৷

কলকাতা, 30 এপ্রিল : যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে আগামী মঙ্গলবার অর্থাৎ, পবিত্র ঈদ-উল-ফিতরের দিন বিশেষ পরিষেবার ব্যবস্থা গ্রহণ করল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ বিশেষ মেট্রো পরিষেবার কথা জানিয়েছে ৷ ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবে ছুটির মেজাজে থাকবে তিলোত্তমা ৷ সবমিলিয়ে শহরবাসীর স্বার্থে মেট্রোয় বিশেষ পরিষেবা প্রদান করার সিদ্ধান্ত কলকাতা মেট্রোর (Kolkata metro will provide special service on Eid-Ul-Fitr)। কী সেই পরিষেবা ?

দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত দিনের প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে সকাল 6টা 50 মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী দিনের প্রথম মেট্রোও মিলবে সকাল 6টা 50মিনিটে ৷ অন্যদিকে দমদম থেকে দক্ষিণেশ্বর, দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6 টা 55 মিনিটে ৷ আর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7 টায়।

  • 234 services to run on 03.05.22 (Tuesday) on the occasion of Eid-Ul-Fitr on North-South Corridor pic.twitter.com/z3r4NG9SRo

    — Metro Rail Kolkata (@metrorailwaykol) April 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবার নজর দেওয়া যাক দিনের শেষ মেট্রো পরিষেবার সূচিতে ৷ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 28 মিনিটে। দমদম থেকে কবি সুভাষ শেষ মেট্রো মিলবে রাত 9টা 40 মিনিটে ৷ ওই একই সময়ে কবি সুভাষ থেকে রওনা হবে দমদমগামী দিনের শেষ মেট্রো ৷ আর কবি সুভাষ থেকে থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত 9টা 30 মিনিটে। তবে ক্রমবর্দ্ধমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ঈদে নর্থ-সাউথ করিডরে কম ট্রেন চালাবে কলকাতা মেট্রো ৷

আরও পড়ুন : বাইরে তীব্র দাবদাহ, রোজা রেখে সুস্থ থাকবেন কীভাবে ? দেখে নিন

যেখানে সপ্তাহের অন্যান্য কাজের দিন নর্থ-সাউথ করিডরে 272টি ট্রেন চলে সেখানে ঈদের দিন চালানো হবে 234 টি ট্রেন (117 আপ ও 117 ডাউন)। যদিও ইস্ট-ওয়েস্ট মেট্রোয় কমছে না ট্রেন সংখ্যা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.