কলকাতা, 6 সেপ্টেম্বর: দুর্গাপুজো ঘিরে শহরের মানুষের সীমাহীন আবেগ ভালোমতোই টের পায় কলকাতা মেট্রো (Kolkata Metro) ৷ অতিমারির জেরে গত দু'বছর সেই আবেগ উপলব্ধ হয়নি ঠিকই, কিন্তু চলতি বছর শহরের সবচেয়ে বড় উৎসবে পুরনো চিত্র ফিরল শহরের পাতাল রেলে ৷ কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী 2022 দুর্গাপুজোয় পঞ্চমী থেকে বিজয়া দশমী পর্যন্ত মেট্রোয় যাত্রী সংখ্যা ছুঁয়েছে 40 লক্ষের কাছাকাছি (Kolkata Metro incomes near 40 lakhs during Puja days) ৷ আয়ের অংকটাও বিপুল। স্বভাবতই উৎফুল্ল মেট্রোরেল কর্তৃপক্ষ।
করোনাকালে লোকাল ট্রেনের মতোই দীর্ঘ সময় বন্ধ ছিল মেট্রো পরিষেবাও। ধীরে-ধীরে সংক্রমণ মোকাবিলায় ভ্যাকসিন আসার পর বিশ্বজুড়ে জনজীবন ফিরেছে স্বাভাবিক ছন্দে। আবারও চালু হয়েছে মেট্রো, ধাপে-ধাপে বাড়ানো হয়েছে পরিষেবার সংখ্যা। তবে করোনাকালের বিপুল আর্থিক ক্ষতি কিছুটা হলেও সামাল দিতে এবছর পুজোর দিকেই তাকিয়েছিল কর্তৃপক্ষ ৷ প্রত্যাশাকে বাস্তবায়িত করে সামলে কলকাতা মেট্রোকে চেনা ছবি ফিরিয়ে দিল 2022 দুর্গাপুজো।
এই ক'টা দিনে যাত্রীসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মেট্রোর আয়ও। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত টোকেন বিক্রি, স্মার্ট কার্ড বিক্রি এবং স্মার্ট কার্ড রিচার্জের মাধ্যমে মেট্রোর আয় হয়েছে 6 কোটি 6 লক্ষ 94 হাজার 56 টাকা। এর মধ্যে নর্থ-সাউথ করিডরের (North-South Corridor) আয় হয়েছে 5 কোটি 79 লক্ষ 90 হাজার 716 টাকা এবং ইস্ট-ওয়েস্ট করিডরের (East-West Corridor) আয় হয়েছে 27 লক্ষ 3 হাজার 340 টাকা।
আরও পড়ুন: সপ্তমীর আগেই সাড়ে সাত লক্ষ পেরোল মেট্রোর যাত্রীসংখ্যা, আয় এক কোটিরও বেশি
কর্তৃপক্ষের পেশ করা রিপোর্ট বলছে, পুজোর পাঁচদিনে কলকাতা মেট্রোয় যাতায়াত করেছেন 39 লক্ষ 20 হাজার 789 জন যাত্রী। এর মধ্যে নর্থ-সাউথ করিডরে যাত্রীসংখ্যা ছিল 37 লক্ষ 41 হাজার 361 জন ৷ বাকি যাত্রী সওয়ার হয়েছেন ইস্ট-ওয়েস্ট করিডরের মেট্রোয় ৷ সবমিলিয়ে বলাই যায়, আর্থিকভাবে ঘুরে দাঁড়ালো কলকাতা মেট্রো। যদিও মেট্রোয় পুজোর ভিড় শুরু হয়েছিল তৃতীয়া থেকেই, তবে এই পরিসংখ্যান পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ৷ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুজোর সময় শেষবার এমন ভিড় হয়েছিল 2019-এ।