কলকাতা, 22 মার্চ : আশঙ্কাটা তৈরি হচ্ছিল বেশ কিছুদিন ধরেই । যে দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিয়ো বার্তায় আন্তজাতিক বিমান এবং ভিন রাজ্য়ের সঙ্গে ট্রেন পরিষেবা বন্ধ করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী । গতকালই ভিন রাজ্যের সঙ্গে বাস যোগাযোগ বন্ধ করার কথা ঘোষণা করেছিল নবান্ন । আর কেন্দ্রের তরফে প্রস্তাব এল আপাতত গোটা রাজ্য আপাতত লক-ডাউন করে দেওয়ার । কেন্দ্রীয় প্রস্তাব আসার সঙ্গে দ্রুততার সঙ্গে তাকে মান্যতা দিল নবান্ন। জানিয়ে দিল, আগামী 27 মার্চ (শুক্রবার পর্যন্ত) লক-ডাউনের কথা ।
আগামীকাল বিকেল 4 টে থেকে লকডাউন শুরু হবে কলকাতা পৌরনিগম এলাকায় । কলকাতার পাশাপাশি রাজ্যের সব পৌরশহরেও চলবে লকডাউন। তবে লকডাউনের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে জরুরি পরিষেবাগুলি। এরমধ্যে রয়েছে- মেডিকেল সার্ভিস, দুধ, হাসপাতাল। ছাড় দেওয়া হয়েছে ব্যাঙ্ক, এটিএম পরিষেবার ক্ষেত্রেও । আবার সংবাদ মাধ্যম, দমকল, চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত মানুষদের কাজে যেতে যেন কোনও সমস্যা না হয়, সে দিকটা দেখতেও সরকার যে বন্ধ পরিকর, তাও আজ নবান্নের তরফে স্পষ্ট করা হয়েছে । আবার অত্যাবশ্যকীয় জিনিস আদান-প্রদানে যাতে কোনওরকম সমস্যা না হয়, সে দিকটাও নজর রাখা হচ্ছে । ছাড় দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় দ্রব্য পরিবহনের ক্ষেত্রে যুক্ত যানবাহনকে ।
আজ কলকাতা সহ দেশের 75 টি শহরে লক-ডাউনের প্রস্তাব দেয় কেন্দ্র । নবান্নের তরফে এই প্রস্তাব নিয়ে গুরুত্ব সহকারে ভাবনা চিন্তার পরই সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই মেট্রো পরিষেবা বন্ধ করা হয়েছে কলকাতায় । চলছে না বাসও । ট্রেন পরিষেবা বন্ধ করা হয়েছে । রীতিমতো জরুরি পরিস্থিতি তৈরি করে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোরোনা আতঙ্ক মোকাবিলা করতে চাইছে কেন্দ্রীয় সরকার । কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াইয়ে এগিয়ে এসেছে দেশের প্রায় প্রতিটি রাজ্যই । বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিনামূল্যে চাল দেওয়ার কথা ঘোষণা করেছেন ।
শনিবার কলকাতায় চতুর্থ কোরোনা আক্রান্তের খবর সামনে আসতেই আতঙ্ক বহুগুণ বেড়ে গিয়েছে । কারণ আক্রান্ত ওই প্রৌঢ় সাম্প্রতিক সময় কোনও বিদেশ সফর করেননি । তার পরও তিনি কোরোনায় আক্রান্ত । ফলে ভাইরান এক দেহ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে । এই পরিস্থিতি লক-ডাউনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ ।