ETV Bharat / city

NIA তদন্তে সহযোগিতা করতে ছত্রধরকে নির্দেশ হাইকোর্টের - ছত্রধর মাহাতোর বিরুদ্ধে NIA তদন্ত

2009 সালের একটি ঘটনায় লালগড় থানায় অভিযোগ দায়ের হয়েছিল ছত্রধর মাহাতর বিরুদ্ধে । সেই মামলায় ছত্রধর মাহাতর বিরুদ্ধে 30 মার্চ NIA তদন্তের নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । এর বিরুদ্ধে সুরক্ষার দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন ছত্রধর মাহাত ।

NIA
NIA
author img

By

Published : Aug 19, 2020, 6:07 PM IST

Updated : Aug 19, 2020, 6:34 PM IST

কলকাতা, 19 অগাস্ট : তাঁর বিরুদ্ধে NIA তদন্তের বিরোধিতা করে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন ছত্রধর মাহাত ৷ ওই মামলায় আজ নতুন করে NIA-কে নোটিশ পাঠাতে বলল হাইকোর্ট । আর তদন্তের সবরকমের সহযোগিতার জন্য ছত্রধরকে নির্দেশ দিল ৷

বিচারপতি দেবাংশু বসাকের সিঙ্গল বেঞ্চে NIA-র তরফে আইনজীবী সঞ্জয় বর্ধন জানান, "ছত্রধর মাহাত তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করছেন না । NIA 160 ধারায় তাঁকে জিজ্ঞাসাবাদের নোটিশ পাঠালেও তিনি দেখা করেননি । ইতিমধ্যে তদন্তকারী সংস্থা তাঁর সঙ্গে দেখা করতে শালবনিতেও গিয়েছিল ৷ তা সত্ত্বেও তিনি দেখা করেননি ।"

অন্যদিকে, মামলাকারী ছত্রধর মাহাতর তরফে আইনজীবী দেবাশিস রায় বলেন, "2009 সালে লালগড় থানায় আমার মক্কেলের বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের হয়েছিল । তার একটিতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট মুক্তি দিয়েছে তাঁকে । আর একটি মামলা নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে । সেই মামলায় খুব শীঘ্রই চার্জশিট পেশ করা হবে । ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে 2008 সালের NIA আইনে একটি তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । এইভাবে ইচ্ছেমতো যখন তখন তদন্ত শুরু করা যায় না । একটা অভিযোগের তদন্ত 11 বছর পরে শুরু করা যায় না । এটা NIA আইন বিরোধী ।"

দু'পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি দেবাংশু বসাক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-কে পুনরায় নোটিশ পাঠানোর নির্দেশ দেন এবং ছত্রধর মাহাতকে তদন্তের কাজে সহযোগিতার নির্দেশ দেন । দুই পক্ষকেই 6 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে । ছয় সপ্তাহ পরে ফের মামলাটির শুনানি করা হবে । তবে দুপক্ষেরই আইনানুগ পদক্ষেপ গ্রহণের স্বাধীনতা আছে বলে জানিয়েছেন বিচারপতি ।

প্রসঙ্গত, জঙ্গলমহলের নেতা ছত্রধর মাহাতর বিরুদ্ধে 2009 সালে প্রথমে বাঁশপাহাড়িতে রাজধানী এক্সপ্রেসকে পণবন্দি করার ঘটনায় লালগড় থানায় অভিযোগ দায়ের হয় । পরে লালগড় থানাতেই আরও একটি অভিযোগ দায়ের হয় ঝাড়গ্রামের CPI(M) নেতা দীপক মাহাত খুনের ঘটনায় । এই দু'টি মামলাতেই রাষ্ট্রদ্রোহিতা এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের অভিযোগে NIA-কে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ।

কলকাতা, 19 অগাস্ট : তাঁর বিরুদ্ধে NIA তদন্তের বিরোধিতা করে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন ছত্রধর মাহাত ৷ ওই মামলায় আজ নতুন করে NIA-কে নোটিশ পাঠাতে বলল হাইকোর্ট । আর তদন্তের সবরকমের সহযোগিতার জন্য ছত্রধরকে নির্দেশ দিল ৷

বিচারপতি দেবাংশু বসাকের সিঙ্গল বেঞ্চে NIA-র তরফে আইনজীবী সঞ্জয় বর্ধন জানান, "ছত্রধর মাহাত তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করছেন না । NIA 160 ধারায় তাঁকে জিজ্ঞাসাবাদের নোটিশ পাঠালেও তিনি দেখা করেননি । ইতিমধ্যে তদন্তকারী সংস্থা তাঁর সঙ্গে দেখা করতে শালবনিতেও গিয়েছিল ৷ তা সত্ত্বেও তিনি দেখা করেননি ।"

অন্যদিকে, মামলাকারী ছত্রধর মাহাতর তরফে আইনজীবী দেবাশিস রায় বলেন, "2009 সালে লালগড় থানায় আমার মক্কেলের বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের হয়েছিল । তার একটিতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট মুক্তি দিয়েছে তাঁকে । আর একটি মামলা নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে । সেই মামলায় খুব শীঘ্রই চার্জশিট পেশ করা হবে । ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে 2008 সালের NIA আইনে একটি তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । এইভাবে ইচ্ছেমতো যখন তখন তদন্ত শুরু করা যায় না । একটা অভিযোগের তদন্ত 11 বছর পরে শুরু করা যায় না । এটা NIA আইন বিরোধী ।"

দু'পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি দেবাংশু বসাক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-কে পুনরায় নোটিশ পাঠানোর নির্দেশ দেন এবং ছত্রধর মাহাতকে তদন্তের কাজে সহযোগিতার নির্দেশ দেন । দুই পক্ষকেই 6 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে । ছয় সপ্তাহ পরে ফের মামলাটির শুনানি করা হবে । তবে দুপক্ষেরই আইনানুগ পদক্ষেপ গ্রহণের স্বাধীনতা আছে বলে জানিয়েছেন বিচারপতি ।

প্রসঙ্গত, জঙ্গলমহলের নেতা ছত্রধর মাহাতর বিরুদ্ধে 2009 সালে প্রথমে বাঁশপাহাড়িতে রাজধানী এক্সপ্রেসকে পণবন্দি করার ঘটনায় লালগড় থানায় অভিযোগ দায়ের হয় । পরে লালগড় থানাতেই আরও একটি অভিযোগ দায়ের হয় ঝাড়গ্রামের CPI(M) নেতা দীপক মাহাত খুনের ঘটনায় । এই দু'টি মামলাতেই রাষ্ট্রদ্রোহিতা এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের অভিযোগে NIA-কে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ।

Last Updated : Aug 19, 2020, 6:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.