কলকাতা, 7 সেপ্টেম্বর: পৃথিবী জুড়ে নগরায়ণের চাকা দ্রুত গড়িয়ে চলেছে । আর তার সঙ্গে সঙ্গে মানুষ যেন ক্রমশ জড়িয়ে পড়ছে যান্ত্রিকতার জালে । এই জাল ছিঁড়ে মুক্তির পথ বলে দেবেন জগৎ জননী দেবী দুর্গা । এই ভাবনাই এবার ফুটে উঠবে হরিদেবপুর 41 পল্লির পুজো মণ্ডপে (Haridevpur 41 Pally Durga Puja) ।
এ বছর 65-তে পা দিচ্ছে 41 পল্লির পুজো । পুজোর ভাবনা শক্তির শক্তিতে । পুজোর থিম (Puja Theme) গোলক ধাঁধা । মণ্ডপসজ্জা ও প্রতিমা তৈরি করছেন শিল্পী শক্তি শর্মা ।
যান্ত্রিকতার জালে ফেঁসে এখন মানবজীবন যেন শুধুই গোলক ধাঁধা । এই ভাবনাই ফুটিয়ে তুলতে মণ্ডপের চারদিকে থাকছে আকাশ চুম্বী বহুতল । সেগুলো লোহার কাঠামোর উপরে চটের বস্তা ও সুতলি দড়ি দিয়ে তৈরি হচ্ছে । থাকছে কক্রিটের জঙ্গলের মাঝে মায়ের পুরোনো পাথরের মণ্ডপ । মাঝখানে থাকবে বুড়ো আঙুলের ছাপ ৷ এখন প্যান কার্ড থেকে আধার কার্ড সব ক্ষেত্রেই লাগে আঙুলের ছাপ (Durga Puja 2022) ।
আরও পড়ুন: মণ্ডপে থাকছে 108 শিবলিঙ্গ, আদিশক্তির নানা রূপে সাজতে চলেছে রায়গঞ্জ 'বিপ্লবী'-র পুজো
পুজো উদ্যোক্তা দীপায়ন চট্টোপাধ্যায় বলেন, "বর্তমান নগরোন্নয়নের যুগে মানুষ দিন-রাত ছুটছে ৷ কেউ পয়সা, আবার কেউ ফ্রেমের পিছনে নিত্যদিন ছুটে চলেছে ৷ যার ফলে কোথাও যেন একটা আমিত্ব চলে এসেছে ৷ এখন সকলে যান্ত্রিকতার জালে ৷ সেখানেই মায়ের কাছে আমাদের আবেদন সবাইকে আবার মানবিক রূপে ফিরিয়ে দাও ৷ মায়ের কাছে প্রার্থনা, আমিত্ব কাটিয়ে ফের সবাই যেন সবার জন্য চিন্তা ভাবনা করে ।"