ETV Bharat / city

43-এর অনুশাকে নতুন জীবন দিল 16 বছরের কিশোরের হৃদয় - kolkata

গত বছরে কলকাতা তথা পূর্বভারতে প্রথম হৃদযন্ত্র প্রতিস্থাপন হয়েছিল আনন্দপুরের বেসরকারি এই হাসপাতালে । গতকাল আবারও হৃদযন্ত্র প্রতিস্থাপন হল কলকাতায় ।

অনুশা অধিকারী
author img

By

Published : May 29, 2019, 4:52 PM IST

কলকাতা, 29 মে: গত 20 ডিসেম্বরের পরে মঙ্গলবার (২৮ মে) । পাঁচ মাস পরে আবারও হৃদযন্ত্র প্রতিস্থাপন হল কলকাতায় । এই নিয়ে গত মে মাস থেকে এখনও পর্যন্ত কলকাতা তথা পূর্বভারতে অষ্টম বার প্রতিস্থাপিত হল হৃদযন্ত্র । এবার 16 বছরের এক কিশোরের হৃদযন্ত্র প্রতিস্থাপিত হল 43 বছর বয়সি অনুশা অধিকারীর শরীরে । আনন্দপুরে ই.এম বাইপাসের ধারে অবস্থিত ফর্টিস হাসপাতালে গতকাল রাতে কলকাতার বাসিন্দা অনুশার হৃদযন্ত্র প্রতিস্থাপনের প্রক্রিয়া সম্পন্ন হয় ।

দুর্ঘটনায় জখম 16 বছরের ওই কিশোরের চিকিৎসা চলছিল মুম্বইয়ের গ্লোবাল হাসপাতালে । শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি । তাঁর ব্রেন ডেথ ঘোষণা করতে হয় । এরপর মৃত এই কিশোরের অঙ্গদানের জন্য সম্মতি জানান তার পরিজনরা । শুরু হয় খোঁজখবর । দেখা যায়, কলকাতার অনুশা অধিকারীর শরীরে ওই কিশোরের হৃদযন্ত্র প্রতিস্থাপন করা সম্ভব । মুম্বই থেকে আকাশপথে হৃদযন্ত্র মঙ্গলবার রাতে নিয়ে আসা হয় শহরে । গতকাল রাত ১০টা ২০মিনিট নাগাদ হৃদযন্ত্র পৌঁছয় কলকাতা বিমানবন্দরে । সেখান থেকে গ্রিন করিডরের মাধ্যমে হৃদযন্ত্র নিয়ে আসা হয় আনন্দপুরের বেসরকারি ওই হাসপাতালে ।

আজ ভোরে অনুশা অধিকারীর শরীরে হৃদযন্ত্র প্রতিস্থাপনের প্রক্রিয়া সম্পন্ন হয় । বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, হৃদযন্ত্র প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার সফল হয়েছে । চিকিৎসকরা জানান, এই মুহূর্তে অনুশার শারীরিক অবস্থা স্থিতিশীল । তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে ।

গত বছর কলকাতা তথা পূর্বভারতে প্রথম হৃদযন্ত্র প্রতিস্থাপন হয়েছিল আনন্দপুরের বেসরকারি এই হাসপাতালে । এই নিয়ে এই হাসপাতালে চতুর্থবার হৃদযন্ত্র প্রতিস্থাপন হল । কলকাতা তথা পূর্বভারতে অষ্টমবার হল হৃদযন্ত্র প্রতিস্থাপন । কলকাতায় শেষবার হৃদযন্ত্র প্রতিস্থাপন হয়েছিল গত বছরের 20 ডিসেম্বর কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ।

কলকাতা, 29 মে: গত 20 ডিসেম্বরের পরে মঙ্গলবার (২৮ মে) । পাঁচ মাস পরে আবারও হৃদযন্ত্র প্রতিস্থাপন হল কলকাতায় । এই নিয়ে গত মে মাস থেকে এখনও পর্যন্ত কলকাতা তথা পূর্বভারতে অষ্টম বার প্রতিস্থাপিত হল হৃদযন্ত্র । এবার 16 বছরের এক কিশোরের হৃদযন্ত্র প্রতিস্থাপিত হল 43 বছর বয়সি অনুশা অধিকারীর শরীরে । আনন্দপুরে ই.এম বাইপাসের ধারে অবস্থিত ফর্টিস হাসপাতালে গতকাল রাতে কলকাতার বাসিন্দা অনুশার হৃদযন্ত্র প্রতিস্থাপনের প্রক্রিয়া সম্পন্ন হয় ।

দুর্ঘটনায় জখম 16 বছরের ওই কিশোরের চিকিৎসা চলছিল মুম্বইয়ের গ্লোবাল হাসপাতালে । শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি । তাঁর ব্রেন ডেথ ঘোষণা করতে হয় । এরপর মৃত এই কিশোরের অঙ্গদানের জন্য সম্মতি জানান তার পরিজনরা । শুরু হয় খোঁজখবর । দেখা যায়, কলকাতার অনুশা অধিকারীর শরীরে ওই কিশোরের হৃদযন্ত্র প্রতিস্থাপন করা সম্ভব । মুম্বই থেকে আকাশপথে হৃদযন্ত্র মঙ্গলবার রাতে নিয়ে আসা হয় শহরে । গতকাল রাত ১০টা ২০মিনিট নাগাদ হৃদযন্ত্র পৌঁছয় কলকাতা বিমানবন্দরে । সেখান থেকে গ্রিন করিডরের মাধ্যমে হৃদযন্ত্র নিয়ে আসা হয় আনন্দপুরের বেসরকারি ওই হাসপাতালে ।

আজ ভোরে অনুশা অধিকারীর শরীরে হৃদযন্ত্র প্রতিস্থাপনের প্রক্রিয়া সম্পন্ন হয় । বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, হৃদযন্ত্র প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার সফল হয়েছে । চিকিৎসকরা জানান, এই মুহূর্তে অনুশার শারীরিক অবস্থা স্থিতিশীল । তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে ।

গত বছর কলকাতা তথা পূর্বভারতে প্রথম হৃদযন্ত্র প্রতিস্থাপন হয়েছিল আনন্দপুরের বেসরকারি এই হাসপাতালে । এই নিয়ে এই হাসপাতালে চতুর্থবার হৃদযন্ত্র প্রতিস্থাপন হল । কলকাতা তথা পূর্বভারতে অষ্টমবার হল হৃদযন্ত্র প্রতিস্থাপন । কলকাতায় শেষবার হৃদযন্ত্র প্রতিস্থাপন হয়েছিল গত বছরের 20 ডিসেম্বর কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ।

Intro:কলকাতা, ২৯ মে: গত বছরের ২০ ডিসেম্বরের পরে গতকাল মঙ্গলবার, ২৮ মে। পাঁচ মাস পরে আবার হৃদযন্ত্র প্রতিস্থাপন হল কলকাতায়। এই নিয়ে গত বছরের মে মাস থেকে এখনও পর্যন্ত কলকাতা তথা পূর্বভারতে অষ্টম বার প্রতিস্থাপিত হল হৃদযন্ত্র। এবার ১৬ বছরের এক কিশোরের হৃদযন্ত্র প্রতিস্থাপন হল ৪৭ বছর বয়সি অনুশা অধিকারীর শরীরে। এই হৃদযন্ত্র গ্রহীতা কলকাতার বাসিন্দা। আনন্দপুরে ইএম বাইপাসের ধারে অবস্থিত ফর্টিস হাসপাতালে মঙ্গলবার রাতে এই প্রতিস্থাপনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
Body:দুর্ঘটনায় জখম ১৬ বছরের ওই কিশোরের চিকিৎসা চলছিল মুম্বাইয়ের গ্লোবাল হাসপাতালে। শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। তাঁর ব্রেন ডেথ ঘোষণা করতে হয়। এর পরে মৃত এই কিশোরের অঙ্গদানের জন্য সম্মতি জানান পরিজনরা। শুরু হয় খোঁজখবর। দেখা যায়, কলকাতার বাসিন্দা অনুশা অধিকারীর শরীরে ওই কিশোরের হৃদযন্ত্র প্রতিস্থাপন করা সম্ভব। যার জেরে মুম্বই থেকে আকাশ পথে এই হৃদযন্ত্র মঙ্গলবার রাতে নিয়ে আসা হয় কলকাতায়। মঙ্গলবার রাত ১০টা ২০মিনিট নাগাদ হৃদযন্ত্র পৌঁছয় কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে গ্রিন করিডরের মাধ্যমে হৃদযন্ত্র নিয়ে আসা হয় আনন্দপুরের বেসরকারি ওই হাসপাতালে। দমদম বিমানবন্দর থেকে হাসপাতালে দূরত্ব ১৮ কিলোমিটার। এই পথ পেরোতে সময় লাগে ১৬ মিনিট ২৩ সেকেন্ড।

মঙ্গলবার রাত দেড়টা নাগাদ অনুশা অধিকারীর শরীরে হৃদযন্ত্র প্রতিস্থাপনের প্রক্রিয়া সম্পন্ন হয়। হৃদযন্ত্র প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার সফল হয়েছে বলে বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, এই হৃদযন্ত্র গ্রহীতার শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। হৃদযন্ত্র গ্রহীতাকে পর্যবেক্ষণে রাখা রাখা হয়েছে। আগামীকাল, বুধবার দুপুরের পরে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন হৃদযন্ত্র গ্রহীতাকে ভেন্টিলেশন থেকে কখন বের করা হবে।
Conclusion:গত বছরে কলকাতা তথা পূর্বভারতে প্রথম হৃদযন্ত্র প্রতিস্থাপন হয়েছিল আনন্দপুরের বেসরকারি এই হাসপাতালে। এই নিয়ে এই হাসপাতালে চতুর্থবার হৃদযন্ত্র প্রতিস্থাপন হল। এবং, কলকাতা তথা পূর্বভারতে অষ্টম বার হল হৃদযন্ত্র প্রতিস্থাপন। কলকাতায় শেষবার হৃদযন্ত্র প্রতিস্থাপন হয়েছিল গত বছরের ২০ ডিসেম্বর কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে।

_______

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.