ETV Bharat / city

পৌরনিগমের উদ্যোগে পার্কসার্কাস ময়দানে আন্দোলনকারীদের জন্য ছাউনি ? - পার্ক সার্কাস ময়দান বিক্ষোভ

কলকাতা পৌরনিগমের কাছে ডেপুটেশন জমা দেন বাম ও কংগ্রেস কাউন্সিলররা ৷ মেয়রের উদ্দেশে জমা দেওয়া সেই ডেপুটেশনে উল্লেখ করা হয়েছে, "কলকাতার মহানাগরিক হিসেবে এবং সংশোধিত নাগরিকত্ব আইনের একজন বিরোধী হিসেবে আপনার কাছে আবেদন যে, কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে পার্কসার্কাস ময়দানে অবস্থানকারীদের জন্য ছাউনি ও বায়োটয়লেটের ব্যবস্থা করে দিন ৷ "

Park circus maidan protest
পার্ক সার্কাস ময়দানে অবস্থান বিক্ষোভ সংখ্যালঘু মহিলাদের
author img

By

Published : Jan 16, 2020, 11:08 PM IST

কলকাতা, 16 জানুয়ারি: পার্কসার্কাস ময়দানে বিক্ষোভকারীদের জন্য ছাউনি ও পানীয় জলের ব্যবস্থা করার উদ্যোগ নিল কলকাতা পৌরনিগম ৷ পৌরনিগম সূত্রে এমনটাই জানা গেছে । পার্কসার্কাস ময়দানে CAA ও NRC-এর প্রতিবাদে 9 দিন ধরে বিক্ষোভ অবস্থান করছেন মহিলারা ৷ তাঁদের জন্য ছাউনি ও পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য পৌরনিগমের কাছে আবেদন জানানো হয়েছিল বাম ও কংগ্রেসের পক্ষ থেকে ৷

বিষয়টি নিয়ে কলকাতা পৌরনিগমের কাছে ডেপুটেশন জমা দেন বাম ও কংগ্রেস কাউন্সিলররা ৷ মেয়রের উদ্দেশে জমা দেওয়া সেই ডেপুটেশনে উল্লেখ করা হয়েছে, "কলকাতার মহানাগরিক হিসেবে এবং সংশোধিত নাগরিকত্ব আইনের একজন বিরোধী হিসেবে আপনার কাছে আবেদন যে, কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে পার্কসার্কাস ময়দানে অবস্থানকারীদের জন্য ছাউনি ও বায়োটয়লেটের ব্যবস্থা করে দিন ৷ "

পার্কসার্কাস ময়দানে অবস্থানকারী মহিলারা ।

যদিও অবস্থানকারীদের জন্য ছাউনি, পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করা হবে কি না, সেই বিষয়ে পৌর আধিকারিক ও মেয়র পারিষদরা মুখ খোলেননি । তবে পৌরনিগম সূত্রে খবর, অবস্থানকারীদের জন্য ছাউনি ও পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে ৷

Park circus
ডেপুটেশনের প্রতিলিপি

কলকাতা, 16 জানুয়ারি: পার্কসার্কাস ময়দানে বিক্ষোভকারীদের জন্য ছাউনি ও পানীয় জলের ব্যবস্থা করার উদ্যোগ নিল কলকাতা পৌরনিগম ৷ পৌরনিগম সূত্রে এমনটাই জানা গেছে । পার্কসার্কাস ময়দানে CAA ও NRC-এর প্রতিবাদে 9 দিন ধরে বিক্ষোভ অবস্থান করছেন মহিলারা ৷ তাঁদের জন্য ছাউনি ও পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য পৌরনিগমের কাছে আবেদন জানানো হয়েছিল বাম ও কংগ্রেসের পক্ষ থেকে ৷

বিষয়টি নিয়ে কলকাতা পৌরনিগমের কাছে ডেপুটেশন জমা দেন বাম ও কংগ্রেস কাউন্সিলররা ৷ মেয়রের উদ্দেশে জমা দেওয়া সেই ডেপুটেশনে উল্লেখ করা হয়েছে, "কলকাতার মহানাগরিক হিসেবে এবং সংশোধিত নাগরিকত্ব আইনের একজন বিরোধী হিসেবে আপনার কাছে আবেদন যে, কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে পার্কসার্কাস ময়দানে অবস্থানকারীদের জন্য ছাউনি ও বায়োটয়লেটের ব্যবস্থা করে দিন ৷ "

পার্কসার্কাস ময়দানে অবস্থানকারী মহিলারা ।

যদিও অবস্থানকারীদের জন্য ছাউনি, পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করা হবে কি না, সেই বিষয়ে পৌর আধিকারিক ও মেয়র পারিষদরা মুখ খোলেননি । তবে পৌরনিগম সূত্রে খবর, অবস্থানকারীদের জন্য ছাউনি ও পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে ৷

Park circus
ডেপুটেশনের প্রতিলিপি
Intro: চাপের মুখে সরকার বিক্ষোভকারীদের ছাউনির ব্যবস্থা করবে কলকাতা পুর নিগম। মুখে কিছু না বললেও বিক্ষোভকারীদের আশ্বাস দিয়েছে পুর নিগাম ।গত নদিন ধরে লাগাতার ধরনায় বসেছেন সংখ্যালঘু মহিলারা। CAA আর NRC প্রতিবাদে সংখ্যালঘু মহিলারা এই লাগাতার বিক্ষোভে বসেছে পার্ক সার্কাস ময়দানে। 5 সার্কাস ময়দানে মহিলারা দিনরাত কেন্দ্রীয় সরকারের নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে অবস্থান করছেন। তাদের প্রতিবাদ সভায় ছাউনি ও পানীয় জলের আবেদন করা হয়েছে বাম-কংগ্রেস থেকে। ইতিমধ্যেই কলকাতা পৌরনিগমের সদর দফতরে দফায় দফায় ডেপুটেশন দিয়েছেন বাম কংগ্রেস কাউন্সিলররা।


Body: প্রচন্ড শীতে তারা যেভাবে বসে রয়েছে মাথার ওপর ছাউনি অত্যন্ত প্রয়োজনীয়। সেইসঙ্গে পানীয় জল ও সুলভ শৌচালয় ব্যবস্থা করা হোক তারা আবেদনপত্রে জানিয়েছেন। দাবি পত্রে উল্লেখ করেছে কলকাতার মহানাগরিক হিসেবে এবং সংশোধিত নাগরিক আইনের একজন প্রতিবাদ হিসেবে তাদের কলকাতা পুর নিগমের পক্ষ থেকে অবস্থানকারীদের সাহায্য করা হোক।

বিক্ষোভকারীদের জন্য ছাউনি ও পানীয় জলে সুলভ শৌচালয় ব্যবস্থা করা হবে কিনা এ প্রশ্নের উত্তর দিতে চান নি মেয়র পারিষদ দেবাশীষ কুমার । যদিও পুরসভার সূত্রের খবর বিক্ষোভকারীদের জন্য মাথার উপর ছাউনি ও পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। তবে এই বিষয়ে পুর আধিকারিক থেকে মেয়র পারিষদরা মুখ খুলতে নারাজ।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.