কলকাতা, 16 জানুয়ারি: পার্কসার্কাস ময়দানে বিক্ষোভকারীদের জন্য ছাউনি ও পানীয় জলের ব্যবস্থা করার উদ্যোগ নিল কলকাতা পৌরনিগম ৷ পৌরনিগম সূত্রে এমনটাই জানা গেছে । পার্কসার্কাস ময়দানে CAA ও NRC-এর প্রতিবাদে 9 দিন ধরে বিক্ষোভ অবস্থান করছেন মহিলারা ৷ তাঁদের জন্য ছাউনি ও পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য পৌরনিগমের কাছে আবেদন জানানো হয়েছিল বাম ও কংগ্রেসের পক্ষ থেকে ৷
বিষয়টি নিয়ে কলকাতা পৌরনিগমের কাছে ডেপুটেশন জমা দেন বাম ও কংগ্রেস কাউন্সিলররা ৷ মেয়রের উদ্দেশে জমা দেওয়া সেই ডেপুটেশনে উল্লেখ করা হয়েছে, "কলকাতার মহানাগরিক হিসেবে এবং সংশোধিত নাগরিকত্ব আইনের একজন বিরোধী হিসেবে আপনার কাছে আবেদন যে, কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে পার্কসার্কাস ময়দানে অবস্থানকারীদের জন্য ছাউনি ও বায়োটয়লেটের ব্যবস্থা করে দিন ৷ "
যদিও অবস্থানকারীদের জন্য ছাউনি, পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করা হবে কি না, সেই বিষয়ে পৌর আধিকারিক ও মেয়র পারিষদরা মুখ খোলেননি । তবে পৌরনিগম সূত্রে খবর, অবস্থানকারীদের জন্য ছাউনি ও পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে ৷