ETV Bharat / city

রেল ভবনে অগ্নিকাণ্ডের তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন রেলমন্ত্রীর

কলকাতার বহুতলে আগুনে 9 জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল ৷ রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখেই উদ্ধারকাজ চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷

kolkata-building-fire-railway-minister-piyush-goyal-orders-high-level-inquiry
স্ট্র্যান্ড রোডের আগুনের তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন রেলমন্ত্রীর
author img

By

Published : Mar 9, 2021, 8:23 AM IST

Updated : Mar 9, 2021, 8:35 AM IST

কলকাতা/নয়াদিল্লি, 9 মার্চ : কলকাতার স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডের কারণ জানতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিলেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল ৷ তিনি আগুনে মৃতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি জানান, রেল দফতরের চার মূল বিভাগের প্রধানদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷ রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রক্ষা করেই পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি ৷

রেলমন্ত্রীর কথায়, "জেনারেল ম্যানেজার-সহ রেলের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন ৷ রাজ্য সরকারের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উদ্ধারকাজ চালানোর চেষ্টা চলছে ৷ সবার সুরক্ষা সুনিশ্চিত করতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ৷" অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করে তিনি বলেছেন, "কলকাতার স্ট্র্যান্ড রোডে আগুনের সঙ্গে লড়াই করতে করতে 4 জন দমকল কর্মী, 2 জন রেলকর্মী ও একজন এএসআই-সহ 9টি সাহসী প্রাণ চলে যাওয়ায় মর্মাহত ৷"

  • All possible assistance has been provided by the Railways to the State Govt during this unfortunate fire accident. A high level inquiry consisting of four Principal heads of Railway departments has been ordered to ascertain the cause of the fire.

    — Piyush Goyal (@PiyushGoyal) March 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আগুনের কারণে প্যাসেঞ্জার রিজ়ার্ভেশন সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ ইনস্টলেশন বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিষেবা স্থগিত রাখতে হয়েছে বলে জানিয়েছেন ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার মনোজ যোশি ৷ তিনি জানিয়েছেন, "সিআরআইএস-এর মাধ্যমে ডিজ়াস্টার রিকভারি সিস্টেমে রাখা ব্যাকআপ দিয়ে রিকভার করার চেষ্টা চালানো হচ্ছে ৷ আমরা আশা করছি, সকালের মধ্যে এটা করা সম্ভব হবে ৷

আরও পড়ুন: স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডে মৃত 9, চাকরি ও আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্ট্র্যান্ড রোডে রেল ভবনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় 9 জনের মৃত্যু হয় । গতকাল বিল্ডিংয়ের 13 তলায় আগুন লাগে । আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । জানা গিয়েছে যে, মৃতদের মধ্যে দুজন রেলকর্মী, চারজন দমকলকর্মী, একজন হেয়ার স্ট্রিট থানার এএসআই । বাকি দু'জনের পরিচয় জানার চেষ্টা চলছে । যাঁদের শনাক্ত করা গিয়েছে তাঁদের নাম অভয় ভবাল, অনিরুদ্ধ জানা, গিরিশ দে, গৌরব বেজ, বিমান পুরকাইত । তাঁদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

রাতেই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দমকল মন্ত্রী সুজিত বসু ও কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র ৷ আগুনে নিহতদের পরিবারকে 10 লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ এ ছাড়াও মৃতদের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে বলে জানান তিনি ৷ রেলের অসহযোগিতার জন্যই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতা/নয়াদিল্লি, 9 মার্চ : কলকাতার স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডের কারণ জানতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিলেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল ৷ তিনি আগুনে মৃতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি জানান, রেল দফতরের চার মূল বিভাগের প্রধানদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷ রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রক্ষা করেই পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি ৷

রেলমন্ত্রীর কথায়, "জেনারেল ম্যানেজার-সহ রেলের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন ৷ রাজ্য সরকারের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উদ্ধারকাজ চালানোর চেষ্টা চলছে ৷ সবার সুরক্ষা সুনিশ্চিত করতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ৷" অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করে তিনি বলেছেন, "কলকাতার স্ট্র্যান্ড রোডে আগুনের সঙ্গে লড়াই করতে করতে 4 জন দমকল কর্মী, 2 জন রেলকর্মী ও একজন এএসআই-সহ 9টি সাহসী প্রাণ চলে যাওয়ায় মর্মাহত ৷"

  • All possible assistance has been provided by the Railways to the State Govt during this unfortunate fire accident. A high level inquiry consisting of four Principal heads of Railway departments has been ordered to ascertain the cause of the fire.

    — Piyush Goyal (@PiyushGoyal) March 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আগুনের কারণে প্যাসেঞ্জার রিজ়ার্ভেশন সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ ইনস্টলেশন বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিষেবা স্থগিত রাখতে হয়েছে বলে জানিয়েছেন ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার মনোজ যোশি ৷ তিনি জানিয়েছেন, "সিআরআইএস-এর মাধ্যমে ডিজ়াস্টার রিকভারি সিস্টেমে রাখা ব্যাকআপ দিয়ে রিকভার করার চেষ্টা চালানো হচ্ছে ৷ আমরা আশা করছি, সকালের মধ্যে এটা করা সম্ভব হবে ৷

আরও পড়ুন: স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডে মৃত 9, চাকরি ও আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্ট্র্যান্ড রোডে রেল ভবনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় 9 জনের মৃত্যু হয় । গতকাল বিল্ডিংয়ের 13 তলায় আগুন লাগে । আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । জানা গিয়েছে যে, মৃতদের মধ্যে দুজন রেলকর্মী, চারজন দমকলকর্মী, একজন হেয়ার স্ট্রিট থানার এএসআই । বাকি দু'জনের পরিচয় জানার চেষ্টা চলছে । যাঁদের শনাক্ত করা গিয়েছে তাঁদের নাম অভয় ভবাল, অনিরুদ্ধ জানা, গিরিশ দে, গৌরব বেজ, বিমান পুরকাইত । তাঁদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

রাতেই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দমকল মন্ত্রী সুজিত বসু ও কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র ৷ আগুনে নিহতদের পরিবারকে 10 লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ এ ছাড়াও মৃতদের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে বলে জানান তিনি ৷ রেলের অসহযোগিতার জন্যই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Last Updated : Mar 9, 2021, 8:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.