ETV Bharat / city

জল থৈ থৈ বিধানসভার প্রাঙ্গণ, কলকাতাকে ভেনিসের সঙ্গে তুলনা শুভেন্দুর - ভেনিস

গতকালের প্রায় দেড় ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভার ভিতরের রাস্তা থেকে শুরু করে বাগান সর্বত্র ৷ যা দেখে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়লেন না বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ব্য়ঙ্গের সুরে বললেন, মুখ্যমন্ত্রী কলকাতাকে লন্ডন বানাতে গিয়ে, ভেনিস বানিয়ে দিয়েছেন ৷

kolkata-became-venice-not-london-suvendu-adhikari-sneer-to-mamata-banerjee
জল থৈ থৈ বিধানসভার প্রাঙ্গন, কলকাতাকে ভেনিসের সঙ্গে তুলনা শুভেন্দুর
author img

By

Published : Jul 8, 2021, 12:46 PM IST

কলকাতা, 8 জুলাই : প্রায় দেড় ঘণ্টার মুষলধারার বৃষ্টিতে গতকাল জলমগ্ন হয়ে পড়েছিল শহর কলকাতা অধিকাংশ ৷ আর সেই জমা জলের প্রকোপ থেকে রেহাই পায়নি রাজ্য বিধানসভাও ৷ পশ্চিমবঙ্গ বিধানসভার ভিতরে আম্বেদকর মূর্তির সামনে সাজানো বাগান একটি নদীর আকার ধারণ করেছিল ৷ যেদিকেই চোখ যেত জল আর জল ৷ এই জলছবি দেখে মুখ্য়মন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়লেন না রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ব্যঙ্গের সুরে বললেন, মুখ্য়মন্ত্রী লন্ডন বানাতে চেয়েছিলেন, এখন দেখছি ভেনিস বানিয়ে ছেড়েছেন ৷

বুধবার বিধানসভার বাজেট অধিবেশন শুরুর সময় কলকাতার আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল ৷ একে রাজ্য বাজেট, কাজেই শাসক-বিরোধীদের মধ্যে রাজনৈতিক গরমাগরম তো ছিলই । কিন্তু, দিনের শেষে প্রবল বৃষ্টি যেন সবকিছুকে ঠান্ডা করে দিয়েছিল ৷ বুধবারের দিনটা রাজ্য সরকারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল । নির্বাচন পরবর্তী সময়ে রাজ্য সরকার যে কাজ করছে, তার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের বাজেট ছিল এটা । কিন্তু, লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধি, বিনামূল্যে ভ্যাকসিনের কথা বলেও কেন্দ্রের তরফে ভ্যাকসিন না আসা, জিএসটি সহ অন্যান্য ক্ষেত্রে কেন্দ্রের অর্থ না দেওয়া ৷ এমন একাধিক বিষয় নিয়ে শাসক-বিরোধী তরজায় অধিবেশন কক্ষ সরগরম হয়ে উঠেছিল ৷

কিন্তু দিনের শেষে সবকিছুকে ছাপিয়ে গেল প্রবল বৃষ্টি । আর সেই সঙ্গে ঘনঘন বাজ ৷ কখনও ইডেন গার্ডেন্সের দিকে, কখনও আবার হাইকোর্টের গম্বুজের মাথার দিকে ঝলসে উঠছে আলো ৷ এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক চলাকালীন মুখ্য়মন্ত্রী নিজেও সাংবাদিকদের উদ্দেশে বলেছিলেন, কেউ যেন বাইরে বের না হন ৷ পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে, বিকেল তিনটের সময় বিধানসভার বারান্দায় আলো জ্বালিয়ে দিতে হয় ৷ বৃষ্টির দাপটে দৃশ্যমানতা এতটাই কম ছিল যে, দশফুট দুরে থাকা মানুষকেও স্পষ্ট দেখা যাচ্ছিল না ৷ এমনকি বিধানসভার কম্পাউন্ডের ভিতরের রাস্তা থেকে শুরু করে বাগান সর্বত্র শুধু জল আর জল ৷ বিধানসভার বাইরে পার্কিংয়ে রাখা গাড়িগুলির চাকা পর্যন্ত জলের তলায় ছিল ৷

আরও পড়ুন : Weather Forecast : আজ কলকাতা-সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

বিধানসভার বাইরেটাকে পুরো একটা নদী মনে হচ্ছিল ৷ যে জলছবি দেখে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করতে ছাড়লেন না বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কটাক্ষের সুরে বলেন, ‘‘মুখ্যমন্ত্রী কলকাতাকে লন্ডন বানাতে চেয়েছিলেন ৷ আর এখন দেখছি ভেনিস বানিয়ে ছেড়েছেন ৷’’

কলকাতা, 8 জুলাই : প্রায় দেড় ঘণ্টার মুষলধারার বৃষ্টিতে গতকাল জলমগ্ন হয়ে পড়েছিল শহর কলকাতা অধিকাংশ ৷ আর সেই জমা জলের প্রকোপ থেকে রেহাই পায়নি রাজ্য বিধানসভাও ৷ পশ্চিমবঙ্গ বিধানসভার ভিতরে আম্বেদকর মূর্তির সামনে সাজানো বাগান একটি নদীর আকার ধারণ করেছিল ৷ যেদিকেই চোখ যেত জল আর জল ৷ এই জলছবি দেখে মুখ্য়মন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়লেন না রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ব্যঙ্গের সুরে বললেন, মুখ্য়মন্ত্রী লন্ডন বানাতে চেয়েছিলেন, এখন দেখছি ভেনিস বানিয়ে ছেড়েছেন ৷

বুধবার বিধানসভার বাজেট অধিবেশন শুরুর সময় কলকাতার আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল ৷ একে রাজ্য বাজেট, কাজেই শাসক-বিরোধীদের মধ্যে রাজনৈতিক গরমাগরম তো ছিলই । কিন্তু, দিনের শেষে প্রবল বৃষ্টি যেন সবকিছুকে ঠান্ডা করে দিয়েছিল ৷ বুধবারের দিনটা রাজ্য সরকারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল । নির্বাচন পরবর্তী সময়ে রাজ্য সরকার যে কাজ করছে, তার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের বাজেট ছিল এটা । কিন্তু, লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধি, বিনামূল্যে ভ্যাকসিনের কথা বলেও কেন্দ্রের তরফে ভ্যাকসিন না আসা, জিএসটি সহ অন্যান্য ক্ষেত্রে কেন্দ্রের অর্থ না দেওয়া ৷ এমন একাধিক বিষয় নিয়ে শাসক-বিরোধী তরজায় অধিবেশন কক্ষ সরগরম হয়ে উঠেছিল ৷

কিন্তু দিনের শেষে সবকিছুকে ছাপিয়ে গেল প্রবল বৃষ্টি । আর সেই সঙ্গে ঘনঘন বাজ ৷ কখনও ইডেন গার্ডেন্সের দিকে, কখনও আবার হাইকোর্টের গম্বুজের মাথার দিকে ঝলসে উঠছে আলো ৷ এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক চলাকালীন মুখ্য়মন্ত্রী নিজেও সাংবাদিকদের উদ্দেশে বলেছিলেন, কেউ যেন বাইরে বের না হন ৷ পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে, বিকেল তিনটের সময় বিধানসভার বারান্দায় আলো জ্বালিয়ে দিতে হয় ৷ বৃষ্টির দাপটে দৃশ্যমানতা এতটাই কম ছিল যে, দশফুট দুরে থাকা মানুষকেও স্পষ্ট দেখা যাচ্ছিল না ৷ এমনকি বিধানসভার কম্পাউন্ডের ভিতরের রাস্তা থেকে শুরু করে বাগান সর্বত্র শুধু জল আর জল ৷ বিধানসভার বাইরে পার্কিংয়ে রাখা গাড়িগুলির চাকা পর্যন্ত জলের তলায় ছিল ৷

আরও পড়ুন : Weather Forecast : আজ কলকাতা-সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

বিধানসভার বাইরেটাকে পুরো একটা নদী মনে হচ্ছিল ৷ যে জলছবি দেখে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করতে ছাড়লেন না বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কটাক্ষের সুরে বলেন, ‘‘মুখ্যমন্ত্রী কলকাতাকে লন্ডন বানাতে চেয়েছিলেন ৷ আর এখন দেখছি ভেনিস বানিয়ে ছেড়েছেন ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.