কলকাতা, 8 ডিসেম্বর : ঘন কুয়াশার দাপট । আর তার জেরে আজ সকালে কলকাতা বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা ব্যাহত হল ।
আজ সকালে বেশ কয়েকটি বিমান ওঠানামায় দেরি হয় । সকাল সাড়ে 6টা নাগাদ দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসে । যার জেরে বিমান ওঠানামা বন্ধ থাকে। পরে অবশ্য তা শুরু হয় ।
সকাল থেকেই সল্টলেক, রাজারহাট, নিউটাউন ও সংলগ্ন এলাকা কুয়াশাচ্ছন্ন ছিল । যার জেরে সমস্যায় পড়তে হয় যাত্রীদের । দিনের বেলায় ফগ লাইট জ্বালিয়ে রাস্তায় গাড়ি চলাচল করে। প্রসঙ্গত আলিপুর আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল, বাতাসে আর্দ্রতা থাকার কারণে সকালের দিকে কুয়াশা তৈরি হতে পারে এবং স্বাভাবিকের থেকে কয়েক ডিগ্রি কম থাকবে তাপমাত্রা ।
এখনও জাঁকিয়ে শীত না পড়লেও আবহাওয়া অফিসের পূর্বাভাসমতো আজ সকালে কুয়াশা ছিল উত্তর শহরতলীর বিভিন্ন অঞ্চলে ।