ETV Bharat / city

Kolkata Metro খোলনোলচে বদলে যাচ্ছে মেট্রোর স্মার্ট কার্ডের - Kolkata Metro has decided to make big changes in smart card

আরও স্মার্ট হচ্ছে কলকাতা মেট্রোর স্মার্টকার্ড। নতুন এই কার্ড মিলছে আজ থেকেই (Kolkata Metro has decided to make big changes in smart card ) ।

Kolkata Metro
খোলনোলচে বদলে যাচ্ছে মেট্রোর স্মার্ট কার্ডের
author img

By

Published : Aug 15, 2022, 12:55 PM IST

কলকাতা,15 অগস্ট: মেট্রো যাত্রাকে স্মরণীয় করে রাখতে উদ্যোগ নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ (Initiative of Kolkata Metro on the Eve of 76th Independence Day) । মেট্রো স্মার্ট কার্ডে এখন থেকে থাকবে আজাদি কা মহোৎসব লোগো। আজ থেকেই কাউন্টারে মিলবে এই বিশেষ লোগো যুক্ত স্মার্ট কার্ড। 76 তম স্বাধীনতা দিবসে এমনই অভিনব উদ্যোগ নেওয়া হল।

সবমিলিয়ে মেট্রোর স্মার্ট কার্ড সেজে উঠেছে নতুন রূপে। খোলনোলচে একেবারে বদলে যাচ্ছে আজ থেকেই । এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে নতুন স্মার্টকার্ড । স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সারা দেশ জুড়ে বছর ব্যাপি বিভিন্ন কর্মসূচি চলছে। এই কর্মকাণ্ডেই সামিল হয়েছে কলকাতা মেট্রোও ।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের দিন কমছে মেট্রোর সংখ্যা

জানা গিয়েছে, রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা এই কার্ডটির উদ্বোধন করেন। নর্থ সাউথ এবং ইস্ট ওয়েস্ট এই দুই মেট্রো করিডোরের পরিষেবার ক্ষেত্রে ব্যবহার করা যাবে বিশেষ এই স্মার্ট কার্ড। স্বাধীনতা দিবসে নাগরিকদের 200 বছরের কঠিন স্বাধীনতা সংগ্রাম এবং সংগ্রামীদের কথা মনে করিয়ে দিতে প্রায় 2.30 লক্ষ স্মার্ট কার্ড বিক্রি করার লক্ষ রয়েছে।

কলকাতা,15 অগস্ট: মেট্রো যাত্রাকে স্মরণীয় করে রাখতে উদ্যোগ নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ (Initiative of Kolkata Metro on the Eve of 76th Independence Day) । মেট্রো স্মার্ট কার্ডে এখন থেকে থাকবে আজাদি কা মহোৎসব লোগো। আজ থেকেই কাউন্টারে মিলবে এই বিশেষ লোগো যুক্ত স্মার্ট কার্ড। 76 তম স্বাধীনতা দিবসে এমনই অভিনব উদ্যোগ নেওয়া হল।

সবমিলিয়ে মেট্রোর স্মার্ট কার্ড সেজে উঠেছে নতুন রূপে। খোলনোলচে একেবারে বদলে যাচ্ছে আজ থেকেই । এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে নতুন স্মার্টকার্ড । স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সারা দেশ জুড়ে বছর ব্যাপি বিভিন্ন কর্মসূচি চলছে। এই কর্মকাণ্ডেই সামিল হয়েছে কলকাতা মেট্রোও ।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের দিন কমছে মেট্রোর সংখ্যা

জানা গিয়েছে, রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা এই কার্ডটির উদ্বোধন করেন। নর্থ সাউথ এবং ইস্ট ওয়েস্ট এই দুই মেট্রো করিডোরের পরিষেবার ক্ষেত্রে ব্যবহার করা যাবে বিশেষ এই স্মার্ট কার্ড। স্বাধীনতা দিবসে নাগরিকদের 200 বছরের কঠিন স্বাধীনতা সংগ্রাম এবং সংগ্রামীদের কথা মনে করিয়ে দিতে প্রায় 2.30 লক্ষ স্মার্ট কার্ড বিক্রি করার লক্ষ রয়েছে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.