কলকাতা, 15 অগাস্ট : আগামী 10 দিনের মধ্যে কলকাতা পৌরনিগমের প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে কোরোনা নির্ধারণ পরীক্ষা কেন্দ্র চালু হতে চলেছে । কলকাতার 144 টি ওয়ার্ডেই লালারস সংগ্রহ করে কোরোনা নির্ধারণ পরীক্ষা কেন্দ্র শুরু করতে চলেছে কলকাতা পৌরনিগম। ইতিমধ্যেই কলকাতা পৌরনিগম প্রত্যেকটি বোরোতে অ্যান্টিজেন পরীক্ষা কেন্দ্র শুরু করেছে।
প্রতিটি বোরোতে তিনটে করে অ্যান্টিজেন পরীক্ষাকেন্দ্র তৈরি করার পরিকল্পনাও রয়েছে পৌরনিগমের। কিন্তু কোরোনার সংক্রমণ দ্রুত বাড়ছে । সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে আরও বেশি সংখ্যক পরীক্ষা কেন্দ্র প্রয়োজন বলে মনে করছে পুর স্বাস্থ্য আধিকারিকরা। তাই আগামী 10 দিনের মধ্যেই সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কোরোনা নির্ধারক পরীক্ষার করার ব্যবস্থা করা হচ্ছে ।
বেসরকারি সংস্থায় কোরোনা নির্ধারক পরীক্ষা করতে আড়াই হাজার টাকা খরচ হয়। সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই কলকাতা পৌরনিগম সম্পূর্ণ বিনামূল্যেই পরীক্ষা চালু করার পরিকল্পনা নিয়েছে। কলকাতা পৌর নিগমের ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এই কোরোনার নির্ধারক পরীক্ষা কেন্দ্র তৈরি করা হবে।
কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন লালারস সংগ্রহ করে পরীক্ষা করা হবে এই কেন্দ্রগুলি থেকে। তবে এই পরীক্ষার জন্য যেই মেশিন ব্যবহার হয় তার জন্য air-conditioner থাকা বাধ্যতামূলক। তাই ইতিমধ্যেই তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন 7 থেকে 10 দিনের মধ্যে কলকাতা পৌর নিগমের সবকটি স্বাস্থ্যকেন্দ্রে এয়ার কন্ডিশনার বসানোর জন্য। এই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রতিদিন 50 থেকে 60 জনের লালারস সংগ্রহ করে পরীক্ষা করা হবে।
ইতিমধ্যেই অ্যান্টিজেন পরীক্ষা ও RTCPR মিলিয়ে 35000 পরীক্ষা করেছে কলকাতা পৌরনিগম। স্বাস্থ্য বিভাগীয় প্রশাসক মন্ডলীর সদস্য অতীন ঘোষ জানিয়েছেন যতক্ষণ না বাতানুকূল ব্যবস্থা চালু করা যাচ্ছে ততদিন লালারস অর্থাৎ সোয়াব টেস্টের মাধ্যমে কোরোনা নির্ধারক পরীক্ষাকেন্দ্র শুরু করা যাচ্ছে না। সেই সঙ্গে পরীক্ষা কেন্দ্র তৈরি করতে জায়গারও একটি সমস্যা ছিল। এখন জায়গা পাওয়া গেছে এবং দ্রুত বাতানুকূল যন্ত্র বসিয়ে পরীক্ষাকেন্দ্র সম্পূর্ণভাবে তৈরি করে ফেলা হবে। আগামী 10 দিনের মধ্যে পরীক্ষা কেন্দ্রগুলো যাতে চালু করা যায় সেটাই এখন লক্ষ্য কলকাতা পৌরনিগমের।