কলকাতা, 14 জুন : প্রায় 150 বছরের প্রাচীন হগ মার্কেট সংস্কারের পথে এক ধাপ এগোল কলকাতা পৌরনিগম ৷ সংস্কারের কাজ শুরু করার আগে মূল কাঠামোটির অবস্থা যাচাইয়ের দায়িত্ব দেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের হাতে ৷ পৌরনিগমের তরফে জানানো হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ গোটা বিষয়টির দেখভাল করবে ৷ সোমবার এ নিয়ে একটি জরুরি বৈঠকও হয় দু’পক্ষের মধ্যে ৷
এদিনের বৈঠকে কলকাতা পৌরনিগমের পক্ষে উপস্থিত ছিলেন প্রশাসক মণ্ডলীর সদস্য আমিরউদ্দিন ববি ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে ছিলেন অধ্যাপক বিশ্বজিৎ সোম-সহ অন্যরা ৷ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমিরউদ্দিন জানান, ইতিমধ্যেই বেশ কয়েকবার হগ মার্কেটের নানা অংশ সারাই করা হয়েছে ৷ তবে সামগ্রিকভাবে পুরো নির্মাণটির কোনও সংস্কার করা হয়নি ৷ এবার সেই কাজেই হাত দেওয়া হবে ৷ আর তার জন্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে ৷
আরও পড়ুন : কাউকে টাকা নয়, কোভিড দেহ সৎকারে শ্মশানে হোর্ডিং কলকাতা পৌরনিগমের
এদিনের বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অধ্যাপক বিশ্বজিৎ সোমের নেতৃত্বে হগ মার্কেটের (যা আমজনতার কাছে নিউ মার্কেট নামেই পরিচিত) মূল কাঠামোটির স্বাস্থ্যপরীক্ষা করা হবে ৷ 120 দিনের মধ্যে তার রিপোর্ট জমা দেবেন বিশেষজ্ঞরা ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের এই রিপোর্ট অনুযায়ী, ব্রিটিশ আমলে তৈরি এসএস হগ মার্কেট সংস্কারের কাজ শুরু করা হবে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ যে রিপোর্ট দেবে, তাতে উল্লেখ থাকবে কীভাবে এই ঐতিহ্যবাহী বাজারের মূল নির্মাণ অক্ষত রেখে তাকে ভিতর থেকেই আরও শক্তপোক্ত করে তোলা যায় ৷ যাতে আরও অন্তত 100 বছর এই নির্মাণের কোনও ক্ষতি না হয় ৷
কলকাতা পৌর নিগমের সূত্রের খবর, এতদিন পর্যন্ত মার্কেটের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশে প্লাস্টিক চাপা দিয়ে জোড়াতালি লাগিয়ে কাজ চালানো হচ্ছিল ৷ কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার মার্কেটের ভিতরের অবস্থা বেহাল ৷ তাই দ্রুত মেরামতি না করলে যেকোনও সময় বিপজ্জনক অংশগুলি ভেঙে পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে ৷ তাই এই বাজারকে ধাপে ধাপে সংস্কার করা হবে।
আরও পড়ুন : আবাসিক বাড়ি, অবাণিজ্যিক বিল্ডিংয়ের নিচে করা যাবে না হোটেল-রেস্তরাঁ
কলকাতা পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য আমিরউদ্দিন ববি জানিয়েছেন, এই বাজারে প্রায় 1200 দোকান রয়েছে ৷ দোকানদারদের আলোচনা করেই সংস্কারের কাজ সারা হবে ৷ আর অধ্যাপক সোম জানিয়েছেন, তাঁদের কাছে এই কাজ একটা বড় চ্যালেঞ্জ ৷ কারণ, হগ মার্কেটের গঠনশৈলী অত্যন্ত জটিল ৷ বিশেষত, এর ছাদের অংশটিকে মেরামত করা সব থেকে কঠিন ৷ বিভিন্ন সময়ে পর্যাক্রমে কাঠামোটি তৈরি হওয়ায় নানা ধরনের নির্মাণকাজের মিশেল রয়েছে ৷ তার সবটুকু অক্ষুণ্ণ রেখেই বাজার সংস্কারের কাজ করা হবে ৷