ETV Bharat / city

কালীপুজোয় দূষণ রুখতে মাইকে প্রচার করবে কলকাতা পৌরনিগম - kmc

আতশবাজি পোড়ানোর বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারে নামবে কলকাতা পৌরনিগম।এলাকায় মাইকিং করে এবছর যাতে আতশবাজি পোড়ানো না হয় তার জন্য প্রচার করবে কলকাতা পৌরনিগম।

firhad hakim
ফিরহাদ হাকিম
author img

By

Published : Nov 7, 2020, 6:48 PM IST

কলকাতা, 7 নভেম্বর : আসন্ন কালীপুজো ও দীপাবলিতে জনসচেতনতামূলক প্রচারে নামবে কলকাতা পৌরনিগম। ইতিমধ্যে হাইকোর্ট কালীপুজো ও দীপাবলিতে আতশবাজি পোড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে। তবুও অনেকেরই বাইরে থেকে বেআইনিভাবে আতশবাজি কেনার প্রবণতা রয়েছে। তাই সাধারণ মানুষকে সচেতন করতে কলকাতা পৌরনিগম শহরের বিভিন্ন প্রান্তে মাইকিং করে আতশবাজি না পোড়ানোর জন্য আবেদন জানাবে সাধারণ মানুষের কাছে। সেই সঙ্গে কলকাতা পৌরনিগম বাজি বিক্রির যে অস্থায়ী ট্রেড লাইসেন্স দেয় তাও এবছর দেওয়া হবে না বলে জানিয়েছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ।


কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন," মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন হয়েছেন। দুর্গাপুজো হল তার প্রমাণ। কালীপুজোতেও আশা করা যায় শহর ও শহরতলির মানুষ সচেতনতার প্রমাণ দেবেন। এবছর স্বেচ্ছায় বাজি ফাটাবে না অনেক মানুষই। তবুও কিছু কিছু মানুষ বেআইনিভাবে চম্পাহাটি ও নুঙ্গির মতো জায়গা থেকে বেআইনিভাবে বাজি কিনে ফাটানোর চেষ্টা করবে। তার জন্যই আমরা এলাকায় মাইকিং করে এবছর যাতে আতশবাজি না পোড়ানো হয় তার জন্য প্রচার করব।"



আসন্ন ভাইফোঁটা, দীপাবলি ও কালীপুজোতে শহরজুড়ে কোরোনা নির্ধারক পরীক্ষা করবে কলকাতা পৌরনিগম। এর আগে দুর্গা পুজোতে যেভাবে জরুরি পরিষেবা চালিয়ে গেছে কলকাতা পৌরনিগম কালীপুজোতেও একইভাবে পরিষেবা চালু থাকবে। ফিরহাদ হাকিম জানিয়েছেন, ইতিমধ্যে কোরোনা নির্ধারক পরীক্ষা ও শহরজুড়ে স্যানিটাইজ়েশন করার কাজ করতে গিয়ে অনেক পৌরকর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন। দুর্গাপুজোর মতো কালীপুজোর সময়েও এভাবেই চলবে সেবামূলক কাজ বলে জানিয়েছেন তিনি।

কলকাতা, 7 নভেম্বর : আসন্ন কালীপুজো ও দীপাবলিতে জনসচেতনতামূলক প্রচারে নামবে কলকাতা পৌরনিগম। ইতিমধ্যে হাইকোর্ট কালীপুজো ও দীপাবলিতে আতশবাজি পোড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে। তবুও অনেকেরই বাইরে থেকে বেআইনিভাবে আতশবাজি কেনার প্রবণতা রয়েছে। তাই সাধারণ মানুষকে সচেতন করতে কলকাতা পৌরনিগম শহরের বিভিন্ন প্রান্তে মাইকিং করে আতশবাজি না পোড়ানোর জন্য আবেদন জানাবে সাধারণ মানুষের কাছে। সেই সঙ্গে কলকাতা পৌরনিগম বাজি বিক্রির যে অস্থায়ী ট্রেড লাইসেন্স দেয় তাও এবছর দেওয়া হবে না বলে জানিয়েছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ।


কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন," মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন হয়েছেন। দুর্গাপুজো হল তার প্রমাণ। কালীপুজোতেও আশা করা যায় শহর ও শহরতলির মানুষ সচেতনতার প্রমাণ দেবেন। এবছর স্বেচ্ছায় বাজি ফাটাবে না অনেক মানুষই। তবুও কিছু কিছু মানুষ বেআইনিভাবে চম্পাহাটি ও নুঙ্গির মতো জায়গা থেকে বেআইনিভাবে বাজি কিনে ফাটানোর চেষ্টা করবে। তার জন্যই আমরা এলাকায় মাইকিং করে এবছর যাতে আতশবাজি না পোড়ানো হয় তার জন্য প্রচার করব।"



আসন্ন ভাইফোঁটা, দীপাবলি ও কালীপুজোতে শহরজুড়ে কোরোনা নির্ধারক পরীক্ষা করবে কলকাতা পৌরনিগম। এর আগে দুর্গা পুজোতে যেভাবে জরুরি পরিষেবা চালিয়ে গেছে কলকাতা পৌরনিগম কালীপুজোতেও একইভাবে পরিষেবা চালু থাকবে। ফিরহাদ হাকিম জানিয়েছেন, ইতিমধ্যে কোরোনা নির্ধারক পরীক্ষা ও শহরজুড়ে স্যানিটাইজ়েশন করার কাজ করতে গিয়ে অনেক পৌরকর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন। দুর্গাপুজোর মতো কালীপুজোর সময়েও এভাবেই চলবে সেবামূলক কাজ বলে জানিয়েছেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.