ETV Bharat / city

Monkeypox Awareness Campaign: মাঙ্কিপক্স নিয়ে শহরে সতর্কতামূলক প্রচারে নামছে পৌরনিগম - মাঙ্কিপক্স নিয়ে শহরে সতর্কতামূলক প্রচারে নামছে পৌরনিগম

সোমবার কলকাতা পৌরনিগমের(Kolkata Municipal Corporation)মাঙ্কিপক্স সংক্রান্ত একটি বৈঠক হয় । মাঙ্কিপক্স নিয়ে মূলত কী, সেই প্রচার করা হবে পৌরনিগমের তরফে ৷ কীভাবে এই রোগের চিকিৎসা হবে এর প্রাথমিক পরিকল্পনা হয়েছে এদিন(Monkeypox Awareness Campaign) ।

Monkeypox Awareness Campaign
Deputy Mayor
author img

By

Published : Aug 1, 2022, 10:21 PM IST

কলকাতা, 1 অগস্ট: মহানগরে মাঙ্কিপক্স নিয়ে চিন্তার কারণ নেই নাগরিকদের । সতর্কতা অবলম্বন করেতে হবে । এমনটাই বললেন ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ(স্বাস্থ্য) অতীন ঘোষ(Deputy Mayor Atin Ghosh) । এই রোগের উপসর্গ কী এবং মাঙ্কিপক্স দেখা দিলে কী কী করণীয়, সেই নিয়ে প্রচারে নামছে কলকাতা পৌরনিগম বলে জানান তিনি ৷

সোমবার কলকাতা পৌরনিগমের(Kolkata Municipal Corporation)মাঙ্কিপক্স সংক্রান্ত একটি বৈঠক হয় । এই বৈঠকে নেতৃত্ব দেন অতীন ঘোষ । উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য দফতরের ডেপুটি ডিরেক্টর অফ হেলথ সার্ভিস পল্লব ভট্টাচার্য । বৈঠকে ছিলেন কলকাতা পৌরনিগমের মুখ স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী-সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা । মাঙ্কিপক্স নিয়ে মূলত কী, সেই প্রচার করা হবে পৌরনিগমের তরফে ৷ কীভাবে এই রোগের চিকিৎসা হবে এর প্রাথমিক পরিকল্পনা হয়েছে এদিন(Monkeypox Awareness Campaign) ।

সোমবার বৈঠক শেষে ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, "মাঙ্কিপক্স নিয়ে 144টি ওয়ার্ডে প্রচার চালানো হবে । মাইকিং করে মানুষকে মাঙ্কিপক্সের লক্ষণ এবং তার প্রতিকারের জন্য পৌর স্বাস্থ্য কেন্দ্র বা রাজ্যের স্বাস্থ্য দফতরের অধীনে থাকা চিকিৎসা কেন্দ্রগুলিতে পরীক্ষা করানো পরামর্শ দেওয়া হবে ।"

সোমবার বৈঠক শেষে ডেপুটি মেয়র অতীন ঘোষ

আরও পড়ুন : স্মলপক্সের ভ্যাকসিন কতটা কার্যকর হবে মাঙ্কিপক্সের ক্ষেত্রে ?

মাঙ্কিপক্স নিয়ে আগামী বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য আধিকারিকদের বিশেষ বৈঠক হবে । যেখানে 16 টি বোরো স্বাস্থ্য আধিকারিকরা উপস্থিত থাকবেন । সেই বৈঠক থেকে মাঙ্কিপক্স নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার উদ্দেশে প্রচার চালানোর রূপরেখা ঠিক করা হবে । কলকাতা পৌরনিগমের অধীনে সমস্ত বোরোতে ডেঙ্গি এবং ম্যালেরিয়া নিয়ন্ত্রণে রয়েছে । কোনওরকম উদ্বেগজনক পরিস্থিতি নেই বলে এদিন জানান অতীন ঘোষ ।

কলকাতা, 1 অগস্ট: মহানগরে মাঙ্কিপক্স নিয়ে চিন্তার কারণ নেই নাগরিকদের । সতর্কতা অবলম্বন করেতে হবে । এমনটাই বললেন ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ(স্বাস্থ্য) অতীন ঘোষ(Deputy Mayor Atin Ghosh) । এই রোগের উপসর্গ কী এবং মাঙ্কিপক্স দেখা দিলে কী কী করণীয়, সেই নিয়ে প্রচারে নামছে কলকাতা পৌরনিগম বলে জানান তিনি ৷

সোমবার কলকাতা পৌরনিগমের(Kolkata Municipal Corporation)মাঙ্কিপক্স সংক্রান্ত একটি বৈঠক হয় । এই বৈঠকে নেতৃত্ব দেন অতীন ঘোষ । উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য দফতরের ডেপুটি ডিরেক্টর অফ হেলথ সার্ভিস পল্লব ভট্টাচার্য । বৈঠকে ছিলেন কলকাতা পৌরনিগমের মুখ স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী-সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা । মাঙ্কিপক্স নিয়ে মূলত কী, সেই প্রচার করা হবে পৌরনিগমের তরফে ৷ কীভাবে এই রোগের চিকিৎসা হবে এর প্রাথমিক পরিকল্পনা হয়েছে এদিন(Monkeypox Awareness Campaign) ।

সোমবার বৈঠক শেষে ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, "মাঙ্কিপক্স নিয়ে 144টি ওয়ার্ডে প্রচার চালানো হবে । মাইকিং করে মানুষকে মাঙ্কিপক্সের লক্ষণ এবং তার প্রতিকারের জন্য পৌর স্বাস্থ্য কেন্দ্র বা রাজ্যের স্বাস্থ্য দফতরের অধীনে থাকা চিকিৎসা কেন্দ্রগুলিতে পরীক্ষা করানো পরামর্শ দেওয়া হবে ।"

সোমবার বৈঠক শেষে ডেপুটি মেয়র অতীন ঘোষ

আরও পড়ুন : স্মলপক্সের ভ্যাকসিন কতটা কার্যকর হবে মাঙ্কিপক্সের ক্ষেত্রে ?

মাঙ্কিপক্স নিয়ে আগামী বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য আধিকারিকদের বিশেষ বৈঠক হবে । যেখানে 16 টি বোরো স্বাস্থ্য আধিকারিকরা উপস্থিত থাকবেন । সেই বৈঠক থেকে মাঙ্কিপক্স নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার উদ্দেশে প্রচার চালানোর রূপরেখা ঠিক করা হবে । কলকাতা পৌরনিগমের অধীনে সমস্ত বোরোতে ডেঙ্গি এবং ম্যালেরিয়া নিয়ন্ত্রণে রয়েছে । কোনওরকম উদ্বেগজনক পরিস্থিতি নেই বলে এদিন জানান অতীন ঘোষ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.