কলকাতা, 1 অগস্ট: মহানগরে মাঙ্কিপক্স নিয়ে চিন্তার কারণ নেই নাগরিকদের । সতর্কতা অবলম্বন করেতে হবে । এমনটাই বললেন ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ(স্বাস্থ্য) অতীন ঘোষ(Deputy Mayor Atin Ghosh) । এই রোগের উপসর্গ কী এবং মাঙ্কিপক্স দেখা দিলে কী কী করণীয়, সেই নিয়ে প্রচারে নামছে কলকাতা পৌরনিগম বলে জানান তিনি ৷
সোমবার কলকাতা পৌরনিগমের(Kolkata Municipal Corporation)মাঙ্কিপক্স সংক্রান্ত একটি বৈঠক হয় । এই বৈঠকে নেতৃত্ব দেন অতীন ঘোষ । উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য দফতরের ডেপুটি ডিরেক্টর অফ হেলথ সার্ভিস পল্লব ভট্টাচার্য । বৈঠকে ছিলেন কলকাতা পৌরনিগমের মুখ স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী-সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা । মাঙ্কিপক্স নিয়ে মূলত কী, সেই প্রচার করা হবে পৌরনিগমের তরফে ৷ কীভাবে এই রোগের চিকিৎসা হবে এর প্রাথমিক পরিকল্পনা হয়েছে এদিন(Monkeypox Awareness Campaign) ।
সোমবার বৈঠক শেষে ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, "মাঙ্কিপক্স নিয়ে 144টি ওয়ার্ডে প্রচার চালানো হবে । মাইকিং করে মানুষকে মাঙ্কিপক্সের লক্ষণ এবং তার প্রতিকারের জন্য পৌর স্বাস্থ্য কেন্দ্র বা রাজ্যের স্বাস্থ্য দফতরের অধীনে থাকা চিকিৎসা কেন্দ্রগুলিতে পরীক্ষা করানো পরামর্শ দেওয়া হবে ।"
আরও পড়ুন : স্মলপক্সের ভ্যাকসিন কতটা কার্যকর হবে মাঙ্কিপক্সের ক্ষেত্রে ?
মাঙ্কিপক্স নিয়ে আগামী বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য আধিকারিকদের বিশেষ বৈঠক হবে । যেখানে 16 টি বোরো স্বাস্থ্য আধিকারিকরা উপস্থিত থাকবেন । সেই বৈঠক থেকে মাঙ্কিপক্স নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার উদ্দেশে প্রচার চালানোর রূপরেখা ঠিক করা হবে । কলকাতা পৌরনিগমের অধীনে সমস্ত বোরোতে ডেঙ্গি এবং ম্যালেরিয়া নিয়ন্ত্রণে রয়েছে । কোনওরকম উদ্বেগজনক পরিস্থিতি নেই বলে এদিন জানান অতীন ঘোষ ।