ETV Bharat / city

Cancer Detection Clinic : তিন ধরনের ক্যানসারের নির্ণয়ে নিখরচায় পরিষেবা দেবে কলকাতা পৌরনিগম - KMC to Start Cancer Detection Clinic in Kolkata

মুখগহ্বর, সার্ভাইক্যাল ও স্তন ক্যানসার নির্ণয়ে বিনামূল্যে পরিষেবা দেবে কলকাতা পৌরনিগম (KMC to Start Cancer Detection Clinic in Kolkata) ৷ প্রতি বরোতেই এই রোগ নির্ণয়ের শিবির থাকবে ৷

kmc-to-start-cancer-detection-clinic-in-kolkata
Cancer Detection Clinic : তিন ধরনের ক্যানসারের নির্ণয়ে নিখরচায় পরিষেবা দেবে কলকাতা পৌরনিগম
author img

By

Published : Jun 3, 2022, 5:09 PM IST

কলকাতা, 3 জুন : নিখরচায় মুখগহ্বর, সার্ভাইক্যাল ও স্তন ক্যানসার নির্ণয়ে পরিষেবা দেবে কলকাতা পৌরনিগম (KMC to Starts Cancer Detection Clinic in Kolkata) । 16টি বরোর প্রতিটিতে হবে এই তিন ধরনের ক্যানসার নির্ণয় শিবির । অবস্থা বুঝে নিখরচায় জরুরি ব্যয় সাপেক্ষ পরীক্ষারও ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে পৌরনিগম (Kolkata Municipal Corporation) সূত্রে । ইএম বাইপাস লাগোয়া শহরের একটি নামজাদা বেসরকারি হাসপাতালে হবে প্যাপস্মিয়ার, ম্যামোগ্রাফি বা বায়োপ্সি পরীক্ষা । সম্প্রতি এই কথা জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim) ।

চিকিৎসকদের কথায়, দেশের যাবতীয় ক্যানসারের 40 শতাংশেরই কারণ তামাক জাতীয় বিভিন্ন পণ্য । সিগারেট, বিড়ি বা গুটখা থেকে দূরে থাকাই ভালো । পরোক্ষ ধূমপানের শিকার হয়ে বছরে মারা যায় 6 লক্ষ মানুষ । 90 শতাংশ ক্ষেত্রে হেড অ্যান্ড নেক ক্যানসারের কারণ হল তামাক ।

বহু সময় দেখা যায় গরিব মানুষ, তাঁরা অল্প অসুবিধা হলে তার দিকে নজর দেন না । পরীক্ষা না করানোয় বুঝতে পারেন না । অনেক ক্ষেত্রে চিকিৎসক আঁচ করলেও খরচ সাপেক্ষ হওয়াতে পরীক্ষা করাতে দেরি করেন । এমন অনেক অসুবিধা মানুষের ফলে ক্যানসার বেড়ে চলে দ্রুত । তবে কলকাতা বাসিন্দাদের এবার সেই সমস্যা থেকে অনেকটাই মুক্তি মিলবে । পৌরনিগম আর একটি বেসরকারি হাসপাতালের যৌথ উদ্যোগে এই তিন ধরনের ক্যানসার নির্ণয় নিখরচায় হবে নাগরিকদের ।

উল্লেখ্য, ইতিমধ্যেই প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার সঙ্গেই চক্ষু পরীক্ষা, ডায়বেটিস, হৃদরোগ চিকিৎসার মতো ব্যয়সাপেক্ষ পরীক্ষাগুলো নিখরচায় পৌরনিগম করে থাকে । এবার যুক্ত হল তিন ধরনের ক্যানসার নির্ণয় ।

আরও পড়ুন : Left-Congress Alliance : কলকাতা পৌরনিগমে পিএসি-র নির্বাচনে ফের বাম-কংগ্রেস জোট

কলকাতা, 3 জুন : নিখরচায় মুখগহ্বর, সার্ভাইক্যাল ও স্তন ক্যানসার নির্ণয়ে পরিষেবা দেবে কলকাতা পৌরনিগম (KMC to Starts Cancer Detection Clinic in Kolkata) । 16টি বরোর প্রতিটিতে হবে এই তিন ধরনের ক্যানসার নির্ণয় শিবির । অবস্থা বুঝে নিখরচায় জরুরি ব্যয় সাপেক্ষ পরীক্ষারও ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে পৌরনিগম (Kolkata Municipal Corporation) সূত্রে । ইএম বাইপাস লাগোয়া শহরের একটি নামজাদা বেসরকারি হাসপাতালে হবে প্যাপস্মিয়ার, ম্যামোগ্রাফি বা বায়োপ্সি পরীক্ষা । সম্প্রতি এই কথা জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim) ।

চিকিৎসকদের কথায়, দেশের যাবতীয় ক্যানসারের 40 শতাংশেরই কারণ তামাক জাতীয় বিভিন্ন পণ্য । সিগারেট, বিড়ি বা গুটখা থেকে দূরে থাকাই ভালো । পরোক্ষ ধূমপানের শিকার হয়ে বছরে মারা যায় 6 লক্ষ মানুষ । 90 শতাংশ ক্ষেত্রে হেড অ্যান্ড নেক ক্যানসারের কারণ হল তামাক ।

বহু সময় দেখা যায় গরিব মানুষ, তাঁরা অল্প অসুবিধা হলে তার দিকে নজর দেন না । পরীক্ষা না করানোয় বুঝতে পারেন না । অনেক ক্ষেত্রে চিকিৎসক আঁচ করলেও খরচ সাপেক্ষ হওয়াতে পরীক্ষা করাতে দেরি করেন । এমন অনেক অসুবিধা মানুষের ফলে ক্যানসার বেড়ে চলে দ্রুত । তবে কলকাতা বাসিন্দাদের এবার সেই সমস্যা থেকে অনেকটাই মুক্তি মিলবে । পৌরনিগম আর একটি বেসরকারি হাসপাতালের যৌথ উদ্যোগে এই তিন ধরনের ক্যানসার নির্ণয় নিখরচায় হবে নাগরিকদের ।

উল্লেখ্য, ইতিমধ্যেই প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার সঙ্গেই চক্ষু পরীক্ষা, ডায়বেটিস, হৃদরোগ চিকিৎসার মতো ব্যয়সাপেক্ষ পরীক্ষাগুলো নিখরচায় পৌরনিগম করে থাকে । এবার যুক্ত হল তিন ধরনের ক্যানসার নির্ণয় ।

আরও পড়ুন : Left-Congress Alliance : কলকাতা পৌরনিগমে পিএসি-র নির্বাচনে ফের বাম-কংগ্রেস জোট

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.