ETV Bharat / city

যাদবপুরে পরিস্রুত পানীয় জলের সমস্যা দূর করতে পদক্ষেপ পৌরনিগমের - কলকাতা পৌরনিগম

ফিরহাদ হাকিম জানিয়েছেন, শীঘ্রই অজয় নগরে আরও একটি বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করা হবে। আগামী দু'বছরের মধ্যে এই নয়া জল প্রকল্পের কাজ শেষ হবে।

pumping station
নতুন পাম্পিং স্টেশন তৈরি করবে কলকাতা পৌরনিগম
author img

By

Published : Jan 29, 2021, 8:49 AM IST

কলকাতা, 29 জানুয়ারি :যাদবপুর এলাকায় পরিস্রুত পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের । এবার সেই সমস্যা দূর করতে পাম্পিং স্টেশন বসানোর পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম । এদিন বাইপাসের ধারে 109 নম্বর ওয়ার্ডে মুকুন্দপুরে বুস্টার পাম্পিং স্টেশনের শিলান্যাস করলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। সেই সঙ্গে ভূগর্ভস্থ নিকাশি মাস্টার প্ল্যান তৈরি করার ঘোষণা করেন তিনি। এই নতুন জল প্রকল্পে উপকৃত হবে পূর্ব যাদবপুর মুকুন্দপুর বুধের হাট থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা।


ফিরহাদ হাকিম জানিয়েছেন, শীঘ্রই অজয় নগরে আরও একটি বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করা হবে। আগামী দু'বছরের মধ্যে এই নয়া জল প্রকল্পের কাজ শেষ হবে। তিনি আরও বলেন, বাম জমানায় বহু প্রকল্পের ঘোষণা করা হলেও বাস্তবে কোনও কাজ হয়নি। যাদবপুর, টালিগঞ্জ, বেহালা 1985 সালে কলকাতা পৌরনিগমের অন্তর্ভুক্ত হলেও এই বিস্তীর্ণ এলাকায় এখনও পর্যন্ত পানীয় জলের পাইপ লাইন ছিল না । তাই এত বছর পরও এলাকায় পরিস্রুত পানীয় জল সরবরাহ করা সম্ভব হয়নি। কিন্তু এবার মুকুন্দপুর থেকে 55 কিলোমিটার পাইপলাইন বসানো হয়েছে।


তিনি বলেন, অজয় নগর থেকে জলের আরও একটি পাইপ লাইন বসানো হবে। আগামীদিনে মুকুন্দপুর পাম্পিং স্টেশন থেকে অজয় নগর পাম্পিং স্টেশন থেকে বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। পরিস্রুত জল প্রকল্পের সঙ্গে 16টি কলোনিতে সমস্ত বাসিন্দাদের এদিন পাট্টা দেওয়া হয়।

কলকাতা, 29 জানুয়ারি :যাদবপুর এলাকায় পরিস্রুত পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের । এবার সেই সমস্যা দূর করতে পাম্পিং স্টেশন বসানোর পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম । এদিন বাইপাসের ধারে 109 নম্বর ওয়ার্ডে মুকুন্দপুরে বুস্টার পাম্পিং স্টেশনের শিলান্যাস করলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। সেই সঙ্গে ভূগর্ভস্থ নিকাশি মাস্টার প্ল্যান তৈরি করার ঘোষণা করেন তিনি। এই নতুন জল প্রকল্পে উপকৃত হবে পূর্ব যাদবপুর মুকুন্দপুর বুধের হাট থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা।


ফিরহাদ হাকিম জানিয়েছেন, শীঘ্রই অজয় নগরে আরও একটি বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করা হবে। আগামী দু'বছরের মধ্যে এই নয়া জল প্রকল্পের কাজ শেষ হবে। তিনি আরও বলেন, বাম জমানায় বহু প্রকল্পের ঘোষণা করা হলেও বাস্তবে কোনও কাজ হয়নি। যাদবপুর, টালিগঞ্জ, বেহালা 1985 সালে কলকাতা পৌরনিগমের অন্তর্ভুক্ত হলেও এই বিস্তীর্ণ এলাকায় এখনও পর্যন্ত পানীয় জলের পাইপ লাইন ছিল না । তাই এত বছর পরও এলাকায় পরিস্রুত পানীয় জল সরবরাহ করা সম্ভব হয়নি। কিন্তু এবার মুকুন্দপুর থেকে 55 কিলোমিটার পাইপলাইন বসানো হয়েছে।


তিনি বলেন, অজয় নগর থেকে জলের আরও একটি পাইপ লাইন বসানো হবে। আগামীদিনে মুকুন্দপুর পাম্পিং স্টেশন থেকে অজয় নগর পাম্পিং স্টেশন থেকে বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। পরিস্রুত জল প্রকল্পের সঙ্গে 16টি কলোনিতে সমস্ত বাসিন্দাদের এদিন পাট্টা দেওয়া হয়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.