ETV Bharat / city

Illegal Parking: অনুমতি ছাড়া পার্কিংয়ে টাকা আদায়, পৌরনিগমের অভিযোগে গ্রেফতার করবে পুলিশ - কলকাতা পৌরনিগম

অনুমতি ছাড়া পার্কিংয়ের (Illegal Parking) টাকা আদায় করলে গ্রেফতার করবে পুলিশ ৷ অবৈধ পার্কিং (KMC parking lot) রুখতে বেশকিছু পদক্ষেপ করা হচ্ছে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

kmc-takes-initiative-to-stop-illegal-parking-says-firhad-hakim
অনুমতি ছাড়া পার্কিংয়ে টাকা আদায়, পৌরনিগমের অভিযোগে গ্রেফতার করবে পুলিশ
author img

By

Published : Sep 11, 2022, 7:31 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর: শহরজুড়ে অবৈধ পার্কিং (Illegal Parking) রোধে বিশেষ উদ্যোগ নিতে চলেছে কলকাতা পৌরনিগম । এ কারণেই শহরের বিভিন্ন পার্কিং লটে সিসিটিভি ক্যামেরা বসানো হবে (KMC parking lot)। রেট চার্টও থাকবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

তিনি জানান, "কাকে দেওয়া হয়েছে পার্কিং লটের দ্বায়িত্ব, তার বিস্তারিত বিবরণ দেওয়া থাকবে । তাঁদের নম্বর থাকবে । যাঁরা পার্কিং করছেন, তাঁদের কার্ড দেওয়া হবে । যাঁরা পার্কিং-এর জন্য অতিরিক্ত টাকা নেবেন, তাঁদের লাইসেন্স ক্যান্সেল করা হবে । কলকাতা পৌরনিগমের ওয়েবসাইটে অভিযোগ জানানোর জন্য নম্বর দেওয়া হবে ।"

দিন কয়েক আগে রাতের রাস্তায় গাড়ি পার্কিংয়ের নিয়ম নিয়ে কাউন্সিলরদের প্রচারের নির্দেশ দেন মেয়র পারিষদ দেবাশিস কুমার ৷ কোথায় কোথায় পার্কিং করা যায় এবং তার জন্য কী কী নিয়ম মানতে হয়, সে বিষয়ে বিস্তারিত প্রচার চালানো হয় বলে পৌরনিগম সূত্রে খবর ।

মেয়র ফিরহাদ হাকিম

আরও পড়ুন: গাড়ি পার্কিং নিয়ে কাউন্সিলরদের প্রচারের নির্দেশ দেবাশিস কুমারের

রাস্তার উপর গাড়ি পার্কিংয়ের অনুমতি কি পৌরনিগমকে দেওয়া হয় ? উত্তরে মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছিলেন, "রাস্তা চওড়া থাকলে মাসিক মাত্র 500 টাকার বিনিময়ে বাড়ির সামনে গাড়ি রাখার অনুমোদন দেয় কর্পোরেশন । কাউন্সিলররা এই প্রচার করলে ভালো হয় । পৌরনিগম মাসে স্বল্প অর্থের বিনিময়ে পার্কিংয়ের স্টিকার দেয় । যা লাগানো থাকলে যে কেউ নিজের গাড়ি বাড়ির সামনে অথবা রাস্তায় পার্ক করতে পারেন । সেটা বৈধ হিসেবে গণ্য হয় । কিন্তু রাতের বেলা অভিযান চালাতে গিয়ে দেখা যায়, এমন বহু গাড়ি অনুমোদন ছাড়া অবৈধ ভাবে রাস্তায় পার্ক করা রয়েছে । সেগুলি অনেক সময় তুলে নিয়ে আসা হয় ।" এ বার অবৈধ পার্কিং রোধে গ্রেফতারিরও ব্যবস্থা থাকছে ।

কলকাতা, 11 সেপ্টেম্বর: শহরজুড়ে অবৈধ পার্কিং (Illegal Parking) রোধে বিশেষ উদ্যোগ নিতে চলেছে কলকাতা পৌরনিগম । এ কারণেই শহরের বিভিন্ন পার্কিং লটে সিসিটিভি ক্যামেরা বসানো হবে (KMC parking lot)। রেট চার্টও থাকবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

তিনি জানান, "কাকে দেওয়া হয়েছে পার্কিং লটের দ্বায়িত্ব, তার বিস্তারিত বিবরণ দেওয়া থাকবে । তাঁদের নম্বর থাকবে । যাঁরা পার্কিং করছেন, তাঁদের কার্ড দেওয়া হবে । যাঁরা পার্কিং-এর জন্য অতিরিক্ত টাকা নেবেন, তাঁদের লাইসেন্স ক্যান্সেল করা হবে । কলকাতা পৌরনিগমের ওয়েবসাইটে অভিযোগ জানানোর জন্য নম্বর দেওয়া হবে ।"

দিন কয়েক আগে রাতের রাস্তায় গাড়ি পার্কিংয়ের নিয়ম নিয়ে কাউন্সিলরদের প্রচারের নির্দেশ দেন মেয়র পারিষদ দেবাশিস কুমার ৷ কোথায় কোথায় পার্কিং করা যায় এবং তার জন্য কী কী নিয়ম মানতে হয়, সে বিষয়ে বিস্তারিত প্রচার চালানো হয় বলে পৌরনিগম সূত্রে খবর ।

মেয়র ফিরহাদ হাকিম

আরও পড়ুন: গাড়ি পার্কিং নিয়ে কাউন্সিলরদের প্রচারের নির্দেশ দেবাশিস কুমারের

রাস্তার উপর গাড়ি পার্কিংয়ের অনুমতি কি পৌরনিগমকে দেওয়া হয় ? উত্তরে মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছিলেন, "রাস্তা চওড়া থাকলে মাসিক মাত্র 500 টাকার বিনিময়ে বাড়ির সামনে গাড়ি রাখার অনুমোদন দেয় কর্পোরেশন । কাউন্সিলররা এই প্রচার করলে ভালো হয় । পৌরনিগম মাসে স্বল্প অর্থের বিনিময়ে পার্কিংয়ের স্টিকার দেয় । যা লাগানো থাকলে যে কেউ নিজের গাড়ি বাড়ির সামনে অথবা রাস্তায় পার্ক করতে পারেন । সেটা বৈধ হিসেবে গণ্য হয় । কিন্তু রাতের বেলা অভিযান চালাতে গিয়ে দেখা যায়, এমন বহু গাড়ি অনুমোদন ছাড়া অবৈধ ভাবে রাস্তায় পার্ক করা রয়েছে । সেগুলি অনেক সময় তুলে নিয়ে আসা হয় ।" এ বার অবৈধ পার্কিং রোধে গ্রেফতারিরও ব্যবস্থা থাকছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.