কলকাতা, 28 জুন: ত্রিফলা-সহ সব বাতিস্তম্ভ, ফিডার বক্সগুলির হাল কেমন ? খতিয়ে দেখতে অভিযান শুরু করল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation)।
মঙ্গলবার রাস্তায় নামলেন খোদ মেয়র পারিষদ (আলো) সন্দীপরঞ্জন বকসি-সহ বিভাগীয় আধিকারিকরা । টেপ লাগিয়ে ঠিকঠাক করা হচ্ছে বাতিস্তম্ভগুলি । প্রতি ওয়ার্ডে বিদ্যুৎ বিভাগের আধিকারিক ও কর্মীরা রাস্তায় নেমেছে । প্রত্যেক কাউন্সিলরকেও এলাকায় তৎপর হতে বলেছেন মেয়র । এদিন ঘটনাস্থলে গিয়ে সবকিছু খতিয়ে দেখে পৌরনিগমের গঠিত তদন্ত টিম । আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)।
এদিন পার্ক সার্কাসের সৈয়দ আমির আলি এভিনিউ প্রথমে পরিদর্শনে যান সন্দীপরঞ্জন বকসি । সেখানে একটি বিএসএনএলের পোস্টের সঙ্গে লেগে ছিল অপর একটি সিইএসসির বাতিস্তম্ভ । বিপজ্জনকভাবে জড়িয়ে ছিল তার । সেগুলি ঠিকঠাক করার নির্দেশ দেন তিনি । ম্যাংগো লেনও পরিদর্শন করেন মেয়র পারিষদ (Light Post Inspection)। সেখানে ফিডার বক্স খোলা অবস্থায় ছিল, পরে ঢাকা হয় । সিআইটি রোডেও একটি বাতিস্তম্ভ টেপ দিয়ে ঠিকঠাক করা হয় ।
বিভাগের কর্মীরাও পরীক্ষা করছেন ত্রিফলা-সহ সমস্ত বাতিস্তম্ভ । কোথাও আগে লাগানো টেপ খোলা থাকলে সেগুলিও ঠিক করা হচ্ছে । শহরে বিভিন্ন হোটেল, রেস্তরাঁর সামনে গাছে আলোর মালা পরিয়ে রাখা হয় । সেখান থেকে যেন কোনও দুর্ঘটনা না-ঘটে, তাই সেগুলিকে খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে । ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় গাছ থেকে খুলে ফেলা হয়েছে আলোর মালা (KMC starts inspection Light Posts of Kolkata)। মঙ্গলবার মিন্টো পার্কে নিজের ওয়ার্ডে এমনই একটি গাছ থেকে লাইটের মালা খোলার ব্যবস্থা করেন স্থানীয় কাউন্সিলর(Councillor) অসীম বসু ।
আরও পড়ুন : হরিদেবপুরকাণ্ডে ডিজির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ পৌর কমিশনারের
এদিন সন্দীপরঞ্জন বকসি(MIC) বলেন, "সতর্ক থেকে বাতিস্তম্ভ এবং ফিডার বক্সের তার খোলা থাকলে সেগুলি মেরামত হয়েছে । নজরদারি আরও বাড়ানো হচ্ছে । কাউন্সিলরদেরও নিজেদের এলাকায় নজরদারি করতে বলা হয়েছে । যেখানেই এই ধরনের ছবি ধরা পড়বে তড়িঘড়ি আমাদের জানান । দ্রুত সেগুলি ঠিকঠাক করেতে হবে । চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এজেসি বোস রোড, নির্মলচন্দ্র স্ট্রিট, কলেজ স্ট্রিট, পার্ক স্ট্রিট, চৌরঙ্গি, শরৎ বোস রোড, এলগিন রোড, ডিএল খান রোড, হরিশ মুখার্জি রোড, এসপি মুখার্জি রোড, দেশপ্রাণ শাসমল রোড, কলুটোলা স্ট্রিট, ডালহৌসি, রাজভবন, তারাতলা, বেলেঘাটা, ফুলবাগান, মানিকতলা, কাঁকুড়গাছি সহ-একাধিক এলাকায় কাজ চলছে ।"