ETV Bharat / city

Siriti Crematorium Work : সিরিটি শ্মশানের সংস্কারের কাজ শুরু করল কলকাতা পৌরনিগম - Mayor Firhad Hakim

আজ থেকে সিরিটি শ্মশান সম্প্রসারণের কাজ শুরু করল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷ শ্মশানের নবরূপের প্রস্তাবিত ছবি প্রকাশ করা হয় বুধবার (Siriti Crematorium Work)।

KMC starts expansion work of Siriti crematorium
Siriti Crematorium Work
author img

By

Published : Jun 9, 2022, 4:24 PM IST

কলকাতা, 9 জুন : আজ থেকেই কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) তরফে পুরোদমে শুরু হল সিরিটি শ্মশানের সম্প্রসারণ ও সংস্কারের (KMC starts expansion work of Siriti crematorium) কাজ ৷ বুধবার এই শ্মশান পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকিম । ছিলেন নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিংও ।

বিশিষ্ট পরিচালক ঋতুপর্ণ ঘোষের শেষকৃত্য হয়েছিল এই শ্মশানে । তখন সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী । সেই সময় শ্মশানের পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) । তখনই এই শ্মশানের আমূল সংস্কারের নির্দেশ দিয়েছিলেন তিনি ।

তারক সিং অভিযোগ করেন, সেই সময় আগের মেয়র বিষয়টি নিয়ে সে ভাবে উদ্যোগ নেননি । তারপর ফিরহাদ হাকিমকে (Mayor Firhad Hakim) বলে কাজের কাজ হল । ফিরহাদ হাকিম বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেতেই এই কাজ হচ্ছে । তিনি এই শ্মশানের পরিবেশকে আরও সুন্দর এবং উন্নত মানের করার নির্দেশ দিয়েছিলেন ।"

বুধবার সিরিটি শ্মশান পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকিম

আরও পড়ুন : Jai Hind Bhawan Community Hall Corruption: জয় হিন্দ ভবন দুর্নীতিতে এফআইআর কলকাতা পৌরনিগমের

শ্মশানের নবরূপের প্রস্তাবিত ছবি প্রকাশ করা হয় বুধবার । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ সেই প্রস্তাবিত নকশা ব্যানার আকারে শ্মশান চত্বরে লাগানো হয়েছে । মেয়র পারিষদ তারক সিং বলেন, "নতুন আরও দুটি ইলেকট্রিক চুল্লি বানানো হবে । সঙ্গে থাকবে প্রতীক্ষালয়, ক্যাফেটেরিয়াও । একটি দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র-সহ কাঠের চুল্লি হচ্ছে । একটি 5 কাঠার জলাশয়ও বানানো হচ্ছে । শ্মশানে শেষকৃত্য করে এখানে কাজ করবেন মানুষ ।"

কলকাতা, 9 জুন : আজ থেকেই কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) তরফে পুরোদমে শুরু হল সিরিটি শ্মশানের সম্প্রসারণ ও সংস্কারের (KMC starts expansion work of Siriti crematorium) কাজ ৷ বুধবার এই শ্মশান পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকিম । ছিলেন নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিংও ।

বিশিষ্ট পরিচালক ঋতুপর্ণ ঘোষের শেষকৃত্য হয়েছিল এই শ্মশানে । তখন সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী । সেই সময় শ্মশানের পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) । তখনই এই শ্মশানের আমূল সংস্কারের নির্দেশ দিয়েছিলেন তিনি ।

তারক সিং অভিযোগ করেন, সেই সময় আগের মেয়র বিষয়টি নিয়ে সে ভাবে উদ্যোগ নেননি । তারপর ফিরহাদ হাকিমকে (Mayor Firhad Hakim) বলে কাজের কাজ হল । ফিরহাদ হাকিম বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেতেই এই কাজ হচ্ছে । তিনি এই শ্মশানের পরিবেশকে আরও সুন্দর এবং উন্নত মানের করার নির্দেশ দিয়েছিলেন ।"

বুধবার সিরিটি শ্মশান পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকিম

আরও পড়ুন : Jai Hind Bhawan Community Hall Corruption: জয় হিন্দ ভবন দুর্নীতিতে এফআইআর কলকাতা পৌরনিগমের

শ্মশানের নবরূপের প্রস্তাবিত ছবি প্রকাশ করা হয় বুধবার । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ সেই প্রস্তাবিত নকশা ব্যানার আকারে শ্মশান চত্বরে লাগানো হয়েছে । মেয়র পারিষদ তারক সিং বলেন, "নতুন আরও দুটি ইলেকট্রিক চুল্লি বানানো হবে । সঙ্গে থাকবে প্রতীক্ষালয়, ক্যাফেটেরিয়াও । একটি দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র-সহ কাঠের চুল্লি হচ্ছে । একটি 5 কাঠার জলাশয়ও বানানো হচ্ছে । শ্মশানে শেষকৃত্য করে এখানে কাজ করবেন মানুষ ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.