কলকাতা, 6 অক্টোবর : দুর্গাপুজোর আগেই কলকাতার সমস্ত রাস্তা মেরামতের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম। যুদ্ধকালীন তৎপরতায় শহরের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে । বড় রাস্তা থেকে ছোটো রাস্তা মেরামত করা হবে পুজোর আগেই। 12 দিনে 154টি রাস্তা মেরামতের টার্গেট নিয়েছে কলকাতা পৌরনিগম। যাতে দুর্গাপূজার সময় দর্শণার্থীদের পুজোর মণ্ডে যেতে দুর্ভোগ না পোহাতে হয় তার জন্যই যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতের কাজ করতে নির্দেশ দিয়েছেন পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।
কলকাতা পৌরনিগম যুদ্ধকালীন তৎপরতায় দিনরাত কাজ করছে দ্রুত বেহাল রাস্তার হাল বদল করতে। শহরের রাস্তার বেহাল দশা নিয়ে বহুবার নাগরিকরা ক্ষোভ জানিয়েছেন কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের কাছে। এর পরেই রাস্তা বিভাগের ইঞ্জিনিয়ার ও এগজ়িকিউটিভ অফিসারদের নিয়ে তিনি বৈঠক করেন। এবং যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামত করার নির্দেশ দিয়েছেন। তবে প্রতিদিন দফায় দফায় শহর জুড়ে বৃষ্টি চলায় মেরামতের কাজে সমস্যা তৈরি হচ্ছে। এছাড়াও জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে পামার বাজার ও গোড়াগাছা প্ল্যান্ট থেকে রাস্তা মেরামতের জন্য পিচের মশলা নিয়ে এসে রাস্তা মেরামত করতেও বেশ কিছু সমস্যা হচ্ছে। তবে বিকল্প মশলা ও পরিকাঠামো দিয়ে দফায় দফায় রাস্তা মেরামতির কাজ করছে পৌর কর্মীরা। কলকাতা পৌরনিগমের প্রশাসনণ্ডলীর সদস্য ও রাস্তা বিভাগের প্রধান রতন দে জানিয়েছেন, মাত্র 12 দিনে 158 টি বড় রাস্তা মেরামত করার কাজ শুরু হয়েছে। শুধু রাস্তা নয়, আমফানের দাপটে ভেঙে যাওয়া ফুটপাথের লোহার রেলিংগুলি মেরামত করা হবে। সেইসঙ্গে উড়ালপুলগুলিও রং করা হবে। তবে মাঝেমধ্যেই বৃষ্টির জন্য কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে।
যে রাস্তাগুলো KMDA, পূর্ত বিভাগ, বন্দর ও সেচ দপ্তরের অধীনে রয়েছে সেই রাস্তাগুলো পুজোর আগে মেরামতি করা হবে। কোরোনার সংক্রমণের জন্য দীর্ঘদিন লকডাউন থাকার ফলে মেরামতির কাজ বন্ধ ছিল। সেই সঙ্গে ঘূর্ণিঝড় আমফানে গাছ পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের রাস্তা থেকে ফুটপাথ।
কলকাতা পৌরনিগম কলকাতার গুরুত্বপূর্ণ পুজো মণ্ডপগুলির একটি তালিকা তৈরি করেছে। সেই তালিকা ধরেই মেরামতির কাজ শুরু হয়েছে। চেতলা অগ্রণী, সুরুচি সংঘ একডালিয়া এভারগ্রিন, সমাজসেবী হাতিবাগান সর্বজনীন, কুমারটুলির মত পুজোগুলিতে দর্শনার্থীদের যাতে প্রবেশের ক্ষেত্রে সমস্যা না হয় তার জন্য দ্রুত রাস্তা মেরামত শুরু করা হয়েছে।