ETV Bharat / city

করোনা সামলাতে শহরে হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার, চালু হেল্পলাইন - কোয়ারেন্টাইন সেন্টার

করোনাভাইরাসের প্রকোপ সামাল দিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে কলকাতা পৌরনিগম ৷ তৈরি হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার ও সেফ হোম ৷

kmc preparing quarantine centre in kolkata amid covid surge
করোনা সামলাতে শহরে হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার, চালু হেল্পলাইন
author img

By

Published : Apr 23, 2021, 3:49 PM IST

কলকাতা, 23 এপ্রিল: করোনার দ্বিতীয় টেউ কলকাতা শহরের পরিস্থিতি ভয়াবহ করে তুলেছে । এই পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে কলকাতা পৌরনিগম । বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হচ্ছে । সেইসঙ্গে কলকাতার মানুষকে আরও বেশি সুরক্ষিত রাখতে এই নিয়মাবলী মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ।

শহরজুড়ে আরও বেশি করে স্যানিটাইজেশনের কাজ শুরু করেছে কলকাতা পৌরনিগম । মুখে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বিধি মেনে চলার জন্য আবেদন জানানো হয়েছে । সেই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের বড় বড় আবাসনগুলির কমিউনিটি হলে আইসোলেশন সেন্টার চালু করা হবে । সেইসঙ্গে টেলিমেডিসিন থেকে অ্যাম্বুল্যান্স ও সেখান থেকে কন্ট্রোলরুমে যোগাযোগের জন্য জরুরি কয়েকটি ফোন নম্বরও দেওয়া হয়েছে ।

শহরে হাসপাতালগুলিতে যেহেতু জায়গার অভাব তৈরি হয়েছে, তাই বিকল্পভাবে কোয়ারেন্টাইন সেন্টার, আইসোলেশন সেন্টার ও সেফহোম তৈরি করা হবে শহরের বিভিন্ন প্রান্তে । প্রয়োজন হলে শহরের বড় বড় বহুতল আবাসনগুলির আন্ডার গ্রাউন্ড ফ্লোর বা যে বেসমেন্ট রয়েছে, সেইসব জায়গাতেও আইসোলেশন সেন্টার, সেফহোম ও কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হবে । আক্রান্ত ব্যক্তিদের জন্য বিছানা, ওষুধ, অক্সিজেন-সহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে করোনা নিয়ম বিধি মেনে । এলাকার দুজন ডাক্তার ও দুজন পুলিশ আধিকারিকের ফোন নম্বর একটি কাগজে লিখে সেইসব কোয়ারেন্টাইন সেন্টার ও সেফ হোমের বাইরে টাঙিয়ে দেওয়া হবে । কলকাতা পৌর নিগমের দুজন ডাক্তারের ফোন নম্বর দিয়ে দেওয়া হবে, যাতে ফোনে যে কোনও সময় ডাক্তারের পরামর্শ নেওয়া যায় ।

kmc preparing quarantine centre in kolkata amid covid surge
চলছে টিকাকরণ

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর শুধু ভাষণ দিলে হবে না, করোনা নিয়ে কটাক্ষ মমতার

নির্দেশিকায় বলা হয়েছে, গত বছর করোনা পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার ও কলকাতা পৌরনিগম যা যা পদক্ষেপ করেছিল, এই বছরও পরিস্থিতি সামাল দিতে সেইসব পদক্ষেপ করা হবে । এ বারও কলকাতা পৌরনিগম থেকে প্রত্যেকটি ওয়ার্ডের একটি ইমার্জেন্সি নামের নম্বরের তালিকা তৈরি করা হবে । যাতে সেই এলাকার পুলিশ স্টেশন, ডাক্তার, অক্সিজেন সমস্ত ফোন নম্বর দেওয়া থাকবে ।

বেশ কয়েকটি হেল্পলাইন ফোন নম্বর ইতিমধ্যেই চালু করা হয়েছে । হেল্পলাইন নম্বর গুলি হল - 1800 313 444 222, 033 4090 2929/ 033 22897 202/ 033 2241 1255 ফোন নাম্বার অ্যাম্বুল্যান্সের জন্য । 033 235 76001 (টেলিমেডিসিন) ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য । 033 22861 212 ও 033 22 86 1313 কলকাতা পৌরনিগমের কন্ট্রোল রুমের ফোন নম্বর । সেই সঙ্গেই 83 359 88888 নম্বরে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা যাবে ।

কলকাতা, 23 এপ্রিল: করোনার দ্বিতীয় টেউ কলকাতা শহরের পরিস্থিতি ভয়াবহ করে তুলেছে । এই পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে কলকাতা পৌরনিগম । বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হচ্ছে । সেইসঙ্গে কলকাতার মানুষকে আরও বেশি সুরক্ষিত রাখতে এই নিয়মাবলী মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ।

শহরজুড়ে আরও বেশি করে স্যানিটাইজেশনের কাজ শুরু করেছে কলকাতা পৌরনিগম । মুখে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বিধি মেনে চলার জন্য আবেদন জানানো হয়েছে । সেই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের বড় বড় আবাসনগুলির কমিউনিটি হলে আইসোলেশন সেন্টার চালু করা হবে । সেইসঙ্গে টেলিমেডিসিন থেকে অ্যাম্বুল্যান্স ও সেখান থেকে কন্ট্রোলরুমে যোগাযোগের জন্য জরুরি কয়েকটি ফোন নম্বরও দেওয়া হয়েছে ।

শহরে হাসপাতালগুলিতে যেহেতু জায়গার অভাব তৈরি হয়েছে, তাই বিকল্পভাবে কোয়ারেন্টাইন সেন্টার, আইসোলেশন সেন্টার ও সেফহোম তৈরি করা হবে শহরের বিভিন্ন প্রান্তে । প্রয়োজন হলে শহরের বড় বড় বহুতল আবাসনগুলির আন্ডার গ্রাউন্ড ফ্লোর বা যে বেসমেন্ট রয়েছে, সেইসব জায়গাতেও আইসোলেশন সেন্টার, সেফহোম ও কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হবে । আক্রান্ত ব্যক্তিদের জন্য বিছানা, ওষুধ, অক্সিজেন-সহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে করোনা নিয়ম বিধি মেনে । এলাকার দুজন ডাক্তার ও দুজন পুলিশ আধিকারিকের ফোন নম্বর একটি কাগজে লিখে সেইসব কোয়ারেন্টাইন সেন্টার ও সেফ হোমের বাইরে টাঙিয়ে দেওয়া হবে । কলকাতা পৌর নিগমের দুজন ডাক্তারের ফোন নম্বর দিয়ে দেওয়া হবে, যাতে ফোনে যে কোনও সময় ডাক্তারের পরামর্শ নেওয়া যায় ।

kmc preparing quarantine centre in kolkata amid covid surge
চলছে টিকাকরণ

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর শুধু ভাষণ দিলে হবে না, করোনা নিয়ে কটাক্ষ মমতার

নির্দেশিকায় বলা হয়েছে, গত বছর করোনা পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার ও কলকাতা পৌরনিগম যা যা পদক্ষেপ করেছিল, এই বছরও পরিস্থিতি সামাল দিতে সেইসব পদক্ষেপ করা হবে । এ বারও কলকাতা পৌরনিগম থেকে প্রত্যেকটি ওয়ার্ডের একটি ইমার্জেন্সি নামের নম্বরের তালিকা তৈরি করা হবে । যাতে সেই এলাকার পুলিশ স্টেশন, ডাক্তার, অক্সিজেন সমস্ত ফোন নম্বর দেওয়া থাকবে ।

বেশ কয়েকটি হেল্পলাইন ফোন নম্বর ইতিমধ্যেই চালু করা হয়েছে । হেল্পলাইন নম্বর গুলি হল - 1800 313 444 222, 033 4090 2929/ 033 22897 202/ 033 2241 1255 ফোন নাম্বার অ্যাম্বুল্যান্সের জন্য । 033 235 76001 (টেলিমেডিসিন) ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য । 033 22861 212 ও 033 22 86 1313 কলকাতা পৌরনিগমের কন্ট্রোল রুমের ফোন নম্বর । সেই সঙ্গেই 83 359 88888 নম্বরে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.