কলকাতা, 26 মার্চ : জলাশয় থেকে গাছপালা, মহানগরে কমছে সবুজের সংখ্যা । যার ফলে দূষণ ক্রমশ বেড়েই চলেছে । দীর্ঘদিন এই পরিস্থিতিতে কলকাতা পৌরনিগমের একমাত্র দৃষ্টিভঙ্গি ছিল, মানুষকে সচেতন করা । তারপরেও দূষণ ক্রমাগত বেড়ে চলায় এবার জরিমানার পথে হাঁটল কলকাতা পৌরনিগম (KMC has resorted to fines to reduce the level of pollution)।
কলকাতাজুড়ে নানা প্রান্তেই দোকান বা বাজার এলাকায় দেখা যায়, প্লাস্টিক আবর্জনা স্তূপ করে জ্বালিয়ে দেন অনেকে । তা থেকে তৈরি হওয়া ধোঁয়া ব্যাপক ভাবে বাতাসকে দূষিত করছে । আর এই ঘটনা পৌরকর্মীদের নজরে আসতেই সংশ্লিষ্ট দোকান বা রেস্তোরাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে পৌরনিগম ।
আরও পড়ুন : কোপাই-অজয় বাঁচাতে মামলার পথে পরিবেশকর্মী সুভাষ দত্ত
এই প্রসঙ্গে কলকাতা কর্পোরেশনের পরিবেশ বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার বলেন, ‘‘যাঁরা পরিবেশ দূষিত করবে তাঁদের জরিমানা করা হবে । মেয়র পরিষদের বৈঠকে এবং অধিবেশনে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে । এতদিন আমরা সচেতন করার ব্যবস্থা করেছি । ইদানিংকালে আমরা লক্ষ্য করছি কিছু মানুষ আইনকে তোয়াক্কা না করেই অন্যায়ভাবে পরিবেশ দূষণ ঘটাচ্ছে । তাই যাঁরা এমনটা করছে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি । তাঁদের জরিমানা করা হচ্ছে । পরবর্তীকালে আরও কঠিন ব্যবস্থা নেওয়া হবে । ন্যূনতম 500 টাকা জরিমানা ধার্য করা হচ্ছে। এরপরেও না শুনলে পরিবেশ আদালতে অভিযোগ দায়ের হবে। দরকারে হাজতবাস করানো হবে ।’’