কলকাতা, 25 মে : কর্মীদের বকেয়া ডিএ মেটানো-সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখাল কলকাতা পৌরনিগমের বাম কর্মচারী সংগঠন (KMC Employees Union Protest Rally) ৷ বুধবার দুপুরে কলকাতা পৌরনিগমের সদর দফতরের সামনে থেকে জমায়েত করে বিক্ষোভ মিছিল শুরু করেন সিটু প্রভাবিত কর্মচারী সংগঠন কেএমসি ক্লার্কস ইউনিয়নের কর্মীরা ।
অন্যদিকে আরও একটি মিছিল করেন কেএমসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের কর্মীরা । দুই সংগঠনের দুই মিছিল কেন্দ্রীয় ভবনের বিভিন্ন বিভাগ ঘুরেছে । কর্মিবর্গ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, বিল্ডিং, বস্তি থেকে শুরু করে জল সরবরাহ বিভাগ হয়ে ভবনের চারপাশ ঘোরে ওই দু’টি মিছিল । এর পর লনে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা ।
কর্মচারী সংগঠনের নেতা অমিতাভ ভট্টাচার্য বলেন, ‘‘কর্মরত ও অবসরপ্রাপ্ত উভয় কর্মীদের স্বার্থে বহুবার মেয়রের সঙ্গে দেখা করতে চেয়েছি । তিনি রাজি হননি । এবার ডেপুটি মেয়র দেখা করবেন বলেছেন । আমরা আমাদের সমস্ত সমস্যা তুলে ধরব । সুরাহা না হলে কর্মীদের নজিরবিহীন আন্দোলনের সাক্ষী থাকবে পৌরভবন ।’’
তাঁর দাবি, ‘‘আদালত নির্দেশ দিয়েছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে । আমাদের রাজ্যের সমান ডিএ বাকি । কর্তৃপক্ষ বলেছিল, রাজ্যের কর্মচারীদের ডিএ বকেয়া মেটানো হলে একই সঙ্গে আমাদেরও মিটবে । কিন্তু তা নিয়ে কিছু বলছে না । পেনশন শুধু দেওয়া হলেও গ্র্যাচুয়িটির টাকা পাওয়া যাচ্ছে না । রাজ্য সরকারের হেলথ স্কিমের সমান সুযোগ দিতে হবে । শূন্য পদে নিয়োগ করতে হবে ।’’
অন্যদিকে আন্দোলনে নামা ইঞ্জিনিয়ারদের দাবিগুলোর প্রায় একই । তবে এদিন সংগঠনের সম্পাদক মানস সিনহা বলেন, ‘‘আমাদের মূলত পদোন্নতির দাবিকে সামনে রেখেই আজকের প্রতিবাদ । বছরের পর বছর কাটলেও পদোন্নতি হচ্ছে না ।’’
আরও পড়ুন : Kolkata Municipal Corporation : কলকাতার নাগরিকদের মধ্যে বাড়ছে ই-পেমেন্টের ঝোঁক