কলকাতা, 16 ডিসেম্বর: নির্বাচনী প্রচারের কায়দায় অন্যরকম ছবি শহরজুড়ে । উত্তুরে হাওয়ায় শীতের আগমনী । তবে ভোটের হাওয়ায় দক্ষিণী ছোঁয়া (South India film promotion technique makes foray in KMC election 2021)। আগে ভোটের কাঠি পড়া মানেই ছিল দেওয়াল লিখনের প্রতিযোগিতা । দেওয়ালে দেওয়ালে ফুটে উঠত শাসক বিরোধীদের প্রার্থীর নাম, তাঁদের প্রতীক । এমনকী শাসক দল তাঁদের কাজের হিসেব তুলে ধরতেও দেওয়ালেই ভরসা রাখত । বিরোধীরাও কটাক্ষ করতে বেছে নিত দেওয়ালকেই । গত কয়েক বছরের নির্বাচনী প্রচারের (KMC election 2021 campaign) ধারায় চোখ রাখলে সেই ট্রেন্ডে বদল চোখে পড়বে । এখন দেওয়াল লিখন কার্যত ব্যাকফুটে । বদলে সোশ্যাল মাধ্যমে প্রচারে জোর বেড়েছে । আর বেড়েছে ফেস্টুন, প্ল্যাকার্ড, কাটআউটের প্রতি ঝোঁক ৷
কলকাতা পৌরভোটের (KMC election 2021) প্রচারে সব দল ব্যস্ত । শহরের আনাচে কানাচে নজর ঘোরালেই চোখে পড়বে বিরাট আকারের নানা কাটআউট । প্রার্থীকে চেনাতে তাঁর বিশাল অবয়ব দাঁড় করিয়ে চলছে ভোট দেওয়ার আবেদন । এই কাজে বিজেপি এবং রাজ্যের শাসক দল তৃণমুল পরস্পরকে টেক্কা দিচ্ছে ।
আরও পড়ুন: KMC Election 2021 : গণনাকেন্দ্র ও স্ট্রংরুমেও থাকবে সশস্ত্র পুলিশ : কমিশন
বিরাট কাটআউটের মাধ্যমে প্রচারের সংষ্কৃতি দক্ষিণের সিনেমা থেকে এসেছে (Cut Outs turn major attraction in KMC election) । দক্ষিণের চিত্রতারকা রজনীকান্ত, কমল হাসান, প্রকাশ রাজ ও হাল আমলের জুনিয়র এনটিআর-এর বিশাল কাট আউট তাঁদের ফিল্ম রিলিজের দিন প্রেক্ষাগৃহে টাঙানো হয় । লার্জার দ্যান লাইফ ইমেজ তৈরি করতেই এই উদ্যোগ । কিন্তু সিনেমার প্রচারের ঢং বঙ্গ রাজনীতির প্রচারে প্রভাব ফেলায় তা ভোটের প্রচারের ধারা বদলে দিয়েছে ।
আরও পড়ুন : KMC Election 2021 : 5 বছর কাজ করেছেন, এবার ফলের আশায় 13নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী
চিত্তরঞ্জন অ্যাভিনিউ বা সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ধারে লিবার্টি সিনেমার পাশের গলি এই কাটআউট বানানোর আস্তানা । সাধারণত সরস্বতী, কালি পুজোর বেড়ার প্যান্ডেল, প্রজাতন্ত্র দিবসের বিভিন্ন অবয়ব বানিয়ে দিন চলত এখানকার শিল্পীদের । কিন্তু এ বারের পৌরভোট তাঁদের কাজের বরাতের ধরন বদলে দিয়েছে । নেতানেত্রীর কাটআউট, দলীয় চিহ্নের অবয়ব, লক্ষীর ভাণ্ডারের প্রতীক বানানোর বরাত লকডাউনে ধুঁকতে থাকা ব্যবসার হাল কিছুটা হলেও ফিরিয়েছে । যদিও অনেকেই লকডাউনের ফলে ব্যবসায় মন্দার কারণে পেশা বদল করেছেন । তবুও যাঁরা আছেন তাদেঁর মুখে হাসি কিছুটা ফোটাচ্ছে ভোট প্রচারের দক্ষিণী হাওয়া ।