ETV Bharat / city

কলকাতায় আরও তিনটি কনটেনমেন্ট জ়োন, আজ ট্রায়াল টিকা নিচ্ছেন ফিরহাদ

author img

By

Published : Dec 2, 2020, 7:10 AM IST

14 দিনের কোয়ারানটিন সম্পূর্ণ হয়ে গিয়েছে এমন আবাসনগুলিকে কনটেনমেন্ট জ়োনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে । সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বাড়াচ্ছে কলকাতা পৌরনিগম ।

KMC
KMC

কলকাতা, 2 ডিসেম্বর : কলকাতায় আরও তিনটি নতুন কনটেনমেন্ট জ়োন করতে চলেছে পৌরনিগম । শহরে নতুন করে কোরোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বাড়ছে । রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছে 807 জন । শেষ 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 8 জনের । সুস্থ হয়েছে 946 জন ।

নতুন করে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে 69 নম্বর ওয়ার্ডের 10/1 রোল্যান্ড রোড ও বালিগঞ্জ ফাঁড়ির 23 চৌধুরি অ্যাভিনিউকে । এছাড়াও 79 নম্বর ওয়ার্ডের ইকবালপুরে 37 ডায়মন্ড হারবার রোডের একটি আবাসনকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে । পাশাপাশি কনটেনমেন্ট জ়োনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে গড়িয়া ও টালিগঞ্জের দু'টি আবাসনকে । কলকাতায় সব মিলিয়ে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা হল পাঁচটি । দু'টি বালিগঞ্জে, একটি ভবানীপুরে, একটি ইকবালপুরে এবং একটি বালিগঞ্জ ফাঁড়ি এলাকায় । কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সেই আবাসনগুলিকে যেখানে কোরোনা আক্রান্তদের 14 দিনের কোয়ারানটিন সম্পূর্ণ হয়ে গিয়েছে । আক্রান্তরা সুস্থ না হওয়া পর্যন্ত কনটেনমেন্ট জ়োনগুলিতে কোরোনা বিধি ও নিষেধাজ্ঞা জারি থাকবে।

এদিকে আজ চারটে নাগাদ কোরোনার ভ্যাকসিনের ট্রায়াল টিকা নিতে যাবেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । টিকা নেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি না হওয়া পর্যন্ত আগামী একমাস ও পরে টানা এক বছর ধরে নাইসেডের চিকিৎসকদের নজরে ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে থাকতে হবে ফিরহাদ হাকিমকে ।

কলকাতা, 2 ডিসেম্বর : কলকাতায় আরও তিনটি নতুন কনটেনমেন্ট জ়োন করতে চলেছে পৌরনিগম । শহরে নতুন করে কোরোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বাড়ছে । রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছে 807 জন । শেষ 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 8 জনের । সুস্থ হয়েছে 946 জন ।

নতুন করে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে 69 নম্বর ওয়ার্ডের 10/1 রোল্যান্ড রোড ও বালিগঞ্জ ফাঁড়ির 23 চৌধুরি অ্যাভিনিউকে । এছাড়াও 79 নম্বর ওয়ার্ডের ইকবালপুরে 37 ডায়মন্ড হারবার রোডের একটি আবাসনকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে । পাশাপাশি কনটেনমেন্ট জ়োনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে গড়িয়া ও টালিগঞ্জের দু'টি আবাসনকে । কলকাতায় সব মিলিয়ে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা হল পাঁচটি । দু'টি বালিগঞ্জে, একটি ভবানীপুরে, একটি ইকবালপুরে এবং একটি বালিগঞ্জ ফাঁড়ি এলাকায় । কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সেই আবাসনগুলিকে যেখানে কোরোনা আক্রান্তদের 14 দিনের কোয়ারানটিন সম্পূর্ণ হয়ে গিয়েছে । আক্রান্তরা সুস্থ না হওয়া পর্যন্ত কনটেনমেন্ট জ়োনগুলিতে কোরোনা বিধি ও নিষেধাজ্ঞা জারি থাকবে।

এদিকে আজ চারটে নাগাদ কোরোনার ভ্যাকসিনের ট্রায়াল টিকা নিতে যাবেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । টিকা নেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি না হওয়া পর্যন্ত আগামী একমাস ও পরে টানা এক বছর ধরে নাইসেডের চিকিৎসকদের নজরে ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে থাকতে হবে ফিরহাদ হাকিমকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.