কলকাতা, 19 সেপ্টেম্বর : অধিবেশনে বউবাজার বিপর্যয়ের প্রসঙ্গ বিরোধীদের তুলতে দিলেন না পৌরনিগমের চেয়ারপার্সন৷ আজ কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় বউবাজারের বিপর্যয়ের প্রসঙ্গ তুলে ধরার চেষ্টা করেন ৷ কিন্তু অধিবেশন কক্ষে চেয়ারপার্সন মালা রায় জানান, বিষয়টি যেহেতু বিচারাধীন, তাই এক্ষেত্রে কোনও আলোচনা করা যাবে না ৷ ফলে শোরগোল শুরু করে বিরোধীরা ৷ CPI(M) কাউন্সিলর রত্না রায় জানান, আজ অধিবেশনের শুরুতে বউবাজারের বিপর্যয় প্রসঙ্গে আলোচনার প্রস্তাব রাখা হয় ৷ কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেন চেয়ারপার্সন ৷
পাশাপাশি, আজ কলকাতা পৌরনিগমের তরফে জানানো হয়, পৌরনিগমের ইঞ্জিনিয়াররা ফিট সার্টিফিকেট দিলে তবেই বউবাজারে ফিরতে পারবে 17টি পরিবার ৷ গতকালই মেট্রোর পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত 17টি পরিবার বউবাজারে নিজেদের বাড়িতে ফিরতে পারবেন ৷ আজ অধিবেশন কক্ষে চেয়ারপার্সন মালা রায় জানান, পৌরনিগমের তরফে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হবে ৷ 17টি বাড়ি পরীক্ষা করবেন পৌরনিগমের ইঞ্জিনিয়াররা ৷ তারা ফিট সার্টিফিকেট দিলেই তবে নিজেদের বাড়িতে ফিরতে পারবে 17টি পরিবার ৷
আরও পড়ুন : পৌরনিগমে বিক্ষোভ DYFI-র, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
এদিকে, আজ বউবাজারের ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্যে নিজের মাসিক ভাতা মেয়রের বিপর্যয় মোকাবিলা তহবিলে দান করেন কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় ৷