ETV Bharat / city

বউবাজার প্রসঙ্গ তুলতে বিরোধীদের বাধা পৌরনিগমের চেয়ারপার্সনের - kmc chairperson stop to the issue of boubazar incident

অধিবেশনে বউবাজার বিপর্যয়ের প্রসঙ্গ বিরোধীদের তুলতে দিলেন না পৌরনিগমের চেয়ারপার্সন৷ আজ কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় বউবাজারের বিপর্যয়ের প্রসঙ্গ তুলে ধরার চেষ্টা করেন ৷ কিন্তু  অধিবেশন কক্ষে চেয়ারপার্সন মালা রায় জানান,  বিষয়টি যেহেতু বিচারাধীন, তাই এক্ষেত্রে কোনও আলোচনা করা যাবে না ৷

পৌরনিগমের অধিবেশন
author img

By

Published : Sep 19, 2019, 10:54 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর : অধিবেশনে বউবাজার বিপর্যয়ের প্রসঙ্গ বিরোধীদের তুলতে দিলেন না পৌরনিগমের চেয়ারপার্সন৷ আজ কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় বউবাজারের বিপর্যয়ের প্রসঙ্গ তুলে ধরার চেষ্টা করেন ৷ কিন্তু অধিবেশন কক্ষে চেয়ারপার্সন মালা রায় জানান, বিষয়টি যেহেতু বিচারাধীন, তাই এক্ষেত্রে কোনও আলোচনা করা যাবে না ৷ ফলে শোরগোল শুরু করে বিরোধীরা ৷ CPI(M) কাউন্সিলর রত্না রায় জানান, আজ অধিবেশনের শুরুতে বউবাজারের বিপর্যয় প্রসঙ্গে আলোচনার প্রস্তাব রাখা হয় ৷ কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেন চেয়ারপার্সন ৷

পাশাপাশি, আজ কলকাতা পৌরনিগমের তরফে জানানো হয়, পৌরনিগমের ইঞ্জিনিয়াররা ফিট সার্টিফিকেট দিলে তবেই বউবাজারে ফিরতে পারবে 17টি পরিবার ৷ গতকালই মেট্রোর পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত 17টি পরিবার বউবাজারে নিজেদের বাড়িতে ফিরতে পারবেন ৷ আজ অধিবেশন কক্ষে চেয়ারপার্সন মালা রায় জানান, পৌরনিগমের তরফে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হবে ৷ 17টি বাড়ি পরীক্ষা করবেন পৌরনিগমের ইঞ্জিনিয়াররা ৷ তারা ফিট সার্টিফিকেট দিলেই তবে নিজেদের বাড়িতে ফিরতে পারবে 17টি পরিবার ৷

আরও পড়ুন : পৌরনিগমে বিক্ষোভ DYFI-র, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

এদিকে, আজ বউবাজারের ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্যে নিজের মাসিক ভাতা মেয়রের বিপর্যয় মোকাবিলা তহবিলে দান করেন কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় ৷

কলকাতা, 19 সেপ্টেম্বর : অধিবেশনে বউবাজার বিপর্যয়ের প্রসঙ্গ বিরোধীদের তুলতে দিলেন না পৌরনিগমের চেয়ারপার্সন৷ আজ কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় বউবাজারের বিপর্যয়ের প্রসঙ্গ তুলে ধরার চেষ্টা করেন ৷ কিন্তু অধিবেশন কক্ষে চেয়ারপার্সন মালা রায় জানান, বিষয়টি যেহেতু বিচারাধীন, তাই এক্ষেত্রে কোনও আলোচনা করা যাবে না ৷ ফলে শোরগোল শুরু করে বিরোধীরা ৷ CPI(M) কাউন্সিলর রত্না রায় জানান, আজ অধিবেশনের শুরুতে বউবাজারের বিপর্যয় প্রসঙ্গে আলোচনার প্রস্তাব রাখা হয় ৷ কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেন চেয়ারপার্সন ৷

পাশাপাশি, আজ কলকাতা পৌরনিগমের তরফে জানানো হয়, পৌরনিগমের ইঞ্জিনিয়াররা ফিট সার্টিফিকেট দিলে তবেই বউবাজারে ফিরতে পারবে 17টি পরিবার ৷ গতকালই মেট্রোর পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত 17টি পরিবার বউবাজারে নিজেদের বাড়িতে ফিরতে পারবেন ৷ আজ অধিবেশন কক্ষে চেয়ারপার্সন মালা রায় জানান, পৌরনিগমের তরফে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হবে ৷ 17টি বাড়ি পরীক্ষা করবেন পৌরনিগমের ইঞ্জিনিয়াররা ৷ তারা ফিট সার্টিফিকেট দিলেই তবে নিজেদের বাড়িতে ফিরতে পারবে 17টি পরিবার ৷

আরও পড়ুন : পৌরনিগমে বিক্ষোভ DYFI-র, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

এদিকে, আজ বউবাজারের ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্যে নিজের মাসিক ভাতা মেয়রের বিপর্যয় মোকাবিলা তহবিলে দান করেন কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় ৷

Intro:পুরনিগমের অধিবেশনে বউবাজারের প্রসঙ্গ তুলে দেওয়া হলো না বিরোধীদের। আজ পুর অধিবেশনে বিরোধী কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় অধিবেশনে বউবাজারের প্রসঙ্গ উত্থাপন করতে চান। কিন্তু এই প্রসঙ্গ অধিবেশনে উত্থাপন করতে দিলেন না মালা পুরচেয়ারপারসন। অধিবেশন কক্ষে মালা রায় বলেন যেহেতু এই বিষয়টি বিচারাধীন রয়েছে তাই এই বিষয় নিয়ে আলোচনা করা যাবে না।


Body:কে এম আর সি এল যখন 17 টি পরিবারের অনুমতি দিয়েছে তখনই বাধ সাধল পুরনিগম। আজ পুর অধিবেশন কক্ষে জানিয়েছেন গতকাল এমআরসিএল অনুমতি দিয়েছে 17টি পরিবারকে ফেরানো হবে। তিনি জানিয়েছেন 17 টি বাড়িকে আগে পরিদর্শন করবে কলকাতা পুর ইঞ্জিনিয়ারা। এরপর পুরনিগম থেকে ফিট সার্টিফিকেট মিলে সব পরিবারগুলি বাড়ি ফিরতে পারবেন ।


Conclusion:কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় 10000 টাকা নেয়ার হাতে তুলে দিলেন বউবাজারের ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্যার্থে। পুর অধিবেশন চলাকালীন কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় জানিয়েছেন তাদের ভাতা বৃদ্ধি করে দশ হাজার টাকা পর্যন্ত করেছেন। সেই বর্ধিত একমাসের ভাতা তিনি মেয়রের রিলিফ ফান্ডে দেন।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.