কলকাতা, 6 জুন: ভাঁড়ারে টান একদিকে, অপরদিকে বিপুল টাকা বকেয়া সম্পত্তি কর (Pending property tax of KMC)। এ বার সেই বকেয়া আদায়ে বাড়তি তৎপরতা দেখাচ্ছে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ (KMC)। নিচুতলার কর্মীদের ইতিমধ্যেই লক্ষ্যমাত্রা বেঁধে মাঠে নামানো হয়েছে । এ বার শীর্ষ আধিকারিকদেরও সেই কাজে তৎপর হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।
সম্প্রতি কলকাতার পৌর কমিশনার বিনোদ কুমার এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছেন । পাওনা রাজস্ব আদায় করতে এ বার সম্পত্তি কর মূল্যায়ন ও রাজস্ব আদায় বিভাগের শীর্ষ আধিকারিকদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হল । উদ্দেশ্য রাজস্ব আদায় বাড়ানো ।
গত কয়েক বছরে কোষাগারে যথেষ্ট অর্থও ঢুকেছে । বকেয়ার পরিমাণও মাত্রা ছাড়াচ্ছে । বকেয়ার পরিমাণ আনুমানিক 3500 কোটি টাকা । এই পরিস্থিতিতে তাই সেই কাজে আরও জোর দেওয়া ছাড়া কোনও পথ নেই কর্তৃপক্ষের । শীর্ষ আধিকারিকদের ব্যক্তিগত ভাবে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন কমিশনার ।
আরও পড়ুন: KMC :বসতবাড়ির কর দিয়ে বাণিজ্যিক কাজে ব্যবহার ! ব্যবস্থা নেবে পৌরনিগম
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, নির্দেশিকা অনুসারে বকেয়া সম্পত্তি করের টাকা দুটি ভাগে ভাগ করা হয়েছে । বলা হয়েছে, এক কোটি টাকার বকেয়া আছে এমন লোকজনের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলবেন চিফ ম্যানেজার পদমর্যাদার আধিকারিকরা । তালিকা ধরে সেই করদাতাদের সঙ্গে যোগাযোগ করে পাওনা টাকা আদায়ের ব্যবস্থা করতে হবে ।
অন্যদিকে, 25 লক্ষ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত বকেয়া আছে এমন লোকজনের সঙ্গে অঞ্চলভিত্তিক অ্যাসেসার কালেক্টাররা যোগাযোগ করবেন । কেন সংশ্লিষ্ট করদাতা টাকা দিচ্ছেন না, তা দেখতে হবে । কোনও আইনি জটিলতায় আটকে থাকলে তাও সমাধানের চেষ্টা করবেন তাঁরা (KMC takes initiative to collect pending property tax)।