কলকাতা, 1 জুলাই: রথযাত্রায় কলকাতার বিভিন্ন ক্লাব শারদোৎসবের সূচনা হল রথযাত্রা উৎসবের হাত ধরে। কোথাও রথের প্রতিযোগিতা, রথ বিলি বা চক্ষুদানের অঙ্গীকার। উত্তর থেকে দক্ষিণ কলকাতার ক্লাবগুলির পুজো কমিটি খুঁটিপুজোর আয়োজন করেছিল । এই শুভ দিনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেল (khutipujo on Ratha Yatra in kolkata) ৷
এদিন রথযাত্রা উপলক্ষে খুঁটিপুজোর আয়োজন করেছিল উল্টোডাঙা সংগ্রামী। উদ্বোধন করেন উত্তর স্থানীয় কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু। সেই সঙ্গে আয়োজন করা হয়েছে বাচ্চাদের রথ প্রতিযোগিতারও। 60তম বর্ষে পদার্পণ করা এই পুজোর এবারের থিম 'মূল্যবোধ'। পরিকল্পনায় অরিন্দম দাস। উদ্যোক্তা সমীরণ দত্ত, স্বপন সাহা, তমাল দে, রথীন্দ্র দে-সহ অন্যান্যরা।
তাঁরা জানিয়েছেন, আমাদের খাদ্য-বস্ত্র-বাসস্থান জোগানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কৃষক-তাঁতি-রাজমিস্ত্রিরা। কিন্তু, এখনও তাঁরা সমাজে সেই অর্থে অবহেলিত । তাঁদের সম্মান দিতেই এই উদ্যোগ। শ্রমজীবীরা মাথা উঁচু করে বাঁচেন। তাই মণ্ডপ প্রাঙ্গনেই প্রতিকী বাঁশের মেরুদণ্ড বানানো হবে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম নিজের চেতলা অগ্রণীতে রথের দিনে খুঁটিপুজোর আয়োজন করেছিলেন । নেওয়া হয় অভিনব উদ্যোগ, চক্ষুদানের অঙ্গীকার। আয়োজন করা হয় চক্ষু পরীক্ষা শিবিরেরও।
পাশাপাশি, রথযাত্রা উপলক্ষে যোধপুর পার্কে 101 জন শিশু-কিশোরকে তিনতলা রথ ও জগন্নাথ দেবের বিগ্রহ বিতরণ করা হয়েছে ইতিমধ্যেই। উপস্থিত ছিলেন কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়, রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার, 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মৌসুমী দাস-সহ অন্যান্যরা। কলকাতায় রথযাত্রার দিনে খুঁটি পুজোর আয়োজন করে শিব মন্দির, রাজডাঙা নব উদয় সংঘ, সন্তোষপুর লেক পল্লী, সন্তোষ মিত্র স্কোয়ার।
আরও পড়ুন: কলকাতার মন্দিরে জগন্নাথদেবের প্রিয় ভোগ, রাঁধুনি পুরীর পাণ্ডা
হরিদেবপুর অজেয়সংহতি ক্লাবের খুঁটি পূজো ও রক্তদান শিবির ও স্বাস্থ্যশিবির আজ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সাংসদ মালা রায়, শুভাশিস চক্রবর্তী, বিধায়ক দেবাশীষ কুমার, রত্না চ্যাটার্জি, সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, এআইএফএফ সহসভাপতি ও আইএফএ-র চেয়ারম্যান সুব্রত দত্ত। সন্তোষপুর লেক পল্লীতে খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তী।