ETV Bharat / city

পাঠ্যবই থেকে ঘুচতে চলেছে ক্ষুদিরাম বসুর সন্ত্রাসবাদী তকমা ? - Terrorist Khudiram Bose in Textbooks

সূত্রে জানা গেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এই রিপোর্ট জমা করা হতে পারে । রিপোর্ট পেশের পর আগামী শিক্ষাবর্ষ থেকে ‌ক্ষুদিরাম বসুর সন্ত্রাসবাদী তকমা ঘুচবে কি না তা নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে

ঘুচতে চলেছে ক্ষুদিরাম বসুর সন্ত্রাসবাদী তকমা
author img

By

Published : Nov 20, 2019, 9:48 PM IST

কলকাতা, 20 নভেম্বর : পাঠ্যবই থেকে সম্ভবত ঘুচতে চলেছে ক্ষুদিরাম বসুর সন্ত্রাসবাদী তকমা ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে সিলেবাস রিভিশন কমিটি এমন সুপারিশ করতে চলেছে বলে সূত্রের খবর ৷ 'সন্ত্রাসবাদী'-র বদলে 'বিপ্লবী কার্যকলাপ' শব্দবন্ধ রাখার প্রস্তাব দিতে চলেছে কমিটি ৷

বিতর্ক ছড়িয়েছে মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির 'অতীত ও ঐতিহ্য' নামক পাঠ্যবইয়ে 'বিপ্লবী সন্ত্রাসবাদ' অধ্যায়টি নিয়ে ৷ ওই অধ্যায়ে নাম ছিল ক্ষুদিরাম বসুরও ৷ 'বিপ্লবী সন্ত্রাসবাদ' অধ্যায়ে ক্ষুদিরাম বসুর নাম থাকায় সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল গোটা রাজ্যে ৷ বিধানসভাতেও এই ইশুতে সরব হয়েছিল বামফ্রন্ট ও কংগ্রেস । এরপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে বিষয়টি খতিয়ে দেখার জন্য তৈরি করা হয় সিলেবাস রিভিশন কমিটি । ইতিহাসবিদ জীবন মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই কমিটি একাধিকবার বৈঠক করে । শেষ বৈঠকটি হয় নভেম্বরের‌ প্রথম সপ্তাহে । সূত্রের খবর, ওই বৈঠকে সন্ত্রাসবাদী শব্দটি বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছেন কমিটির সকলেই । সন্ত্রাসবাদীর বদলে বিপ্লবী কার্যকলাপ শব্দবন্ধ ব্যবহার করার প্রস্তাব রাখা হয়েছে বৈঠকে ।

Khidiram bose text book controversy
এটিই সেই বিতর্কিত অধ্যায়

বিষয়টি নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি জীবন মুখোপাধ্যায় । তিনি বলেন, "আমার জানা নেই । একটা রিপোর্ট আমরা শীঘ্রই জমা দেব । সব লেখালেখি হয়ে গেছে । সিল বন্ধ খামে ভরে আমরা সেই রিপোর্ট জমা দেব । ওর মধ্যে যা আছে, আছে । আমি কোনো কথাই বলব না এর সম্পর্কে । এগুলো গোপন রিপোর্ট ।"

সূত্রে জানা গেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এই রিপোর্ট জমা করা হতে পারে । রিপোর্ট পেশের পর আগামী শিক্ষাবর্ষ থেকে ‌ক্ষুদিরাম বসুর সন্ত্রাসবাদী তকমা ঘুচবে কি না তা নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ।

কলকাতা, 20 নভেম্বর : পাঠ্যবই থেকে সম্ভবত ঘুচতে চলেছে ক্ষুদিরাম বসুর সন্ত্রাসবাদী তকমা ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে সিলেবাস রিভিশন কমিটি এমন সুপারিশ করতে চলেছে বলে সূত্রের খবর ৷ 'সন্ত্রাসবাদী'-র বদলে 'বিপ্লবী কার্যকলাপ' শব্দবন্ধ রাখার প্রস্তাব দিতে চলেছে কমিটি ৷

বিতর্ক ছড়িয়েছে মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির 'অতীত ও ঐতিহ্য' নামক পাঠ্যবইয়ে 'বিপ্লবী সন্ত্রাসবাদ' অধ্যায়টি নিয়ে ৷ ওই অধ্যায়ে নাম ছিল ক্ষুদিরাম বসুরও ৷ 'বিপ্লবী সন্ত্রাসবাদ' অধ্যায়ে ক্ষুদিরাম বসুর নাম থাকায় সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল গোটা রাজ্যে ৷ বিধানসভাতেও এই ইশুতে সরব হয়েছিল বামফ্রন্ট ও কংগ্রেস । এরপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে বিষয়টি খতিয়ে দেখার জন্য তৈরি করা হয় সিলেবাস রিভিশন কমিটি । ইতিহাসবিদ জীবন মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই কমিটি একাধিকবার বৈঠক করে । শেষ বৈঠকটি হয় নভেম্বরের‌ প্রথম সপ্তাহে । সূত্রের খবর, ওই বৈঠকে সন্ত্রাসবাদী শব্দটি বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছেন কমিটির সকলেই । সন্ত্রাসবাদীর বদলে বিপ্লবী কার্যকলাপ শব্দবন্ধ ব্যবহার করার প্রস্তাব রাখা হয়েছে বৈঠকে ।

Khidiram bose text book controversy
এটিই সেই বিতর্কিত অধ্যায়

বিষয়টি নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি জীবন মুখোপাধ্যায় । তিনি বলেন, "আমার জানা নেই । একটা রিপোর্ট আমরা শীঘ্রই জমা দেব । সব লেখালেখি হয়ে গেছে । সিল বন্ধ খামে ভরে আমরা সেই রিপোর্ট জমা দেব । ওর মধ্যে যা আছে, আছে । আমি কোনো কথাই বলব না এর সম্পর্কে । এগুলো গোপন রিপোর্ট ।"

সূত্রে জানা গেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এই রিপোর্ট জমা করা হতে পারে । রিপোর্ট পেশের পর আগামী শিক্ষাবর্ষ থেকে ‌ক্ষুদিরাম বসুর সন্ত্রাসবাদী তকমা ঘুচবে কি না তা নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ।

Intro:কলকাতা, ২০ নভেম্বর: পাঠ্যবইয়ে ক্ষুদিরাম বসুর সন্ত্রাসবাদী আখ্যা ঘুচতে পারে। মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি সিলেবাস রিভিশন কমিটি তার রিপোর্টে এর পক্ষেই সুপারিশ করতে চলেছে বলে সূত্রের খবর। জানা গেছে, সন্ত্রাসবাদীর বদলে বিপ্লবী কার্যকলাপ, পাঠ্যবইয়ে এমনই শব্দগুচ্ছ রাখার সুপারিশ করা হতে পারে রিভিশন কমিটির রিপোর্টে।
Body:মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির 'অতীত ও ঐতিহ্য' নামের পাঠ্যবইয়ে 'বিপ্লবী সন্ত্রাসবাদ' অধ্যায়ে ক্ষুদিরাম বসুর নামের উল্লেখ থাকায় সমালোচনার ঝড় বয়ে গেছিল গোটা রাজ্যে। বিধানসভাতেও এ বিষয়ে সরব হয় বাম ও কংগ্রেস। তারপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে পাঠ্যপুস্তকের ভুল সংক্রান্ত বিষয়গুলিকে খতিয়ে দেখার জন্য তৈরি করা হয় সিলেবাস রিভিশন কমিটি। ইতিহাসবিদ জীবন মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিটি গঠন হওয়ার পর থেকে একাধিকবার বৈঠক করেছে। শেষ বৈঠকটি হয় নভেম্বরের‌ প্রথম সপ্তাহে। সূত্রের খবর, সেখানে সন্ত্রাসবাদী শব্দটি বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছেন কমিটির সকলেই। সন্ত্রাসবাদীর বদলে বিপ্লবী কার্যকলাপ শব্দগুচ্ছ ব্যাবহার করার একটা প্রস্তাব রাখা হয়েছে।

তবে, বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি সিলেবাস রিভিশন কমিটির নেতৃত্বে থাকা জীবন মুখোপাধ্যায়। তিনি বলেন, "আমার জানা নেই। একটা রিপোর্ট আমরা শিগগিরই জমা দেব। সব লেখালিখি হয়ে গেছে। সেটাতে সদস্যদের সাক্ষর করিয়ে সিলবন্ধ খামে ভরে আমরা সেই রিপোর্ট জমা দেব। ওর মধ্যে যা আছে, আছে। আমি কোনো কথাই বলব না এর সম্পর্কে। এগুলো গোপন রিপোর্ট।" জানা গেছে, ডিসেম্বরের ১-২ তারিখ নাগাদ এই রিপোর্ট জমা করা হতে পারে। রিপোর্ট জমা হওয়ার পর মুখ্যমন্ত্রী অনুমোদন দিলেই সরকার ব্যবস্থা নেবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই ‌এই সন্ত্রাসবাদী আখ্যা ঘুচবে কিনা তা নিয়েও সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.