ETV Bharat / city

Oath Ceremony: বিতর্কে জেরবার সরকারের সৌজন্যে খামতি নেই, মন্ত্রীদের শপথে আমন্ত্রিত শুভেন্দু-বিমান

author img

By

Published : Aug 3, 2022, 1:58 PM IST

বিতর্কে জেরবার হলেও এই পরিস্থিতিতে সৌজন্যে খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার ৷ মন্ত্রীদের শপথে (Oath Ceremony) আমন্ত্রণ জানানো হল শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও বিমান বসুকেও (Biman Bose)৷

Keeping aside the political differences, Suvendu Adhikari, Biman Bose invited to Raj Bhawan for Oath ceremony
বিতর্কে জেরবার সরকারের সৌজন্যে খামতি নেই, মন্ত্রীদের শপথে আমন্ত্রিত শুভেন্দু-বিমান

কলকাতা, 3 অগস্ট: নিয়োগ দুর্নীতি বিতর্কে প্রবল চাপে রাজ্য সরকার । বিরোধীদের মুহুর্মুহু আক্রমণ উঠে আসছে শাসক দলকে লক্ষ্য করে । অথচ বুধবার বিকেলে রাজ্য সরকারের তরফে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের লক্ষ্যে রাজভবনে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাতে আমন্ত্রণপত্রে (Oath Ceremony) শাসক-বিরোধী সহাবস্থান দেখানোর মরিয়া প্রয়াস চালাল রাজ্য সরকার (Cabinet reshuffle)।

কিছুদিন আগে রাজ্যের কার্যনির্বাহী রাজ্যপাল লা গণেশনের শপথ অনুষ্ঠানে স্বয়ং বিরোধী দলনেতা অভিযোগ তুলেছিলেন, তাঁকে আমন্ত্রণ না জানানোর (Mamata Banerjee)। কাজেই এ দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে শাসক ও বিরোধী মিলে 52 জন মন্ত্রীদের তালিকা তৈরি করেছে রাজ্য সরকার । খোদ মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর দফতর থেকে এই আমন্ত্রণ গিয়েছে শাসক থেকে বিরোধী প্রত্যেকের কাছেই । রাজভবন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, তাতে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), রয়েছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, রয়েছেন অন্যান্য সিনিয়র বিচারপতিরাও ।

বিরোধী রাজনৈতিক দল হিসেবে এই মুহূর্তে রাজ্য বিধানসভায় সিপিএম বা বামেদের কোনও প্রতিনিধিত্ব না থাকলেও সরকারের তরফ থেকে বামফ্রন্ট চেয়ারম্যান তথা প্রবীণ সিপিআইএম নেতা বিমান বসুকে (Biman Bose) আমন্ত্রণ জানানো হয়েছে । একইভাবে কংগ্রেসের তরফ থেকে আমন্ত্রণ পেয়েছেন প্রদীপ ভট্টাচার্য । শাসকদলের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, আমন্ত্রণ জানানো হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও । এ ছাড়া এ দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ প্রথম সারির মন্ত্রীরা উপস্থিত থাকবেন ।

আরও পড়ুন: মমতার সম্প্রসারিত মন্ত্রিসভার নতুন মুখ কারা ! বাড়ছে জল্পনা

এখনও পর্যন্ত যতদূর জানা যাচ্ছে, সরকারের তরফে আমন্ত্রণ জানানো হলেও এ দিনের শপথগ্রহণ অনুষ্ঠানে নাও হাজির থাকতে পারেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । দুর্নীতির প্রশ্নে যেখানে সরকারকে তাঁর সতীর্থ মন্ত্রীদের সরিয়ে দিতে হচ্ছে, এমন অবস্থায় মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ সম্ভবত করছেন না বিমান বসুও । একই ভাবে অন্যান্য বিরোধীরাও হয়তো এ দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন না বলেই খবর। একইভাবে মনে করা হচ্ছে এ দিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । দলের শীর্ষ পদে থাকলেও সাধারণত সরকারের যে কোনও অনুষ্ঠান এড়িয়ে যান তিনি । অতীতে 2011 সালের শপথ গ্রহণ অনুষ্ঠান বাদ দিলে, কোনও অনুষ্ঠানে উপস্থিত হননি । কাজেই এটাও ধরে নেওয়া হচ্ছে তিনি এ দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন না। তবে মাঝে আর কয়েকটা ঘণ্টা । বিকেল চারটেয় রাজভবনের বলরুমে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এখন দেখার সেখানে 52 জন মন্ত্রীদের তালিকা কত জন উপস্থিত থাকেন ।

কলকাতা, 3 অগস্ট: নিয়োগ দুর্নীতি বিতর্কে প্রবল চাপে রাজ্য সরকার । বিরোধীদের মুহুর্মুহু আক্রমণ উঠে আসছে শাসক দলকে লক্ষ্য করে । অথচ বুধবার বিকেলে রাজ্য সরকারের তরফে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের লক্ষ্যে রাজভবনে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাতে আমন্ত্রণপত্রে (Oath Ceremony) শাসক-বিরোধী সহাবস্থান দেখানোর মরিয়া প্রয়াস চালাল রাজ্য সরকার (Cabinet reshuffle)।

কিছুদিন আগে রাজ্যের কার্যনির্বাহী রাজ্যপাল লা গণেশনের শপথ অনুষ্ঠানে স্বয়ং বিরোধী দলনেতা অভিযোগ তুলেছিলেন, তাঁকে আমন্ত্রণ না জানানোর (Mamata Banerjee)। কাজেই এ দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে শাসক ও বিরোধী মিলে 52 জন মন্ত্রীদের তালিকা তৈরি করেছে রাজ্য সরকার । খোদ মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর দফতর থেকে এই আমন্ত্রণ গিয়েছে শাসক থেকে বিরোধী প্রত্যেকের কাছেই । রাজভবন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, তাতে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), রয়েছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, রয়েছেন অন্যান্য সিনিয়র বিচারপতিরাও ।

বিরোধী রাজনৈতিক দল হিসেবে এই মুহূর্তে রাজ্য বিধানসভায় সিপিএম বা বামেদের কোনও প্রতিনিধিত্ব না থাকলেও সরকারের তরফ থেকে বামফ্রন্ট চেয়ারম্যান তথা প্রবীণ সিপিআইএম নেতা বিমান বসুকে (Biman Bose) আমন্ত্রণ জানানো হয়েছে । একইভাবে কংগ্রেসের তরফ থেকে আমন্ত্রণ পেয়েছেন প্রদীপ ভট্টাচার্য । শাসকদলের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, আমন্ত্রণ জানানো হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও । এ ছাড়া এ দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ প্রথম সারির মন্ত্রীরা উপস্থিত থাকবেন ।

আরও পড়ুন: মমতার সম্প্রসারিত মন্ত্রিসভার নতুন মুখ কারা ! বাড়ছে জল্পনা

এখনও পর্যন্ত যতদূর জানা যাচ্ছে, সরকারের তরফে আমন্ত্রণ জানানো হলেও এ দিনের শপথগ্রহণ অনুষ্ঠানে নাও হাজির থাকতে পারেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । দুর্নীতির প্রশ্নে যেখানে সরকারকে তাঁর সতীর্থ মন্ত্রীদের সরিয়ে দিতে হচ্ছে, এমন অবস্থায় মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ সম্ভবত করছেন না বিমান বসুও । একই ভাবে অন্যান্য বিরোধীরাও হয়তো এ দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন না বলেই খবর। একইভাবে মনে করা হচ্ছে এ দিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । দলের শীর্ষ পদে থাকলেও সাধারণত সরকারের যে কোনও অনুষ্ঠান এড়িয়ে যান তিনি । অতীতে 2011 সালের শপথ গ্রহণ অনুষ্ঠান বাদ দিলে, কোনও অনুষ্ঠানে উপস্থিত হননি । কাজেই এটাও ধরে নেওয়া হচ্ছে তিনি এ দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন না। তবে মাঝে আর কয়েকটা ঘণ্টা । বিকেল চারটেয় রাজভবনের বলরুমে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এখন দেখার সেখানে 52 জন মন্ত্রীদের তালিকা কত জন উপস্থিত থাকেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.