ETV Bharat / city

টিকা নেওয়ার ক্ষেত্রে সচেতনতায় জোর কাঞ্চনের - fake vaccination

কাঞ্চন মল্লিক বলেন, "সচেতনভাবে ভ্যাকসিন নিতে হবে । আধার কার্ডের নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে । তারপর একটা মেসেজ আসে । একটা পদ্ধতি আছে । সরকারি স্বাস্থ্যকেন্দ্র, পৌরসভা থেকে যেভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেটাই মনে হয় ভাল ।"

kanchan-mallick-emphasizes-responsibility-for-vaccination-he-does-not-know-the-cause-of-mimi-chakrabortys-illness
kanchan-mallick-emphasizes-responsibility-for-vaccination-he-does-not-know-the-cause-of-mimi-chakrabortys-illness
author img

By

Published : Jun 26, 2021, 9:01 PM IST

Updated : Jun 26, 2021, 9:11 PM IST

কলকাতা, 26 জুন: ভিনরাজ্যেও ভুয়ো টিকাকরণ হয়েছে ৷ মহারাষ্ট্রেই প্রায় দুই হাজার মানুষকে ভুয়ো টিকা দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ তবে, সেখানে খোদ সাংসদ ভুয়ো টিকাকরণের ফাঁদে পড়েছেন বলে জানা নেই ৷ যা ঘটতে দেখা গেছে কসবায় ভুয়ো আইএএস-এর ভুয়ো টিকাকরণ ক্যাম্পে ৷ ওই ক্যাম্পে টিকা নিয়েছিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ এবার সেই ঘটনায় মিমির সতীর্থ উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক টিকা নেওয়ার বিষয়ে দায়িত্ববোধে জোর দিলেন । তাঁর মতে সরকারি জায়গা থেকে ভ্যাকসিন নেওয়াই ভাল ৷

শনিবার উত্তরপাড়ায় দলের রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক ৷ সেখানেই মিমি চক্রবর্তীর ভুয়ো টিকা নিয়ে অসুস্থ হওয়ার বিষয়ে কাঞ্চন বলেন, "সচেতনভাবে ভ্যাকসিন নিতে হবে । আধার কার্ডের নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে । তারপর একটা মেসেজ আসে । একটা পদ্ধতি আছে । সরকারি স্বাস্থ্যকেন্দ্র, পৌরসভা থেকে যেভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেটাই মনে হয় ভাল । সচিত্র নথিবদ্ধকরণটা করিয়ে নিন ৷ সেটা খুব জরুরি "

কসবার ভুয়ো টিকাকরণ কাণ্ডে প্রশ্ন উঠেছে, সাংসদ হয়েও মিমি ভুয়ো আইএএস-এর টিকাকরণ ক্যাম্প গেলেন কিভাবে ৷ শুধু সাংসদই নন, তিনি একজন সেলিব্রিটি অভিনেত্রীও বটে ৷ ওই টিকা কেন্দ্রের উদ্বোধনও করেন ৷ নিজে টিকা নিয়ে অন্যদের টিকা নিতে উৎসাহ দেন ৷ যদিও পরে মিমিই থানায় অভিযোগ করেন ৷ সাম্প্রতিক খবর, অভিনেত্রী অসুস্থ হয়েছেন ৷

শুনুন কী বললেন কাঞ্চন মল্লিক

আরও পড়ুন: Fake Covid Vaccination : অসুস্থ মিমি, মামলা করলেন লাভলি

সতীর্থের অসুস্থতা নিয়ে কাঞ্চন মল্লিকের মন্তব্য, "মিমির শরীর খারাপ হয়েছে এই তথ্য আমার কাছে আছে ৷ তবে জাল ভ্যাকসিন নিয়েই শরীর খারাপ হয়েছে কিনা তা জানা নেই ৷

কলকাতা, 26 জুন: ভিনরাজ্যেও ভুয়ো টিকাকরণ হয়েছে ৷ মহারাষ্ট্রেই প্রায় দুই হাজার মানুষকে ভুয়ো টিকা দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ তবে, সেখানে খোদ সাংসদ ভুয়ো টিকাকরণের ফাঁদে পড়েছেন বলে জানা নেই ৷ যা ঘটতে দেখা গেছে কসবায় ভুয়ো আইএএস-এর ভুয়ো টিকাকরণ ক্যাম্পে ৷ ওই ক্যাম্পে টিকা নিয়েছিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ এবার সেই ঘটনায় মিমির সতীর্থ উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক টিকা নেওয়ার বিষয়ে দায়িত্ববোধে জোর দিলেন । তাঁর মতে সরকারি জায়গা থেকে ভ্যাকসিন নেওয়াই ভাল ৷

শনিবার উত্তরপাড়ায় দলের রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক ৷ সেখানেই মিমি চক্রবর্তীর ভুয়ো টিকা নিয়ে অসুস্থ হওয়ার বিষয়ে কাঞ্চন বলেন, "সচেতনভাবে ভ্যাকসিন নিতে হবে । আধার কার্ডের নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে । তারপর একটা মেসেজ আসে । একটা পদ্ধতি আছে । সরকারি স্বাস্থ্যকেন্দ্র, পৌরসভা থেকে যেভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেটাই মনে হয় ভাল । সচিত্র নথিবদ্ধকরণটা করিয়ে নিন ৷ সেটা খুব জরুরি "

কসবার ভুয়ো টিকাকরণ কাণ্ডে প্রশ্ন উঠেছে, সাংসদ হয়েও মিমি ভুয়ো আইএএস-এর টিকাকরণ ক্যাম্প গেলেন কিভাবে ৷ শুধু সাংসদই নন, তিনি একজন সেলিব্রিটি অভিনেত্রীও বটে ৷ ওই টিকা কেন্দ্রের উদ্বোধনও করেন ৷ নিজে টিকা নিয়ে অন্যদের টিকা নিতে উৎসাহ দেন ৷ যদিও পরে মিমিই থানায় অভিযোগ করেন ৷ সাম্প্রতিক খবর, অভিনেত্রী অসুস্থ হয়েছেন ৷

শুনুন কী বললেন কাঞ্চন মল্লিক

আরও পড়ুন: Fake Covid Vaccination : অসুস্থ মিমি, মামলা করলেন লাভলি

সতীর্থের অসুস্থতা নিয়ে কাঞ্চন মল্লিকের মন্তব্য, "মিমির শরীর খারাপ হয়েছে এই তথ্য আমার কাছে আছে ৷ তবে জাল ভ্যাকসিন নিয়েই শরীর খারাপ হয়েছে কিনা তা জানা নেই ৷

Last Updated : Jun 26, 2021, 9:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.