কলকাতা, 3 নভেম্বর : সেই সময় দেশে ইংরেজ শাসন । ব্রিটিশদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন এক ডাকাত । নাম মনোহর । ইংরেজ ও তৎকালীন সমাজে পরিচিত ছিলেন মনোহর ডাকাত নামে । সেই সময়ই শহরে তাঁর প্রতিষ্ঠা করা কালীমন্দির কালীভক্তদের কাছে বেশ বিখ্যাত ৷ সেই থেকে এই ডাকাত কালীবাড়িতে পুজো হয়ে আসছে আজও ৷ এই পুজোর মাহাত্ম্য রয়েছে একাধিক ৷
উত্তর কলকাতায় সেই সময় ত্রাস ছিলেন রঘু ডাকাত । আর দক্ষিণে ছিল মনোহর ডাকাতের ডেরা । নেশা ছিল, বাংলার অত্যাচারী জমিদারদের সম্পত্তি লুঠ করা । আর কালী পুজো করা । সেকালের বাংলার নাম করা জমিদারেরা মনোহরের নামে কাঁপতেন । ডাকাতি করতে যাওয়ার আগে দক্ষিণ কলকাতার এই বাড়িতে বসেই চলত কালী সাধনা । পরে রক্ত দিয়ে চিঠি লিখে কবে, কখন ডাকাতি হবে তা আগাম জমিদারের বাড়িতে চিঠি দিয়ে জানানো হত । সঙ্গে থাকত হুমকি, 'আটকাতে পাড়লে আটকে নে ।'
শুধুই যে বাংলার অত্যাচারী জমিদারের রাতের ঘুম কেড়েছিল মনোহর, তা নয় । রাতের ঘুম গিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও । তাঁকে জব্দ করতে সুদূর ইংল্যান্ড থেকে বিশেষ তদন্তকারীদের দল আনা হয়েছিল ৷ তবে তা নিয়ে এসেও কোনও লাভ হয়নি ৷ মনোহর ছিলেন নিজের মেজাজেই ।
কলকাতার যেখানে তিনি এই কালী মন্দিরটি করেছিলেন, তারও একটি ইতিহাস রয়েছে । দক্ষিণ কলকাতার মনোহর পুকুর রোডে সেই সময় ছিল জঙ্গলে ভরা । সেখানেই ছিল মনোহরের বাস । সেখানে একটি কুয়ো থেকে মনোহর পেয়েছিল একটি কালীমূর্তি । তাই মন্দিরে বসিয়ে পুজো শুরু হয় ৷ মনোহর ডাকাতের প্রতিষ্ঠা করা কালীবাড়িতে প্রতিবছর নিয়ম মেনে পুজো হয়ে আসছে আজও ৷ ভিড় জমান ভক্তরাও ৷
আরও পড়ুন : North Dinajpur Kali Puja : হাটপাড়ার টেরাকোটার প্রদীপ পাড়ি দিচ্ছে বিহার থেকে ব্রিটেনে