ETV Bharat / city

মমতা রায়গঞ্জে প্রতিনিধি পাঠানোর সময় পান না, কর্নাটকে পাঠান : কৈলাস

author img

By

Published : Dec 29, 2019, 10:43 PM IST

কৈলাস বিজয়বর্গীয় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা আজ কর্নাটকে পুলিশের গুলিতে যারা মারা গেছে, তাদের সাহায্য করতে যান ৷ কিন্তু মুখ্যমন্ত্রী রায়গঞ্জে নিজের প্রতিনিধি পাঠানোর সময় পান না ৷ জাতীয় স্তরের নেতা হাওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । লজ্জা পাওয়া উচিত ওঁর ৷ "

Kailash Vijayvargiya attacks opposition leaders
কৈলাস বিজয়বর্গীয়

বিধাননগর, 29 ডিসেম্বর : ঝাড়খণ্ডের 11 তম মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথগ্রহণ করেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন ৷ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী রাজনৈতিক দলের একাধিক নেতানেত্রী ৷ ছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ এ প্রসঙ্গে আজ BJP-র কেন্দ্রীয় কমিটির সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় কটাক্ষ করে বলেন, "লোকসভা নির্বাচনে হারের কষ্ট কম করার সুযোগ পেয়েছেন বিরোধীরা ৷ "

আজ কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৈলাস বলেন, "দেশে বিরোধীরা যে অরাজকতা চালাচ্ছে, মানুষ তাদের ক্ষমা করবে না । মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা আজ কর্নাটকে পুলিশের গুলিতে যারা মারা গেছে, তাদের সাহায্য করতে যান ৷ কিন্তু আমি ওঁকে প্রশ্ন করতে চাই যে, রাজ্যে একশোর বেশি ভারতীয় জনতা পার্টির কর্মীদের হত্যা করা হয়েছে । রায়গঞ্জে পুলিশের গুলিতে দুই ছাত্রকে এই কারণে মারা হয়েছে যে, তারা সংস্কৃত বিষয়ের জন্য শিক্ষকের দাবি করছিল কিন্তু আপনারা উর্দু শিক্ষক পাঠিয়েছিলেন ৷ আজ পর্যন্ত বিচার পাইনি বলে তাদের মুখাগ্নি করতে পারেনি পরিবার । মুখ্যমন্ত্রী রায়গঞ্জে নিজের প্রতিনিধি পাঠানোর সময় পান না ৷ উনি কর্নাটকে প্রতিনিধি পাঠিয়েছেন ৷ জাতীয় স্তরের নেতা হাওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । লজ্জা পাওয়া উচিত ওঁর ৷ "

অন্যদিকে, প্রিয়াঙ্কা গান্ধিকে উত্তর প্রদেশের পুলিশের হেনস্থা করার প্রসঙ্গে কৈলাস বলেন, " উনি নাটক করছেন । পুরো ভিডিয়োটা দেখে নিন আপনারা । কোনও পুলিশকর্মী এমন কোনও কাজ করেনি যাতে প্রিয়াঙ্কা গান্ধির অপমান হয় । পুলিশ শুধুমাত্র জিজ্ঞেস করতে গিয়েছিল কোন দিকে আপনারা যাবেন । আর তাতেই পুলিশকে বদনাম করা হচ্ছে এই ভাবে । "

বিধাননগর, 29 ডিসেম্বর : ঝাড়খণ্ডের 11 তম মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথগ্রহণ করেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন ৷ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী রাজনৈতিক দলের একাধিক নেতানেত্রী ৷ ছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ এ প্রসঙ্গে আজ BJP-র কেন্দ্রীয় কমিটির সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় কটাক্ষ করে বলেন, "লোকসভা নির্বাচনে হারের কষ্ট কম করার সুযোগ পেয়েছেন বিরোধীরা ৷ "

আজ কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৈলাস বলেন, "দেশে বিরোধীরা যে অরাজকতা চালাচ্ছে, মানুষ তাদের ক্ষমা করবে না । মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা আজ কর্নাটকে পুলিশের গুলিতে যারা মারা গেছে, তাদের সাহায্য করতে যান ৷ কিন্তু আমি ওঁকে প্রশ্ন করতে চাই যে, রাজ্যে একশোর বেশি ভারতীয় জনতা পার্টির কর্মীদের হত্যা করা হয়েছে । রায়গঞ্জে পুলিশের গুলিতে দুই ছাত্রকে এই কারণে মারা হয়েছে যে, তারা সংস্কৃত বিষয়ের জন্য শিক্ষকের দাবি করছিল কিন্তু আপনারা উর্দু শিক্ষক পাঠিয়েছিলেন ৷ আজ পর্যন্ত বিচার পাইনি বলে তাদের মুখাগ্নি করতে পারেনি পরিবার । মুখ্যমন্ত্রী রায়গঞ্জে নিজের প্রতিনিধি পাঠানোর সময় পান না ৷ উনি কর্নাটকে প্রতিনিধি পাঠিয়েছেন ৷ জাতীয় স্তরের নেতা হাওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । লজ্জা পাওয়া উচিত ওঁর ৷ "

অন্যদিকে, প্রিয়াঙ্কা গান্ধিকে উত্তর প্রদেশের পুলিশের হেনস্থা করার প্রসঙ্গে কৈলাস বলেন, " উনি নাটক করছেন । পুরো ভিডিয়োটা দেখে নিন আপনারা । কোনও পুলিশকর্মী এমন কোনও কাজ করেনি যাতে প্রিয়াঙ্কা গান্ধির অপমান হয় । পুলিশ শুধুমাত্র জিজ্ঞেস করতে গিয়েছিল কোন দিকে আপনারা যাবেন । আর তাতেই পুলিশকে বদনাম করা হচ্ছে এই ভাবে । "

Intro: বিধাননগর, ২৯ ডিসেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে পাওয়া ব্যাথায় মলম লাগাতে ঝাড়খণ্ড গিয়েছেন। তৃণমূল নেত্রীকে এভাবেই রবিবার দিল্লী যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে কটাক্ষ করলেন বিজেপি নেতা কৈলাশ বিজয় বর্গীয়। এপ্রসঙ্গে তিনি বযেন, "লোকসভায় হেরে যে কষ্ট পেয়েছিলেন মমতা জি। সেই কষ্টে মলম লাগানোর সুযোগ তিনি পেয়েছেন। তাই তিনি ঝাড়খণ্ড গিয়েছেন।

Body:কলকাতা বিমানবন্দরে কৈলাশ বিজয় বর্গীয় দেশে অশান্তির বাতাবরণ প্রসঙ্গে বিরোধীদের দিকে নিশানা করে বলেন, দেশে বিরোধীরা যে অরাজগতা চালাচ্ছে ,মানুষ তাদেরকে ক্ষমা করবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ে এখন কর্নাটকে পুলিশের গুলিতে যারা মারা গিয়েছে তাদের সাহায্য করতে প্রতিনিধিদল পাঠিয়েছেন। কিন্তু ওনার রাজ্যে একশোর বেশি ভারতীয় জনতা পার্টির কর্মীদের হত্যা করা হয়েছে। রায়গঞ্জে দুজন বাচ্চা মারা গিয়েছে। তারা বিচার পাইনি বলে এখনো পর্যন্ত মুখাগ্নি করতে পারেনি।মুখ্যমন্ত্রী নিজের প্রতিনিধিকে রায়গঞ্জ পাঠাতে পারেননি। কিন্তু কর্নাটকে পাঠিয়েছেন জাতীয় স্তরের নেতা হাওয়ার চেষ্টায়।'

Conclusion:প্রিয়াঙ্কা গান্ধীকে পুলিশের হেনস্থার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "উনি নাটক করছেন। পুরো ভিডিওটা দেখে নিন আপনারা। কোন পুলিশ কর্মী এমন কোনো কাজ করেনি যাতে প্রিয়াঙ্কা গান্ধীর অপমান হোক। পুলিশ শুধুমাত্র জিজ্ঞেস করতে গিয়েছিল কোন দিকে আপনারা যাবেন। আর তাতেই পুলিশকে বদনাম করা হচ্ছে এই ভাবে"।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.