ETV Bharat / city

Calcutta High Court: ফের কলকাতা হাইকোর্টের এজলাসে বিচারপতি জয়মাল্য বাগচি - CJI

আইনজীবী এবং বিচারপতি, দুই ভূমিকাতেই জনপ্রিয়তা কুড়িয়েছিলেন বিচারপতি বাগচি ৷ 2011 সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন তিনি ৷ গত বছর পর্যন্ত সেই দায়িত্ব সামলেছেন ৷ নারদ মামলার মতো গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়েছে তাঁর এজলাসে ৷ তবে আইনজীবী হিসেবে আরও জনপ্রিয় ছিলেন বিচারপতি বাগচি ৷

Justice Joymalya Bagchi returns to Calcutta High Court one year after transfer to andhra pradesh
হাই কোর্টে প্রত্যাবর্তন বিচারপতি জয়মাল্য বাগচির
author img

By

Published : Oct 25, 2021, 7:10 PM IST

কলকাতা, 25 অক্টোবর: কলকাতা হাইকোর্টে প্রত্যাবর্তন ঘটছে বিচারপতি জয়মাল্য বাগচির । গত বছরের শেষ দিকে অন্ধ্রপ্রদেশে বদলি করা হয়েছিল তাঁকে । কিন্তু সোমবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, অবিলম্বে তাঁকে কলকাতা হাইকোর্টে বিচারপতির দায়িত্ব গ্রহণ করতে হবে ।

কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবেই ফিরছেন বিচারপতি জয়মাল্য বাগচি । গত ১৬ সেপ্টেম্বর তাঁকে কলকাতা হাইকোর্টে বদলি করার সুপারিশ করে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। তা মেনে নিয়ে এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্র ।

আরও পড়ুন: R G Kar Agitation : হাইকোর্টের নির্দেশে 29 অক্টোবর আর জি করে আন্দোলনকারী-স্বাস্থ্যসচিব বৈঠক

আইনজীবী এবং বিচারপতি, দুই ভূমিকাতেই জনপ্রিয়তা কুড়িয়েছিলেন বিচারপতি বাগচি ৷ 2011 সালে কলকাতা হাইকোর্টের বিচারপিত নিযুক্ত হন তিনি ৷ গত বছর পর্যন্ত সেই দায়িত্ব সামলেছেন ৷ নারদ মামলার মতো গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়েছে তাঁর এজলাসে ৷ তবে আইনজীবী হিসেবে আরও জনপ্রিয় ছিলেন বিচারপতি বাগচি ৷

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশ করে একাধিক গুরুত্বপূর্ণ ফৌজদারি এবং জনস্বার্থ মামলা লড়েছেন তিনি ৷ এর মধ্যে উল্লেখযোগ্য হল, তসলিমা নাসরিনের ‘দ্বিখণ্ডিত’ বইটিকে নিষিদ্ধ করার বিরুদ্ধে তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে তাঁর আইনি লড়াই ৷ শোনা যায়, আইনজীবী থাকাকালীন 2 টাকাতেও গরিব মানুষের হয়ে মামলা লড়ে দিতেন তিনি ৷ বিচারপতি হিসেবে তাঁর প্রত্যাবর্তেন খুশির হাওয়া হাইকোর্টের আইনজীবীদের মধ্যে ৷

আরও পড়ুন: Abhishek-Suvendu : হিন্দুদের কষ্ট ভাঙিয়ে রাজনীতি করতে চায় বিজেপি, অভিষেকের নিশানায় শুভেন্দু

অন্য দিকে, সোমবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি তিরুনেলভেলি সুবাইয়া শিবগনানম (Tirunelveli Subbiah Sivagnanam) । এদিন হাইকোর্টের 1 নম্বর কক্ষে বিচারপতি শিবগনানমকে শপথবাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ৷ মাদ্রাজ কলেজ থেকে বিএল ডিগ্রি অর্জনের পর দীর্ঘদিন কর সংক্রান্ত মামলায় আইনজীবী হিসেবে কাজ করেছেন বিচারপতি শিবগনানম ৷ 2009 সালে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন তিনি ৷

বিচারপতি বাগচি এবং বিচারপতি শিবগনানমের নিযুক্তিতে কলকাতা হাইকোর্টে দু’জন বিচারপতির সংখ্যা বাড়ল ৷ প্রধান বিচারপতিকে নিয়ে এত দিন হাইকোর্টে মোট কর্মরত বিচারপতির সংখ্যা ছিল 35 ৷ বিচারপতি বাগচি এবং বিচারপতি শিবগনানমের নিযুক্তিতে তা বেড়ে হল 37 ৷ স্থায়ী ৫৪ জন এবং অতিরিক্ত ১৮ জন বিচারপতি মিলিয়ে কলকাতা হাইকোর্টে ৭২ জন বিচারপতি নিয়োগের অনুমোদন রয়েছে ।

কলকাতা, 25 অক্টোবর: কলকাতা হাইকোর্টে প্রত্যাবর্তন ঘটছে বিচারপতি জয়মাল্য বাগচির । গত বছরের শেষ দিকে অন্ধ্রপ্রদেশে বদলি করা হয়েছিল তাঁকে । কিন্তু সোমবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, অবিলম্বে তাঁকে কলকাতা হাইকোর্টে বিচারপতির দায়িত্ব গ্রহণ করতে হবে ।

কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবেই ফিরছেন বিচারপতি জয়মাল্য বাগচি । গত ১৬ সেপ্টেম্বর তাঁকে কলকাতা হাইকোর্টে বদলি করার সুপারিশ করে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। তা মেনে নিয়ে এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্র ।

আরও পড়ুন: R G Kar Agitation : হাইকোর্টের নির্দেশে 29 অক্টোবর আর জি করে আন্দোলনকারী-স্বাস্থ্যসচিব বৈঠক

আইনজীবী এবং বিচারপতি, দুই ভূমিকাতেই জনপ্রিয়তা কুড়িয়েছিলেন বিচারপতি বাগচি ৷ 2011 সালে কলকাতা হাইকোর্টের বিচারপিত নিযুক্ত হন তিনি ৷ গত বছর পর্যন্ত সেই দায়িত্ব সামলেছেন ৷ নারদ মামলার মতো গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়েছে তাঁর এজলাসে ৷ তবে আইনজীবী হিসেবে আরও জনপ্রিয় ছিলেন বিচারপতি বাগচি ৷

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশ করে একাধিক গুরুত্বপূর্ণ ফৌজদারি এবং জনস্বার্থ মামলা লড়েছেন তিনি ৷ এর মধ্যে উল্লেখযোগ্য হল, তসলিমা নাসরিনের ‘দ্বিখণ্ডিত’ বইটিকে নিষিদ্ধ করার বিরুদ্ধে তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে তাঁর আইনি লড়াই ৷ শোনা যায়, আইনজীবী থাকাকালীন 2 টাকাতেও গরিব মানুষের হয়ে মামলা লড়ে দিতেন তিনি ৷ বিচারপতি হিসেবে তাঁর প্রত্যাবর্তেন খুশির হাওয়া হাইকোর্টের আইনজীবীদের মধ্যে ৷

আরও পড়ুন: Abhishek-Suvendu : হিন্দুদের কষ্ট ভাঙিয়ে রাজনীতি করতে চায় বিজেপি, অভিষেকের নিশানায় শুভেন্দু

অন্য দিকে, সোমবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি তিরুনেলভেলি সুবাইয়া শিবগনানম (Tirunelveli Subbiah Sivagnanam) । এদিন হাইকোর্টের 1 নম্বর কক্ষে বিচারপতি শিবগনানমকে শপথবাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ৷ মাদ্রাজ কলেজ থেকে বিএল ডিগ্রি অর্জনের পর দীর্ঘদিন কর সংক্রান্ত মামলায় আইনজীবী হিসেবে কাজ করেছেন বিচারপতি শিবগনানম ৷ 2009 সালে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন তিনি ৷

বিচারপতি বাগচি এবং বিচারপতি শিবগনানমের নিযুক্তিতে কলকাতা হাইকোর্টে দু’জন বিচারপতির সংখ্যা বাড়ল ৷ প্রধান বিচারপতিকে নিয়ে এত দিন হাইকোর্টে মোট কর্মরত বিচারপতির সংখ্যা ছিল 35 ৷ বিচারপতি বাগচি এবং বিচারপতি শিবগনানমের নিযুক্তিতে তা বেড়ে হল 37 ৷ স্থায়ী ৫৪ জন এবং অতিরিক্ত ১৮ জন বিচারপতি মিলিয়ে কলকাতা হাইকোর্টে ৭২ জন বিচারপতি নিয়োগের অনুমোদন রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.