ETV Bharat / city

HC Fines Bus Owner বেআইনি রুটে বাস চালানোয় মালিককে 2 লক্ষ টাকা জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের - বেআইনি রুট

ধর্মতলা-পুরুলিয়া বেআইনি রুটে বাস চালানোয় বাস মালিককে (HC Fines Bus Owner) 2 লক্ষ টাকা জরিমানা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)৷ 5 দিনের মধ্যে তা না দিলে, বাস মালিককে জেলে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি ৷

Justice Abhijit Gangopadhyay fines bus owner Rs 2 lakh for using illegal route
বেআইনি রুটে বাস চালানোয় মালিককে 2 লক্ষ টাকা জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
author img

By

Published : Sep 9, 2022, 5:45 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর: কলকাতার শেরিফকে ডেকে বাস মালিককে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। পরে ক্ষমা প্রার্থনার পর বাস মালিককে 2 লক্ষ টাকা জরিমানা করা হয় (HC Fines Bus Owner )। 5 দিনের মধ্যে জরিমানার অর্থ না দিতে পারলে তাঁকে জেল হেফাজতে যেতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।

ধর্মতলা বাস টার্মিনাসে নতুন করে কোনও বাসের পারমিট (Illegal route) দেওয়া হয় না । যাঁদের পুরনো পারমিট আছে, তাঁরাই একমাত্র ওই বাস টার্মিনাসে বাস চালাতে পারেন । কিন্তু সম্পূর্ণ বেআইনি ভাবে শিবনাথ বন্দ্যোপাধ্যায় নামে এক বাস মালিক ধর্মতলা-পুরুলিয়া রুটে বাস চালাচ্ছিলেন বলে অভিযোগ ওঠে । মামলাকারী আলপনা হালদার পুরনো পারমিটে দুটি বাস চালান । তাঁর আইনজীবী দুর্গা প্রসাদ দত্তের অভিযোগ, ধর্মতলায় বাসের পারমিট না থাকা সত্ত্বেও শিবনাথ বন্দ্যোপাধ্যায়ের WB 55A3636 ও WB55A3838 বাস দুটি ধর্মতলা রুটে চলাচল করে । রাজ্য পরিবহণ দফতরের পারমিট অনুযায়ী এই দুটি বাস রাতে করুণাময়ী থেকে পুরুলিয়ার ঝালদার মধ্যে চলাচল করবে । কিন্তু তারা নির্দিষ্ট রুটে না গিয়ে ধর্মতলার রুটটি ব্যবহার করে । বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বাস মালিক আলপনা হালদার । তাঁরও দুটি বাস রাতে ধর্মতলা থেকে পুরুলিয়ার মধ্যে যাতায়াত করে । পরিবহণ দফতরের নির্দিষ্ট রুট না মানার অভিযোগ নিয়ে তিনি আবেদন জানান কলকাতা হাইকোর্টে ।

2020 সালের 15 ডিসেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধর্মতলার রুটে চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেন । পরবর্তীকালে সেই নির্দেশ না মেনে শিবনাথ বন্দ্যোপাধ্যায়ের মালিকাধীন WB 55A3636 ও WB55A3838 দুটি বাস চলাচল করতে থাকে । রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে বেআইনি রুটে চলাচলের জন্য বারংবার জরিমানা করা হয় । তাতেও কোনও কাজ না হওয়ায় আদালত অবমাননার মামলা দায়ের করেন আলপনা হালদার ।

আরও পড়ুন: স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুম খুলে দেওয়ার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

বিগত শুনানির দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক বছরের জন্য WB 55A3636 ও WB55A3838 দুটি বাসের পারমিট বাতিলের নির্দেশিকা জারি করেন । পাশাপাশি শিবনাথ বন্দ্যোপাধ্যায়কে আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দেন । শুক্রবার শিবনাথ বন্দ্যোপাধ্যায় আদালতে হাজির হয়ে দাবি করেন, তিনি বাসটি সাধন বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বন্দ্যোপাধ্যায়কে চালানোর জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন । আবেদনকারীর আইনজীবী দুর্গাপ্রসাদ দত্তের দাবি, পরিবহণ আইন অনুযায়ী পারমিট কখনও হস্তান্তর করা যায় না ।

আদালতের নির্দেশ সত্ত্বেও নির্দিষ্ট রুটে বাস চালানোর জন্য আদালত অবমাননার কোপে পড়েন শিবনাথ বন্দ্যোপাধ্যায় । এ দিন ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে গ্রেফতারের জন্য শেরিফকে এজলাসে ডেকে পাঠান । এজলাসেই ভেঙে পড়েন শিবনাথ বন্দ্যোপাধ্যয় । শিবনাথের আইনজীবীর বারংবার অনুরোধের পর বিচারপতির নির্দেশ দেন, 5 দিনের মধ্যে শিবনাথকে 2 লক্ষ টাকা জমা করতে হবে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে । এই অর্থ জমা না করলে, পরবর্তী শুনানির দিন তাঁকে গ্রেফতার করার নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট । এই বিষয়ে মানসিক প্রস্তুতি নিয়ে আসার কথাও জানিয়ে দেন বিচারপতি । শিবনাথ এলাকা ছেড়ে যেতে পারবেন না ।

পাশাপাশি WB 55A3636 ও WB55A3838 দুটি বাসকে, কালকের মধ্যে বিধাননগর কমিশনারেট এবং পুরুলিয়ার পুলিশ সুপারকে হেফাজতে নিতে হবে ।মামলার পরবর্তী শুনানি 23 সেপ্টেম্বর ।

কলকাতা, 9 সেপ্টেম্বর: কলকাতার শেরিফকে ডেকে বাস মালিককে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। পরে ক্ষমা প্রার্থনার পর বাস মালিককে 2 লক্ষ টাকা জরিমানা করা হয় (HC Fines Bus Owner )। 5 দিনের মধ্যে জরিমানার অর্থ না দিতে পারলে তাঁকে জেল হেফাজতে যেতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।

ধর্মতলা বাস টার্মিনাসে নতুন করে কোনও বাসের পারমিট (Illegal route) দেওয়া হয় না । যাঁদের পুরনো পারমিট আছে, তাঁরাই একমাত্র ওই বাস টার্মিনাসে বাস চালাতে পারেন । কিন্তু সম্পূর্ণ বেআইনি ভাবে শিবনাথ বন্দ্যোপাধ্যায় নামে এক বাস মালিক ধর্মতলা-পুরুলিয়া রুটে বাস চালাচ্ছিলেন বলে অভিযোগ ওঠে । মামলাকারী আলপনা হালদার পুরনো পারমিটে দুটি বাস চালান । তাঁর আইনজীবী দুর্গা প্রসাদ দত্তের অভিযোগ, ধর্মতলায় বাসের পারমিট না থাকা সত্ত্বেও শিবনাথ বন্দ্যোপাধ্যায়ের WB 55A3636 ও WB55A3838 বাস দুটি ধর্মতলা রুটে চলাচল করে । রাজ্য পরিবহণ দফতরের পারমিট অনুযায়ী এই দুটি বাস রাতে করুণাময়ী থেকে পুরুলিয়ার ঝালদার মধ্যে চলাচল করবে । কিন্তু তারা নির্দিষ্ট রুটে না গিয়ে ধর্মতলার রুটটি ব্যবহার করে । বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বাস মালিক আলপনা হালদার । তাঁরও দুটি বাস রাতে ধর্মতলা থেকে পুরুলিয়ার মধ্যে যাতায়াত করে । পরিবহণ দফতরের নির্দিষ্ট রুট না মানার অভিযোগ নিয়ে তিনি আবেদন জানান কলকাতা হাইকোর্টে ।

2020 সালের 15 ডিসেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধর্মতলার রুটে চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেন । পরবর্তীকালে সেই নির্দেশ না মেনে শিবনাথ বন্দ্যোপাধ্যায়ের মালিকাধীন WB 55A3636 ও WB55A3838 দুটি বাস চলাচল করতে থাকে । রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে বেআইনি রুটে চলাচলের জন্য বারংবার জরিমানা করা হয় । তাতেও কোনও কাজ না হওয়ায় আদালত অবমাননার মামলা দায়ের করেন আলপনা হালদার ।

আরও পড়ুন: স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুম খুলে দেওয়ার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

বিগত শুনানির দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক বছরের জন্য WB 55A3636 ও WB55A3838 দুটি বাসের পারমিট বাতিলের নির্দেশিকা জারি করেন । পাশাপাশি শিবনাথ বন্দ্যোপাধ্যায়কে আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দেন । শুক্রবার শিবনাথ বন্দ্যোপাধ্যায় আদালতে হাজির হয়ে দাবি করেন, তিনি বাসটি সাধন বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বন্দ্যোপাধ্যায়কে চালানোর জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন । আবেদনকারীর আইনজীবী দুর্গাপ্রসাদ দত্তের দাবি, পরিবহণ আইন অনুযায়ী পারমিট কখনও হস্তান্তর করা যায় না ।

আদালতের নির্দেশ সত্ত্বেও নির্দিষ্ট রুটে বাস চালানোর জন্য আদালত অবমাননার কোপে পড়েন শিবনাথ বন্দ্যোপাধ্যায় । এ দিন ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে গ্রেফতারের জন্য শেরিফকে এজলাসে ডেকে পাঠান । এজলাসেই ভেঙে পড়েন শিবনাথ বন্দ্যোপাধ্যয় । শিবনাথের আইনজীবীর বারংবার অনুরোধের পর বিচারপতির নির্দেশ দেন, 5 দিনের মধ্যে শিবনাথকে 2 লক্ষ টাকা জমা করতে হবে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে । এই অর্থ জমা না করলে, পরবর্তী শুনানির দিন তাঁকে গ্রেফতার করার নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট । এই বিষয়ে মানসিক প্রস্তুতি নিয়ে আসার কথাও জানিয়ে দেন বিচারপতি । শিবনাথ এলাকা ছেড়ে যেতে পারবেন না ।

পাশাপাশি WB 55A3636 ও WB55A3838 দুটি বাসকে, কালকের মধ্যে বিধাননগর কমিশনারেট এবং পুরুলিয়ার পুলিশ সুপারকে হেফাজতে নিতে হবে ।মামলার পরবর্তী শুনানি 23 সেপ্টেম্বর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.