ETV Bharat / city

এবার সংগঠন গড়ে অনির্দিষ্টকালের আন্দোলনে জুনিয়র ডাক্তাররা

author img

By

Published : Jul 3, 2020, 2:40 AM IST

কোরোনা রোগীদের সঙ্গে অন্য রোগীদেরও চিকিৎসা পরিষেবা চালু সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দিল রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন।

junior doctors movement
জুনিয়র ডাক্তারদের আন্দোলন

কলকাতা, 2 জুলাই: দাবি পূরণের লক্ষ্যে ও আন্দোলনকে জোরদার করতে এবার রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন গড়লেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা । দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দিলেন তাঁরা । কোরোনা রোগীদের সঙ্গে সঙ্গে অন্য রোগীদের চিকিৎসা পরিষেবা চালু ও মেডিকেল পড়ুয়া জুনিয়র ডাক্তারদের পঠন-পাঠন তথা প্রশিক্ষণ শুরুর দাবিতে বুধবার থেকে আন্দোলন শুরু হয়েছে ।

বুধবারই আন্দোলনরত জুনিয়র ডাক্তার ও মেডিকেল পড়ুয়ারা জানিয়েছিলেন, বৃহস্পতি ও শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6 টা পর্যন্ত অবস্থান-বিক্ষোভ চলবে । এর মধ্যে দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলনের পথে যাবেন তাঁরা । সেই মতো বৃহস্পতিবার সকালে ফের অবস্থান বিক্ষোভে বসেন । এরপর আন্দোলনের পরবর্তী রূপরেখা তৈরিতে বৈঠক করেন তাঁরা । বৃহস্পতিবার বিকেলে তাঁরা সিদ্ধান্ত নেন, আজ থেকেই অনির্দিষ্টকালের আন্দোলন শুরু হবে । শুধুমাত্র লাগাতার আন্দোলনের সিদ্ধান্ত নেওয়াই নয়, দাবি পূরণের লক্ষ্যে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তাররা তৈরি করলেন রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন । আপাতত এই সংগঠনের অধীনে আন্দোলন চলবে । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তার ও মেডিকেল পড়ুয়ারা কেন এই আন্দোলনে শামিল হলেন, তাঁদের দাবি কী, এই বিষয়ে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে একটি খোলা চিঠিও দেওয়া হবে । রোগীদের জন্যও আন্দোলনকারীরা বার্তা দিতে চান ।

আন্দোলনকারীদের তরফে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তার দেবাশিস হালদার বলেন, "দাবি পূরণের জন্য আমাদের আন্দোলনকে জোরদার করতে আমরা রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন গঠন করেছি । আজ, বৃহস্পতিবার থেকেই অনির্দিষ্টকালের জন্য শুরু হয়েছে আমাদের আন্দোলন ।"

এদিকে বৃহস্পতিবার এরাজ‍্যের সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম, চিকিৎসকদের একটি সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার এবং জুনিয়র ডক্টরস ইউনিটি যৌথভাবে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে স্মারকলিপি দেয় ৷

কলকাতা, 2 জুলাই: দাবি পূরণের লক্ষ্যে ও আন্দোলনকে জোরদার করতে এবার রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন গড়লেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা । দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দিলেন তাঁরা । কোরোনা রোগীদের সঙ্গে সঙ্গে অন্য রোগীদের চিকিৎসা পরিষেবা চালু ও মেডিকেল পড়ুয়া জুনিয়র ডাক্তারদের পঠন-পাঠন তথা প্রশিক্ষণ শুরুর দাবিতে বুধবার থেকে আন্দোলন শুরু হয়েছে ।

বুধবারই আন্দোলনরত জুনিয়র ডাক্তার ও মেডিকেল পড়ুয়ারা জানিয়েছিলেন, বৃহস্পতি ও শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6 টা পর্যন্ত অবস্থান-বিক্ষোভ চলবে । এর মধ্যে দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলনের পথে যাবেন তাঁরা । সেই মতো বৃহস্পতিবার সকালে ফের অবস্থান বিক্ষোভে বসেন । এরপর আন্দোলনের পরবর্তী রূপরেখা তৈরিতে বৈঠক করেন তাঁরা । বৃহস্পতিবার বিকেলে তাঁরা সিদ্ধান্ত নেন, আজ থেকেই অনির্দিষ্টকালের আন্দোলন শুরু হবে । শুধুমাত্র লাগাতার আন্দোলনের সিদ্ধান্ত নেওয়াই নয়, দাবি পূরণের লক্ষ্যে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তাররা তৈরি করলেন রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন । আপাতত এই সংগঠনের অধীনে আন্দোলন চলবে । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তার ও মেডিকেল পড়ুয়ারা কেন এই আন্দোলনে শামিল হলেন, তাঁদের দাবি কী, এই বিষয়ে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে একটি খোলা চিঠিও দেওয়া হবে । রোগীদের জন্যও আন্দোলনকারীরা বার্তা দিতে চান ।

আন্দোলনকারীদের তরফে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তার দেবাশিস হালদার বলেন, "দাবি পূরণের জন্য আমাদের আন্দোলনকে জোরদার করতে আমরা রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন গঠন করেছি । আজ, বৃহস্পতিবার থেকেই অনির্দিষ্টকালের জন্য শুরু হয়েছে আমাদের আন্দোলন ।"

এদিকে বৃহস্পতিবার এরাজ‍্যের সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম, চিকিৎসকদের একটি সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার এবং জুনিয়র ডক্টরস ইউনিটি যৌথভাবে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে স্মারকলিপি দেয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.