ETV Bharat / city

হামলার প্রতিবাদে যাদবপুরের পড়ুয়াদের মিছিল

author img

By

Published : Jan 6, 2020, 1:55 AM IST

Updated : Jan 6, 2020, 2:35 AM IST

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ মিছিল ৷ মিছিল থেকে BJP এবং RSS-এর ছাত্র সংগঠন ABVP-র বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় ৷ পোড়ানো হয় BJP-র পতাকাও ৷

JU students protest against JNU violence
প্রতিবাদ মিছিল যাদবপুরে

কলকাতা, 6 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রবিবার সন্ধ্যায় দুষ্কৃতীদের তাণ্ডবের প্রতিবাদে মিছিল করল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা । রবিবার রাত 10টা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট থেকে মিছিলটি বের হয় । মিছিলে বিশ্ববিদ্যালয়ের অনেক প্রাক্তন পড়ুয়াও যোগ দেন ।

মিছিল থেকে BJP এবং RSS-এর ছাত্র সংগঠন ABVP-র বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় ৷ এছাড়া BJP-র পতাকা পোড়ানো হয় ৷ পাশাপাশি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানানো হয় ৷

প্রতিবাদ মিছিল যাদবপুরে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি সেখানকার শিক্ষক সংগঠন JUTA ঘটনার তীব্র নিন্দা করেছে ৷ JUTA-র সম্পাদক পার্থপ্রতিম রায় বলেছেন, "এই ঘটনায় আমরা হতবাক ও আতঙ্কিত ৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, অবিলম্বে সেখানে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হোক ৷ এই রক্তপাত ও হিংসা বন্ধ করতে ব্যবস্থা নিক কেন্দ্র ও দিল্লি সরকার ৷ বিভিন্ন সূত্র থেকে যা জানতে পেরেছি তাতে মনে হচ্ছে দুষ্কৃতীরা বিশেষ একটি রাজনৌতিক দলের অনুগত ৷ যদি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা নিরাপদ না থাকেন, তাহলে আমরা কী করে দাবি করব যে এক সভ্য সমাজে বাস করছি ? সমাজের সর্বস্তরের মানুষের কাছে আবেদন করছি এই ঘটনার প্রতিবাদে সরব হন । "

JU students protest against JNU violence
পোড়ানো হয় BJP-র পতাকা

কলকাতা, 6 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রবিবার সন্ধ্যায় দুষ্কৃতীদের তাণ্ডবের প্রতিবাদে মিছিল করল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা । রবিবার রাত 10টা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট থেকে মিছিলটি বের হয় । মিছিলে বিশ্ববিদ্যালয়ের অনেক প্রাক্তন পড়ুয়াও যোগ দেন ।

মিছিল থেকে BJP এবং RSS-এর ছাত্র সংগঠন ABVP-র বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় ৷ এছাড়া BJP-র পতাকা পোড়ানো হয় ৷ পাশাপাশি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানানো হয় ৷

প্রতিবাদ মিছিল যাদবপুরে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি সেখানকার শিক্ষক সংগঠন JUTA ঘটনার তীব্র নিন্দা করেছে ৷ JUTA-র সম্পাদক পার্থপ্রতিম রায় বলেছেন, "এই ঘটনায় আমরা হতবাক ও আতঙ্কিত ৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, অবিলম্বে সেখানে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হোক ৷ এই রক্তপাত ও হিংসা বন্ধ করতে ব্যবস্থা নিক কেন্দ্র ও দিল্লি সরকার ৷ বিভিন্ন সূত্র থেকে যা জানতে পেরেছি তাতে মনে হচ্ছে দুষ্কৃতীরা বিশেষ একটি রাজনৌতিক দলের অনুগত ৷ যদি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা নিরাপদ না থাকেন, তাহলে আমরা কী করে দাবি করব যে এক সভ্য সমাজে বাস করছি ? সমাজের সর্বস্তরের মানুষের কাছে আবেদন করছি এই ঘটনার প্রতিবাদে সরব হন । "

JU students protest against JNU violence
পোড়ানো হয় BJP-র পতাকা
Intro:মুখোশ পরে হামলা জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র ছাত্রীদের ওপর। অভিযোগের তির এবিভিপির দিকে। অভিযোগ, এদিন সন্ধ্যায় লাঠিও উইকেট দিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে বেধড়ক মারধর শুরু করে কয়েকজন বহিরাগত। গুরুতর আহত হয় এবং মাথা ফেটে যায় ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের। এছাড়াও আহত হয়েছেন বহু ছাত্র-ছাত্রী। যদিও ঘটনার দায় অস্বীকার করেছে এবিভিপি।


Body:আগামীকাল এই ঘটনার প্রতিবাদে শহরে ও বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বামপন্থী ছাত্র সংগঠন গুলি। জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি আজ জানিয়েছেন, উগ্র হিন্দুত্ববাদ শিক্ষা প্রতিষ্ঠানকে রক্তাক্ত করলো। দেশের ভবিষ্যতের উপরে আক্রমণ চালিয়েছে কিছু উগ্র মানুষ। দিল্লির পুলিশ প্রশাসনের উচিত অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের।
অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর এবং সমগ্র ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। দিল্লির প্রশাসনকে কাজে লাগিয়ে এবিভিপির পক্ষ থেকে ছাত্র সংসদ এবং শিক্ষকদের ওপর আক্রমণ চালিয়েছে। সমগ্র ঘটনাকে ধিক্কার জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে আগামীকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও বিক্ষোভ দেখাবেন বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যে।


Conclusion:
Last Updated : Jan 6, 2020, 2:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.