ETV Bharat / city

BJP DURGA PUJA : ষষ্ঠীতে বিজেপি'র দুর্গাপুজোর সূচনা, ভার্চুয়ালি উদ্বোধন করতে পারেন নাড্ডা - jp nadda

সূত্রের খবর, আগের বছর বিজেপি'র পুজোতে প্রায় 2 কোটি টাকা খরচ হয়েছিল ।

BJP DURGA PUJA
আজ বিজেপি'র পুজোর সূচনা, ভার্চুয়ালি উদ্বোধন করতে পারেন জেপি নাড্ডা
author img

By

Published : Oct 10, 2021, 10:57 PM IST

কলকাতা, 10 অক্টোবর : সল্টলেকের ইজেডসিসি'তে (EZCC) সোমবার, ষষ্ঠীর দিন রাজ্য বিজেপির দুর্গাপুজোর উদ্বোধন হবে। দিল্লি থেকে এই পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করার কথা বিজেপির সর্ব-ভারতীয় সভাপতি জেপি নাড্ডার।

এই পুজোর উদ্বোধন নিয়ে ইতিমধ্যেই জোর তৎপরতা শুরু হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। বিজেপি সূত্রে খবর, জেপি নাড্ডা এই পুজো উদ্বোধনের পর নিজের বক্তব্যও রাখবেন। সেই বক্তব্য মাইকে বিশেষ ভাবে শোনানোর ব্যবস্থা করা হবে। বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই জেপি নাড্ডাকে পুজোর উদ্বোধনের জন্য সময় চেয়ে ই-মেল পাঠানো হয়েছে।

আরও পড়ুন : Dilip Ghosh : মা দুর্গা দশভুজা, একমাত্র মুখ্যমন্ত্রীই বিশ হাতের মালিক; কটাক্ষ দিলীপের

পুজোর এই উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও ৷ সূত্রের খবর, দুর্গা পুজো করা নিয়ে বিজেপির অন্দরেই দ্বিমত তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ঠিক হয় দুর্গাপুজো হবে ৷ পুজো বন্ধ করলে রাজ্যের মানুষের কাছে ভুল বার্তা পৌঁছতে পারে এই আশঙ্কা থেকে ঠিক হয়, আগের বছরের মত ধুমধাম করে না হলেও এবার ছোট করে এই পুজো হবে।

সূত্রের খবর, আগের বছর বিজেপি'র পুজোতে প্রায় 2 কোটি টাকা খরচ হয়েছিল। কিন্তু 2021-এর রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি'র ভরাডুবির পর এবার বাজেটে অনেকটাই কাটছাঁট করা হয়।

কলকাতা, 10 অক্টোবর : সল্টলেকের ইজেডসিসি'তে (EZCC) সোমবার, ষষ্ঠীর দিন রাজ্য বিজেপির দুর্গাপুজোর উদ্বোধন হবে। দিল্লি থেকে এই পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করার কথা বিজেপির সর্ব-ভারতীয় সভাপতি জেপি নাড্ডার।

এই পুজোর উদ্বোধন নিয়ে ইতিমধ্যেই জোর তৎপরতা শুরু হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। বিজেপি সূত্রে খবর, জেপি নাড্ডা এই পুজো উদ্বোধনের পর নিজের বক্তব্যও রাখবেন। সেই বক্তব্য মাইকে বিশেষ ভাবে শোনানোর ব্যবস্থা করা হবে। বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই জেপি নাড্ডাকে পুজোর উদ্বোধনের জন্য সময় চেয়ে ই-মেল পাঠানো হয়েছে।

আরও পড়ুন : Dilip Ghosh : মা দুর্গা দশভুজা, একমাত্র মুখ্যমন্ত্রীই বিশ হাতের মালিক; কটাক্ষ দিলীপের

পুজোর এই উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও ৷ সূত্রের খবর, দুর্গা পুজো করা নিয়ে বিজেপির অন্দরেই দ্বিমত তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ঠিক হয় দুর্গাপুজো হবে ৷ পুজো বন্ধ করলে রাজ্যের মানুষের কাছে ভুল বার্তা পৌঁছতে পারে এই আশঙ্কা থেকে ঠিক হয়, আগের বছরের মত ধুমধাম করে না হলেও এবার ছোট করে এই পুজো হবে।

সূত্রের খবর, আগের বছর বিজেপি'র পুজোতে প্রায় 2 কোটি টাকা খরচ হয়েছিল। কিন্তু 2021-এর রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি'র ভরাডুবির পর এবার বাজেটে অনেকটাই কাটছাঁট করা হয়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.