ETV Bharat / city

Jnaneswari Express fraud case : সঠিক বয়স জানতে অমৃতাভর ওসিফিকেশন টেস্ট করাল সিবিআই - প্রতারণা

জ্ঞানেশ্বরী প্রতারণা কাণ্ডে মূল অভিযুক্ত অমৃতাভ চৌধুরীর সঠিক বয়স জানতে চায় সিবিআই ৷ বৃহস্পতিবার তাঁর ওসিফিকেশন টেস্ট করান কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ করানো হয়েছে ডিএনএ পরীক্ষাও ৷ দু’টি পরীক্ষার রিপোর্টই পাঠানো হতে পারে দিল্লিতে, সংস্থার সদর দফতরে ৷

Jnaneswari Express fraud case : CBI conducts ossification test of Amritava Chowdhury to determine his correct age
Jnaneswari Express fraud case : সঠিক বয়স জানতে অমৃতাভর ওসিফিকেশন টেস্ট করাল সিবিআই
author img

By

Published : Jun 25, 2021, 3:08 PM IST

কলকাতা, 25 জুন : জ্ঞানেশ্বরী প্রতারণা কাণ্ডে অমৃতাভ চৌধুরীর (Amritava Chowdhury) বয়স জানার জন্য তাঁর ওসিফিকেশন টেস্ট (Ossification Test) করাল সিবিআই ৷ বৃহস্পতিবার কলকাতার এসএসকেএম হাসপাতালে তাঁকে নিয়ে গিয়ে এই পরীক্ষা করানো হয় ৷ এছাড়া, ইতিমধ্য়েই অমৃতাভর ডিএনএ পরীক্ষা (DNA Test) করিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷

সূত্রের খবর, অমৃতাভর ডিএনএ পরীক্ষার রিপোর্ট তদন্তকারীদের হাতে চলে এসেছে ৷ প্রয়োজনে সেটি দিল্লিতে সংস্থার সদর দফতরে পাঠানো হতে পারে ৷ এমনকী, তদন্তের স্বার্থে অমৃতাভর ওসিফিকেশন টেস্টের রিপোর্টও দিল্লিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাতে পারেন কলকাতার দফতরের আধিকারিকরা ৷ তবে অমৃতাভর ডিএনএ পরীক্ষার ফলাফল নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি তাঁরা ৷

আরও পড়ুন : Jnaneswari accident : জ্ঞানেশ্বরী কাণ্ডে অমৃতাভ ও তাঁর বাবার ডিএনএ পরীক্ষা করবে সিবিআই

প্রসঙ্গত, 2010 সালের 28 মে রাত একটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের (বর্তমানে ঝাড়গ্রাম) সরডিহার কাছে লাইনচ্যুত হয় জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ৷ সরকারি হিসাব বলছে, ভয়াবহ সেই দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছিল 148 জনের ৷ মৃতদের তালিকায় নাম ছিল কলকাতার অমৃতাভ চৌধুরীরও ৷ পরবর্তীতে তাঁর মৃত্য়ুর ক্ষতিপূরণবাবদ চৌধুরী পরিবারকে চার লাখ টাকা দেওয়া হয় ৷ চাকরি পান তাঁর বোন ৷ কিন্তু সম্প্রতি সামনে আসে অন্য ঘটনা ৷ জানা যায়, সরকারের খাতায় ‘মৃত’ অমৃতাভ বহাল তবিয়তেই জীবিত রয়েছেন ৷ এরপরই প্রতারণার অভিযোগে অমৃতাভ ও তাঁর বাবা মিহিরকুমার চৌধুরীকে আটক করে সিবিআই ৷

তদন্তে জানা যায়, ভুয়ো ডিএনএ রিপোর্ট দাখিল করে নিজেকে ‘মৃত’ প্রমাণ করেছিলেন অমৃতাভ ৷ এরপরই তাঁর ডিএনএ পরীক্ষা করাতে উদ্যোগী হয় সিবিআই ৷ তাঁর বয়স ঠিক কত, তা জানতেই করানো হয় ওসিফিকেশন টেস্ট ৷ তার জন্য অমৃতাভর হাড়ের নমুনা সংগ্রহ করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে ৷ পাশাপাশি, ফোটো অ্য়ালবাম থেকে অমৃতাভর পুরোন ছবিও সংগ্রহ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ জ্ঞানেশ্বরী দুর্ঘটনার সময় তাঁর বয়স কত ছিল এবং তাঁকে দেখতেই বা কেমন ছিল, আপাতত সেসবই যাচাই করে দেখছেন সিবিআই আধিকারিকরা ৷

আরও পড়ুন : Jnaneswari fraud : মন্তেশ্বরের পৈতৃক ভিটেতে যাতায়াত ছিল জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় 'মৃত' অমৃতাভের

এদিকে, এই ঘটনায় রেলের কেউ জড়িত কিনা, সেই প্রশ্নও ইতিমধ্যেই উঠতে শুরু করেছে ৷ এমনকী, অমৃতাভ সিবিআইয়ের জালে আসার পর সংবাদমাধ্যমের ক্য়ামেরার সামনেই তাঁকে এ বিষয়ে মন্তব্য করতে শোনা গিয়েছে ৷ তাঁর স্পষ্ট ইঙ্গিত ছিল, রেলের কোনও উচ্চপদস্থ কর্তা বা আধিকারিকের সঙ্গে যোগসাজশ করেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি ৷ তাছাড়া, ভুয়ো ডিএনএ রিপোর্ট দেওয়া যাঁর- তাঁর কাজ হতে পারে না ৷ সেক্ষেত্রে সরকারি কোনও চিকিৎসক এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

কলকাতা, 25 জুন : জ্ঞানেশ্বরী প্রতারণা কাণ্ডে অমৃতাভ চৌধুরীর (Amritava Chowdhury) বয়স জানার জন্য তাঁর ওসিফিকেশন টেস্ট (Ossification Test) করাল সিবিআই ৷ বৃহস্পতিবার কলকাতার এসএসকেএম হাসপাতালে তাঁকে নিয়ে গিয়ে এই পরীক্ষা করানো হয় ৷ এছাড়া, ইতিমধ্য়েই অমৃতাভর ডিএনএ পরীক্ষা (DNA Test) করিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷

সূত্রের খবর, অমৃতাভর ডিএনএ পরীক্ষার রিপোর্ট তদন্তকারীদের হাতে চলে এসেছে ৷ প্রয়োজনে সেটি দিল্লিতে সংস্থার সদর দফতরে পাঠানো হতে পারে ৷ এমনকী, তদন্তের স্বার্থে অমৃতাভর ওসিফিকেশন টেস্টের রিপোর্টও দিল্লিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাতে পারেন কলকাতার দফতরের আধিকারিকরা ৷ তবে অমৃতাভর ডিএনএ পরীক্ষার ফলাফল নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি তাঁরা ৷

আরও পড়ুন : Jnaneswari accident : জ্ঞানেশ্বরী কাণ্ডে অমৃতাভ ও তাঁর বাবার ডিএনএ পরীক্ষা করবে সিবিআই

প্রসঙ্গত, 2010 সালের 28 মে রাত একটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের (বর্তমানে ঝাড়গ্রাম) সরডিহার কাছে লাইনচ্যুত হয় জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ৷ সরকারি হিসাব বলছে, ভয়াবহ সেই দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছিল 148 জনের ৷ মৃতদের তালিকায় নাম ছিল কলকাতার অমৃতাভ চৌধুরীরও ৷ পরবর্তীতে তাঁর মৃত্য়ুর ক্ষতিপূরণবাবদ চৌধুরী পরিবারকে চার লাখ টাকা দেওয়া হয় ৷ চাকরি পান তাঁর বোন ৷ কিন্তু সম্প্রতি সামনে আসে অন্য ঘটনা ৷ জানা যায়, সরকারের খাতায় ‘মৃত’ অমৃতাভ বহাল তবিয়তেই জীবিত রয়েছেন ৷ এরপরই প্রতারণার অভিযোগে অমৃতাভ ও তাঁর বাবা মিহিরকুমার চৌধুরীকে আটক করে সিবিআই ৷

তদন্তে জানা যায়, ভুয়ো ডিএনএ রিপোর্ট দাখিল করে নিজেকে ‘মৃত’ প্রমাণ করেছিলেন অমৃতাভ ৷ এরপরই তাঁর ডিএনএ পরীক্ষা করাতে উদ্যোগী হয় সিবিআই ৷ তাঁর বয়স ঠিক কত, তা জানতেই করানো হয় ওসিফিকেশন টেস্ট ৷ তার জন্য অমৃতাভর হাড়ের নমুনা সংগ্রহ করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে ৷ পাশাপাশি, ফোটো অ্য়ালবাম থেকে অমৃতাভর পুরোন ছবিও সংগ্রহ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ জ্ঞানেশ্বরী দুর্ঘটনার সময় তাঁর বয়স কত ছিল এবং তাঁকে দেখতেই বা কেমন ছিল, আপাতত সেসবই যাচাই করে দেখছেন সিবিআই আধিকারিকরা ৷

আরও পড়ুন : Jnaneswari fraud : মন্তেশ্বরের পৈতৃক ভিটেতে যাতায়াত ছিল জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় 'মৃত' অমৃতাভের

এদিকে, এই ঘটনায় রেলের কেউ জড়িত কিনা, সেই প্রশ্নও ইতিমধ্যেই উঠতে শুরু করেছে ৷ এমনকী, অমৃতাভ সিবিআইয়ের জালে আসার পর সংবাদমাধ্যমের ক্য়ামেরার সামনেই তাঁকে এ বিষয়ে মন্তব্য করতে শোনা গিয়েছে ৷ তাঁর স্পষ্ট ইঙ্গিত ছিল, রেলের কোনও উচ্চপদস্থ কর্তা বা আধিকারিকের সঙ্গে যোগসাজশ করেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি ৷ তাছাড়া, ভুয়ো ডিএনএ রিপোর্ট দেওয়া যাঁর- তাঁর কাজ হতে পারে না ৷ সেক্ষেত্রে সরকারি কোনও চিকিৎসক এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.