ETV Bharat / city

পঞ্চসায়র গণধর্ষণে ধৃত নাবালককে প্রাপ্তবয়স্ক বিবেচনার আবেদন গ্রহণ JJB-র - Calcutta police in panchsayar gangrape

পঞ্চসায়র গণধর্ষণ মামলায় জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে অভিযুক্ত নাবালককে প্রাপ্তবয়স্ক বিবেচনা করার আবেদন জানায় কলকাতা পুলিশ । সেই আবেদন আজ গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । JJB-র নির্দেশ, অভিযুক্তের মনস্তাত্ত্বিক টেস্ট করতে হবে । সেই সূত্রে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের গঠন করা হচ্ছে একটি বোর্ড ।

-a-minor-victim-of-panchasayar-gangrape-case
পঞ্চসায়র গণধর্ষণে ধৃত নাবালক
author img

By

Published : Dec 6, 2019, 4:32 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর : ব্যতিক্রমী ঘটনা । কলকাতা পুলিশের ইতিহাসে খুব কম বারই জানানো হয়েছে এমন আবেদন । পঞ্চসায়র গণধর্ষণ মামলায় জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে অভিযুক্ত নাবালককে প্রাপ্তবয়স্ক বিবেচনা করার আবেদন জানায় কলকাতা পুলিশ । সেই আবেদন গতকাল গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । JJB-র নির্দেশ, অভিযুক্তের মনস্তাত্ত্বিক টেস্ট করতে হবে । সেই সূত্রে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের গঠন করা হচ্ছে একটি বোর্ড । 19 ডিসেম্বরের আগে এই টেস্ট করবে । তারপর রিপোর্ট জমা দেবে ওই বোর্ড । উল্লেখ্য, ওই অভিযুক্তের প্রাপ্তবয়স্ক হতে আর বেশি দিন বাকি নেই‌ ।

পঞ্চসায়রে বিশেষভাবে সক্ষম মহিলাকে গণধর্ষণের তদন্তে নেমে রীতিমতো বেগ পেতে হয়েছিল কলকাতা পুলিশকে । একদিকে যুবতির অসংলগ্ন কথাবার্তা, অন্যদিকে মূল অভিযুক্ত উত্তম রামের প্রতি মুহূর্তে বিভ্রান্ত করার চেষ্টা । সব মিলিয়ে এই গণধর্ষণ মামলার তদন্তে প্রতিদিন রঙ পালটেছে । উত্তম পুলিশি জেরায় জানিয়েছে ওই মহিলাকে ধর্ষণ করে ওই নাবালকই । যদিও নাবালক জানিয়েছে, ধর্ষণ করেছে তারা দুজনেই ।

প্রায় 100 CCTV-র ফুটেজে কোথাও দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি দেখা যায়নি । ফলে গণধর্ষণের বিষয়টি নিয়েই প্রশ্ন উঠেছিল । অথচ তদন্তকারীরা জানতে পেরেছেন সন্ধে 8টা থেকে উত্তোলন গাড়িতে ছিল ওই নাবালক । বিকেল 4টার সময় নয়াবাদে এক ব্যক্তির সঙ্গে মদ্যপান করতে দেখা গেছিল উত্তম এবং নাবালককে । ওই ব্যক্তি প্রথম পুলিশকে জানায় উত্তমের সঙ্গে ছিল এক নাবালক । পরে উত্তমকে বারবার জেরা করায় উঠে আসে নাবালকের উপস্থিতির কথা।

গত 21 নভেম্বর নাবালককে পেশ করা হয়েছিল JJB-র কাছে । প্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত করার যে আইনি সংস্থান রয়েছে তা প্রয়োগ করা হবে । সবটা দেখে নিয়ে বোর্ড পুলিশকে অভিযুক্ত আর্থ-সামাজিক রিপোর্ট জমা দিতে বলে । ইতিমধ্যেই সেই রিপোর্ট গ্রহণ করেছে বোর্ড । আর তারপর এই নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্ত মনস্তাত্ত্বিক বিশ্লেষণের ।

কলকাতা, 6 ডিসেম্বর : ব্যতিক্রমী ঘটনা । কলকাতা পুলিশের ইতিহাসে খুব কম বারই জানানো হয়েছে এমন আবেদন । পঞ্চসায়র গণধর্ষণ মামলায় জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে অভিযুক্ত নাবালককে প্রাপ্তবয়স্ক বিবেচনা করার আবেদন জানায় কলকাতা পুলিশ । সেই আবেদন গতকাল গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । JJB-র নির্দেশ, অভিযুক্তের মনস্তাত্ত্বিক টেস্ট করতে হবে । সেই সূত্রে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের গঠন করা হচ্ছে একটি বোর্ড । 19 ডিসেম্বরের আগে এই টেস্ট করবে । তারপর রিপোর্ট জমা দেবে ওই বোর্ড । উল্লেখ্য, ওই অভিযুক্তের প্রাপ্তবয়স্ক হতে আর বেশি দিন বাকি নেই‌ ।

পঞ্চসায়রে বিশেষভাবে সক্ষম মহিলাকে গণধর্ষণের তদন্তে নেমে রীতিমতো বেগ পেতে হয়েছিল কলকাতা পুলিশকে । একদিকে যুবতির অসংলগ্ন কথাবার্তা, অন্যদিকে মূল অভিযুক্ত উত্তম রামের প্রতি মুহূর্তে বিভ্রান্ত করার চেষ্টা । সব মিলিয়ে এই গণধর্ষণ মামলার তদন্তে প্রতিদিন রঙ পালটেছে । উত্তম পুলিশি জেরায় জানিয়েছে ওই মহিলাকে ধর্ষণ করে ওই নাবালকই । যদিও নাবালক জানিয়েছে, ধর্ষণ করেছে তারা দুজনেই ।

প্রায় 100 CCTV-র ফুটেজে কোথাও দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি দেখা যায়নি । ফলে গণধর্ষণের বিষয়টি নিয়েই প্রশ্ন উঠেছিল । অথচ তদন্তকারীরা জানতে পেরেছেন সন্ধে 8টা থেকে উত্তোলন গাড়িতে ছিল ওই নাবালক । বিকেল 4টার সময় নয়াবাদে এক ব্যক্তির সঙ্গে মদ্যপান করতে দেখা গেছিল উত্তম এবং নাবালককে । ওই ব্যক্তি প্রথম পুলিশকে জানায় উত্তমের সঙ্গে ছিল এক নাবালক । পরে উত্তমকে বারবার জেরা করায় উঠে আসে নাবালকের উপস্থিতির কথা।

গত 21 নভেম্বর নাবালককে পেশ করা হয়েছিল JJB-র কাছে । প্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত করার যে আইনি সংস্থান রয়েছে তা প্রয়োগ করা হবে । সবটা দেখে নিয়ে বোর্ড পুলিশকে অভিযুক্ত আর্থ-সামাজিক রিপোর্ট জমা দিতে বলে । ইতিমধ্যেই সেই রিপোর্ট গ্রহণ করেছে বোর্ড । আর তারপর এই নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্ত মনস্তাত্ত্বিক বিশ্লেষণের ।

Intro:কলকাতা, 5 ডিসেম্বর: ব্যতিক্রমী ঘটনা। কলকাতা পুলিশের ইতিহাসে খুব কম বারই জানানো হয়েছে এমন আবেদন। পঞ্চসায়র গণধর্ষণ মামলায় জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে অভিযুক্ত নাবালককে প্রাপ্তবয়স্ক বিবেচনা করার আবেদন জানায় কলকাতা পুলিশ। সেই আবেদন আজ গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বোর্ডের (JJB) নির্দেশ, অভিযুক্তের মনস্তাত্ত্বিক টেস্ট করতে হবে। সেই সূত্রে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের তৈরি করা হচ্ছে একটি বোর্ড। যারা 19 ডিসেম্বরের আগে এই মনস্তাত্ত্বিক টেস্ট করবে। তারপর জমা দেবে রিপোর্ট। উল্লেখ্য, ওই অভিযুক্তের প্রাপ্তবয়স্ক হতে আর বেশি দিন বাকি নেই‌।


Body:পঞ্চসায়রে বিশেষভাবে সক্ষম তরুনীর গণধর্ষণ এবং তার তদন্তে নেমে রীতিমতো বেগ পেতে হয়েছিল কলকাতা পুলিশকে। একদিকে তরুণীর অসংলগ্ন কথাবার্তা, অন্যদিকে মূল অভিযুক্ত উত্তম রামের প্রতি মুহূর্তে বিভ্রান্ত করার চেষ্টা। সব মিলিয়ে এই গণধর্ষণ মামলার তদন্তে প্রতিদিন পাল্টেছে রঙ। উত্তম পুলিশি জেরায় জানিয়েছে তরুণীকে ধর্ষণ করে ওই নাবালকই। যদিও নাবালক জানিয়েছে ধর্ষণ করেছে দুজনেই।


Conclusion:প্রায় 100 সিসিটিভির ফুটেজ। তার কোথাও দেখা যায়নি দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি। ফলে গণধর্ষণের বিষয়টি নিয়েই উঠে যায় প্রশ্ন। অথচ তদন্তকারীরা জানতে পেরেছেন সন্ধ্যা 8 টা থেকে উত্তোলন গাড়িতে ছিল ওই নাবালক। বিকেল চারটার সময় নয়াবাদ দেখায় এক ব্যক্তির সঙ্গে মদ্যপান করে উত্তম এবং সে। ওই ব্যক্তি প্রথম পুলিশকে জানায় উত্তমের সঙ্গে ছিল এক নাবালক। পরে উত্তমকে বারবার জেলা করায় সে মুখ ফসকে বলে ফেলে, গাড়ির সামনের সিটটা কিছুতেই শোয়ানো যাচ্ছিল না। তখন ওই “বাচ্চা"টা সেদিকে পেছন থেকে তার মেরে শুইয়ে দেয়। হাতে অস্ত্র পেয়ে যায় পুলিশ। তখনই চেপে ধরা হয় উত্তমকে। আর তাতেই উঠে আসে নাবালকের উপস্থিতির কথা।

গত 21 নভেম্বর নাবালককে পেশ করা হয় JJB র কাছে। অপরাধীর গতিপ্রকৃতি দেখে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সিদ্ধান্ত নেয়, অপরদিকে প্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত করার যে আইনি সংস্থান রয়েছে তা প্রয়োগ করা হবে। সবটা দেখে নিয়ে বোর্ড পুলিশকে অভিযুক্ত socio-economic রিপোর্ট জমা দিতে বলে। সেই রিপোর্ট গ্রহণ করেছে বোর্ড। আর তারপর এই নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্ত মনোস্তাত্বিক বিশ্লেষণের।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.