ETV Bharat / city

Aparajito Viral Look : সত্যজিতের লুকে নিজেকে চিনতেই পারেননি জিতু কমল

সত্যজিতের ভূমিকায় নিজের লুক দেখে নিজেকেই চিনতে পারেননি অভিনেতা জিতু কমল ৷ ভুল করেছিলেন তাঁর স্ত্রী নবনীতাও ৷ ইটিভি ভারতের সঙ্গে সেই অনুভূতি ভাগ করে নিলেন অভিনেতা ৷

Jeetu Kamal comments on his Aparajito look
Aparajito Viral Look : সত্যজিতের লুকে নিজেকে নিজেই চিনতে পারেননি জিতু কমল
author img

By

Published : Nov 11, 2021, 10:21 PM IST

Updated : Nov 12, 2021, 2:33 PM IST

কলকাতা, 11 নভেম্বর : সত্যজিৎ রায়ের মতো হুবহু দেখতে অপরাজিত রায়কে ৷ আচ্ছা, এই অপরাজিত রায় কি আসলে সত্যজিৎ রায় ? নাকি সত্যজিৎ রায়ের মতো কেউ ? এর উত্তর দেবে সময় ৷ তবে এটা ঠিক, অপরাজিত রায়কে দেখতে সত্যজিৎ রায়ের মতোই, আবার অপরাজিত রায়ও ছবি বানান ৷ অ্যাকশন, কাট বলেন ৷ যেটুকু জানা যাচ্ছে, তাতে এই অপরাজিত রায় চরিত্রটি তৈরি হয়েছে সত্যজিৎ রায়েরই আদলে ৷ ছবির খানিকটা অংশের শুটিং ইতিমধ্যেই হয়েছে বোলপুরের আশপাশে ৷ এর পরের অংশের শুটিং শুরু হবে 19 নভেম্বর থেকে ৷ নন্দন, শিশির মঞ্চ-সহ কলকাতার বিভিন্ন জায়গায় চলবে শুটিং ৷ পুরো ছবিটাই সাদা-কালোয় শুট করা হবে ৷

আরও পড়ুন : Satyajit Ray: বড় পর্দায় সত্যজিৎ রায়ের চরিত্রে জিতু কমল

চলচ্চিত্র জগতের কিংবদন্তী সত্যজিৎ রায়ের (Satyajit Ray) জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে পরিচালক অনীক দত্ত (Anik Dutta) তৈরি করছেন ‘অপরাজিত’ ৷ অনীক দত্তের ‘অপরাজিত’র সঙ্গে অপু ট্রিলজির কোনও সম্পর্ক নেই ৷ অনীক দত্তের ‘অপরাজিত’র কেন্দ্রীয় চরিত্রের নাম অপরাজিত রায় ৷ সত্যজিৎ রায়ের আদলে তৈরি এই চরিত্র ৷

Jeetu Kamal comments on his Aparajito look
সত্যজিৎ রায়ের ভূমিকায় জিতু কমল ৷

সত্যজিৎরূপী জিতু কমলের (Jeetu Kamal) লুক প্রকাশ্যে আসতেই সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ জিতু ইটিভি ভারতকে জানান, ‘‘নিজেই নিজেকে চিনতে পারিনি ৷ লুকগুলো আমি বাড়িতে বড় স্ক্রিনে দেখার সুযোগ পেয়েছিলাম ৷ আমার স্ত্রী নবনীতাকে ডেকে দেখাতে ও বলল, আমি তো এগুলো নেটেই দেখেছি আগে ৷ এ তো সত্যজিৎ রায়ের ছবি ৷ আমি বলি, মানে ? এগুলো নেটে বেরিয়ে গিয়েছে ? আমি তারপর ওকে ভাল করে দেখতে বলি যে ওটা আমিই ! এই রিঅ্যাকশন নবনীতার মতো অন্যদেরও হয়েছে ৷ আমারও হয়েছে ৷ নিজেকে নিজেই চিনতে পারিনি ৷ আমাকে খানিকটা ওঁর মতো দেখতে ৷ একথা অনেকেই আগে বলেছেন ৷ আমার চোয়ালটা ওঁর মতো ৷ কিন্তু লুক সেটের পর ওঁর মতো প্রায় সর্বস্বটা দেখে আমি চমকে গিয়েছি ৷ খুব টাইট শিডিউল চলছিল ৷ তার মাঝেই আধ ঘণ্টা বের করেছিলাম লুক সেটের জন্য ৷ যে মানুষটা আমাকে এই চরিত্রের জন্য ভেবেছেন, সেই অনীকদার মুখ এবং মনের মধ্যে পাঁচিলটা বড্ড পলকা ৷ ওঁর মুখ আর মন দু’টোই মিলেমিশে একাকার হয়ে থাকে ৷ মনের মধ্যে যেটা চলছে, সেই এক্সপ্রেশন মুখের মধ্যে বেরিয়ে আসে ৷ ভালোটাকে ভাল, আর খারাপটাকে সরাসরি খারাপ বলে দেন ৷ তা সে সুপারস্টার দেব হোক বা কোনও নিউ কামার ৷ আমি লুক সেটের পর বাড়ি চলে গিয়েছিলাম ৷ রাত সাড়ে দশটার সময় আমাকে ছবিগুলো তিনি পাঠান বড় স্ক্রিনে দেখার জন্য ৷ টিভিতে দেখে নিজেই নিজেকে বলি আমাকে যে ছবিগুলো দেখে পোজ দিতে বললেন, সেগুলোই কেন পাঠালেন ? আমি ফোন করতে গিয়েই দেখি ওটা তো আমিই ! প্রথম ধাক্কায় বুঝতে পারিনি ছবিগুলো আমার ৷ এটা আমার সঙ্গে ঘটেছিল ৷ হালকা প্রস্থেটিক মেকআপ করা হয়েছে আমার ৷ বাকি নাকের ভাঁজ, ভাঙা চোয়াল সবই আমার নিজস্ব ৷ কাজটা করতে গিয়ে মনে হচ্ছে আমার উপর কিছু ভর করেছে ৷ প্রথমত কঠিন কাজ, দ্বিতীয়ত ভাল লাগার কাজ ৷ সব মিলিয়ে বুঝতে সময় লাগছে আমি কোথায় আছি ৷’’

ইটিভি ভারতের সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নিলেন ছবির প্রধান অভিনেতা

আরও পড়ুন : Kumar Sanu-Nachiketa : প্রথমবার একমঞ্চে কুমার শানু-নচিকেতা

ব্যাকব্রাশ করে আঁচড়ানো চুল, লম্বাটে ভাঙা চোয়াল, চিন্তামিশ্রিত দৃষ্টি দেখে বোঝা দায় এই অপরাজিত জিতু নাকি মানিকবাবু ৷ নেট দুনিয়া এখন এই ছবিতেই মজে আছে ৷ অনীক দত্তকে ফোন করা হলে তিনি বলেন, ‘‘ছবি নিয়ে এখনই কিছু বলতে পারব না ৷ কারণ, প্রযোজনা সংস্থা এখনই সবকিছু প্রকাশ করতে বারণ করেছে ৷ তবে লুক নিয়ে বলব, বিশেষ কিছুই করা হয়নি ৷ কেবল প্রস্থেটিক মেকআপ করা হয়েছে হালকা ৷ জিতু কাজটা নিয়ে খুব চাপে আছে ৷ জ্বরও এসেছে ওর ৷ খাটছে প্রচুর চরিত্রটা নিয়ে ৷’’ অনীক জানিয়েছেন, পরের দফার শুটিং শুরু হবে খুব তাড়াতাড়ি ৷ ছবির অন্যান্য কিছু কাজ অবশ্য এখনও চলছে ৷

কলকাতা, 11 নভেম্বর : সত্যজিৎ রায়ের মতো হুবহু দেখতে অপরাজিত রায়কে ৷ আচ্ছা, এই অপরাজিত রায় কি আসলে সত্যজিৎ রায় ? নাকি সত্যজিৎ রায়ের মতো কেউ ? এর উত্তর দেবে সময় ৷ তবে এটা ঠিক, অপরাজিত রায়কে দেখতে সত্যজিৎ রায়ের মতোই, আবার অপরাজিত রায়ও ছবি বানান ৷ অ্যাকশন, কাট বলেন ৷ যেটুকু জানা যাচ্ছে, তাতে এই অপরাজিত রায় চরিত্রটি তৈরি হয়েছে সত্যজিৎ রায়েরই আদলে ৷ ছবির খানিকটা অংশের শুটিং ইতিমধ্যেই হয়েছে বোলপুরের আশপাশে ৷ এর পরের অংশের শুটিং শুরু হবে 19 নভেম্বর থেকে ৷ নন্দন, শিশির মঞ্চ-সহ কলকাতার বিভিন্ন জায়গায় চলবে শুটিং ৷ পুরো ছবিটাই সাদা-কালোয় শুট করা হবে ৷

আরও পড়ুন : Satyajit Ray: বড় পর্দায় সত্যজিৎ রায়ের চরিত্রে জিতু কমল

চলচ্চিত্র জগতের কিংবদন্তী সত্যজিৎ রায়ের (Satyajit Ray) জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে পরিচালক অনীক দত্ত (Anik Dutta) তৈরি করছেন ‘অপরাজিত’ ৷ অনীক দত্তের ‘অপরাজিত’র সঙ্গে অপু ট্রিলজির কোনও সম্পর্ক নেই ৷ অনীক দত্তের ‘অপরাজিত’র কেন্দ্রীয় চরিত্রের নাম অপরাজিত রায় ৷ সত্যজিৎ রায়ের আদলে তৈরি এই চরিত্র ৷

Jeetu Kamal comments on his Aparajito look
সত্যজিৎ রায়ের ভূমিকায় জিতু কমল ৷

সত্যজিৎরূপী জিতু কমলের (Jeetu Kamal) লুক প্রকাশ্যে আসতেই সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ জিতু ইটিভি ভারতকে জানান, ‘‘নিজেই নিজেকে চিনতে পারিনি ৷ লুকগুলো আমি বাড়িতে বড় স্ক্রিনে দেখার সুযোগ পেয়েছিলাম ৷ আমার স্ত্রী নবনীতাকে ডেকে দেখাতে ও বলল, আমি তো এগুলো নেটেই দেখেছি আগে ৷ এ তো সত্যজিৎ রায়ের ছবি ৷ আমি বলি, মানে ? এগুলো নেটে বেরিয়ে গিয়েছে ? আমি তারপর ওকে ভাল করে দেখতে বলি যে ওটা আমিই ! এই রিঅ্যাকশন নবনীতার মতো অন্যদেরও হয়েছে ৷ আমারও হয়েছে ৷ নিজেকে নিজেই চিনতে পারিনি ৷ আমাকে খানিকটা ওঁর মতো দেখতে ৷ একথা অনেকেই আগে বলেছেন ৷ আমার চোয়ালটা ওঁর মতো ৷ কিন্তু লুক সেটের পর ওঁর মতো প্রায় সর্বস্বটা দেখে আমি চমকে গিয়েছি ৷ খুব টাইট শিডিউল চলছিল ৷ তার মাঝেই আধ ঘণ্টা বের করেছিলাম লুক সেটের জন্য ৷ যে মানুষটা আমাকে এই চরিত্রের জন্য ভেবেছেন, সেই অনীকদার মুখ এবং মনের মধ্যে পাঁচিলটা বড্ড পলকা ৷ ওঁর মুখ আর মন দু’টোই মিলেমিশে একাকার হয়ে থাকে ৷ মনের মধ্যে যেটা চলছে, সেই এক্সপ্রেশন মুখের মধ্যে বেরিয়ে আসে ৷ ভালোটাকে ভাল, আর খারাপটাকে সরাসরি খারাপ বলে দেন ৷ তা সে সুপারস্টার দেব হোক বা কোনও নিউ কামার ৷ আমি লুক সেটের পর বাড়ি চলে গিয়েছিলাম ৷ রাত সাড়ে দশটার সময় আমাকে ছবিগুলো তিনি পাঠান বড় স্ক্রিনে দেখার জন্য ৷ টিভিতে দেখে নিজেই নিজেকে বলি আমাকে যে ছবিগুলো দেখে পোজ দিতে বললেন, সেগুলোই কেন পাঠালেন ? আমি ফোন করতে গিয়েই দেখি ওটা তো আমিই ! প্রথম ধাক্কায় বুঝতে পারিনি ছবিগুলো আমার ৷ এটা আমার সঙ্গে ঘটেছিল ৷ হালকা প্রস্থেটিক মেকআপ করা হয়েছে আমার ৷ বাকি নাকের ভাঁজ, ভাঙা চোয়াল সবই আমার নিজস্ব ৷ কাজটা করতে গিয়ে মনে হচ্ছে আমার উপর কিছু ভর করেছে ৷ প্রথমত কঠিন কাজ, দ্বিতীয়ত ভাল লাগার কাজ ৷ সব মিলিয়ে বুঝতে সময় লাগছে আমি কোথায় আছি ৷’’

ইটিভি ভারতের সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নিলেন ছবির প্রধান অভিনেতা

আরও পড়ুন : Kumar Sanu-Nachiketa : প্রথমবার একমঞ্চে কুমার শানু-নচিকেতা

ব্যাকব্রাশ করে আঁচড়ানো চুল, লম্বাটে ভাঙা চোয়াল, চিন্তামিশ্রিত দৃষ্টি দেখে বোঝা দায় এই অপরাজিত জিতু নাকি মানিকবাবু ৷ নেট দুনিয়া এখন এই ছবিতেই মজে আছে ৷ অনীক দত্তকে ফোন করা হলে তিনি বলেন, ‘‘ছবি নিয়ে এখনই কিছু বলতে পারব না ৷ কারণ, প্রযোজনা সংস্থা এখনই সবকিছু প্রকাশ করতে বারণ করেছে ৷ তবে লুক নিয়ে বলব, বিশেষ কিছুই করা হয়নি ৷ কেবল প্রস্থেটিক মেকআপ করা হয়েছে হালকা ৷ জিতু কাজটা নিয়ে খুব চাপে আছে ৷ জ্বরও এসেছে ওর ৷ খাটছে প্রচুর চরিত্রটা নিয়ে ৷’’ অনীক জানিয়েছেন, পরের দফার শুটিং শুরু হবে খুব তাড়াতাড়ি ৷ ছবির অন্যান্য কিছু কাজ অবশ্য এখনও চলছে ৷

Last Updated : Nov 12, 2021, 2:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.