ETV Bharat / city

কোরোনায় আক্রান্ত আরও এক তৃণমূল বিধায়ক, কোয়ারানটিনে কল‍্যাণ - কোয়ারেন্টাইনে গেলেন কল‍্যাণ বন্দোপাধ্যায়

জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী কোরোনায় আক্রান্ত ৷

jangipara trinamool mla
কোরোনায় আক্রান্ত আরও এক তৃণমূল বিধায়ক
author img

By

Published : Jul 22, 2020, 7:50 PM IST

কলকাতা, 22 জুলাই : কোরোনায় আক্রান্ত আরও এক তৃণমূল বিধায়ক। এবার সংক্রমিত হলেন জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। তাঁর পরিবারের 6 সদস্যও কোরোনায় আক্রান্ত। এদিকে বিধায়ক কোরোনায় আক্রান্ত হওয়ার পর কোয়ারানটিনে গেলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক স্বাতী খন্দকারসহ আরও কয়েকজন ।

গতকাল হুগলির চণ্ডীতলায় শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্নেহাশিসবাবু । অনুষ্ঠানে ছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়সহ আরও কয়েকজন। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে কোরোনা পরীক্ষা করান স্নেহাশিস চক্রবর্তী। শহিদ দিবসের কর্মসূচি শেষ করে বিকেলে বাড়ি ফিরে পরীক্ষার রিপোর্ট হাতে পেয়ে দেখেন পজ়িটি়ভ এসেছে। বিষয়টি দলীয় নেতৃত্বকে জানান তিনি। এরপর কোয়ারানটিনে চলে যান একই অনুষ্ঠানমঞ্চে থাকা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক স্বাতী খন্দকার, দলের হুগলি জেলার সভাপতি দিলীপ যাদব, পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জিসহ অন্যরা ।

এর আগে কোরোনায় আক্রান্ত হয়েছেন একের পর এক তৃণমূল বিধায়ক৷ সেই তালিকায় রয়েছেন- জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক আখরুজ্জামান, তৃণমূল বিধায়ক তথা দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ, সুজিত বসু, উদয়ন গুহ ৷ কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের৷

কলকাতা, 22 জুলাই : কোরোনায় আক্রান্ত আরও এক তৃণমূল বিধায়ক। এবার সংক্রমিত হলেন জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। তাঁর পরিবারের 6 সদস্যও কোরোনায় আক্রান্ত। এদিকে বিধায়ক কোরোনায় আক্রান্ত হওয়ার পর কোয়ারানটিনে গেলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক স্বাতী খন্দকারসহ আরও কয়েকজন ।

গতকাল হুগলির চণ্ডীতলায় শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্নেহাশিসবাবু । অনুষ্ঠানে ছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়সহ আরও কয়েকজন। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে কোরোনা পরীক্ষা করান স্নেহাশিস চক্রবর্তী। শহিদ দিবসের কর্মসূচি শেষ করে বিকেলে বাড়ি ফিরে পরীক্ষার রিপোর্ট হাতে পেয়ে দেখেন পজ়িটি়ভ এসেছে। বিষয়টি দলীয় নেতৃত্বকে জানান তিনি। এরপর কোয়ারানটিনে চলে যান একই অনুষ্ঠানমঞ্চে থাকা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক স্বাতী খন্দকার, দলের হুগলি জেলার সভাপতি দিলীপ যাদব, পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জিসহ অন্যরা ।

এর আগে কোরোনায় আক্রান্ত হয়েছেন একের পর এক তৃণমূল বিধায়ক৷ সেই তালিকায় রয়েছেন- জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক আখরুজ্জামান, তৃণমূল বিধায়ক তথা দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ, সুজিত বসু, উদয়ন গুহ ৷ কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.