ETV Bharat / city

STF-র জালে জামাত জঙ্গি

জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়ার (JMI) এক সদস্যকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) ৷ ধৃত জঙ্গির নাম আবুল কাশেম ৷

author img

By

Published : Sep 2, 2019, 12:39 PM IST

Updated : Sep 2, 2019, 2:04 PM IST

ধৃত জামাত জঙ্গি

কলকাতা, 2 সেপ্টেম্বর : জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়ার (JMI) এক সদস্যকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) ৷ বিশেষ সূত্রে খবর পেয়ে কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করে STF ৷ ধৃত জঙ্গির নাম আবুল কাশেম ৷

বিশেষ সূত্রে খবর পেয়ে STF-র আধিকারিকরা আজ সকাল দশটা নাগাদ ইস্ট ক্যানাল রোডে যান ৷ সেখানে গজনবি ব্রিজের কাছ থেকে আবুল কাশেম ওরফে শেমকে আটক করে STF-র আধিকারিকরা ৷ বছর বাইশের কাশেম আদতে বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা ৷ তার কাছে উদ্ধার হয় বেশ কিছু লিফলেট, বই ৷ আরও বেশ কয়েকটি জিনিস উদ্ধার হলেও সে বিষয়ে মুখ খোলেননি STF-র গোয়েন্দারা ৷ উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে বিস্ফোরক রয়েছে কি না খতিয়ে দেখছেন STF-র আধিকারিকরা ৷ পরে তাকে গ্রেপ্তার করা হয় ৷

আরও পড়ুন : শিয়ালদায় STF-র জালে জামাত জঙ্গি

তদন্তকারীরা জানাচ্ছেন, কাশেমকে জেরা করে ইতিমধ্যেই বর্ধমানের JMI সংক্রান্ত বেশকিছু তথ্য পাওয়া গেছে ৷ তার ভিত্তিতে নতুন এক মামলা রুজু হয়েছে ৷ কাশেম কী কারণে কলকাতায় এসেছিল, তা জানার চেষ্টা চলছে ৷ তবে কি কলকাতাতেও নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে JMI ? STF-র বক্তব্য, এখনও পর্যন্ত বিষয়টি পরিষ্কার নয় ৷ ধৃতকে আজ আদালতে তুলে নিজেদের হেপাজতে চাওয়া হবে ৷ তারপরই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷

বর্ধমানে সক্রিয় জামাতের জঙ্গিরা ৷ খাগড়াগড়ে বিস্ফোরণ কাণ্ডে ধরপাকড়ের পরেও বন্ধ হয়নি JMI-র কার্যকলাপ ৷ সূত্রের খবর, বর্তমানে সক্রিয় রয়েছে জামাতের বেশ কয়েকটি মডিউল ৷ সেরকমই একটি মডিউলের সদস্য হল কাশেম ৷ STF-র গোয়েন্দাদের আশা, তাকে জিজ্ঞাসাবাদ করে JMI-র বর্ধমান চ্যাপ্টারের বহু তথ্য পাওয়া যাবে ৷

কলকাতা, 2 সেপ্টেম্বর : জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়ার (JMI) এক সদস্যকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) ৷ বিশেষ সূত্রে খবর পেয়ে কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করে STF ৷ ধৃত জঙ্গির নাম আবুল কাশেম ৷

বিশেষ সূত্রে খবর পেয়ে STF-র আধিকারিকরা আজ সকাল দশটা নাগাদ ইস্ট ক্যানাল রোডে যান ৷ সেখানে গজনবি ব্রিজের কাছ থেকে আবুল কাশেম ওরফে শেমকে আটক করে STF-র আধিকারিকরা ৷ বছর বাইশের কাশেম আদতে বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা ৷ তার কাছে উদ্ধার হয় বেশ কিছু লিফলেট, বই ৷ আরও বেশ কয়েকটি জিনিস উদ্ধার হলেও সে বিষয়ে মুখ খোলেননি STF-র গোয়েন্দারা ৷ উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে বিস্ফোরক রয়েছে কি না খতিয়ে দেখছেন STF-র আধিকারিকরা ৷ পরে তাকে গ্রেপ্তার করা হয় ৷

আরও পড়ুন : শিয়ালদায় STF-র জালে জামাত জঙ্গি

তদন্তকারীরা জানাচ্ছেন, কাশেমকে জেরা করে ইতিমধ্যেই বর্ধমানের JMI সংক্রান্ত বেশকিছু তথ্য পাওয়া গেছে ৷ তার ভিত্তিতে নতুন এক মামলা রুজু হয়েছে ৷ কাশেম কী কারণে কলকাতায় এসেছিল, তা জানার চেষ্টা চলছে ৷ তবে কি কলকাতাতেও নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে JMI ? STF-র বক্তব্য, এখনও পর্যন্ত বিষয়টি পরিষ্কার নয় ৷ ধৃতকে আজ আদালতে তুলে নিজেদের হেপাজতে চাওয়া হবে ৷ তারপরই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷

বর্ধমানে সক্রিয় জামাতের জঙ্গিরা ৷ খাগড়াগড়ে বিস্ফোরণ কাণ্ডে ধরপাকড়ের পরেও বন্ধ হয়নি JMI-র কার্যকলাপ ৷ সূত্রের খবর, বর্তমানে সক্রিয় রয়েছে জামাতের বেশ কয়েকটি মডিউল ৷ সেরকমই একটি মডিউলের সদস্য হল কাশেম ৷ STF-র গোয়েন্দাদের আশা, তাকে জিজ্ঞাসাবাদ করে JMI-র বর্ধমান চ্যাপ্টারের বহু তথ্য পাওয়া যাবে ৷

Intro:কলকাতা, ২ অগাস্ট: এখনও বর্ধমানের সক্রিয় জামাত জঙ্গিরা। খাগড়াগড় কান্ডের ধরপাকড়ের পরেও বন্ধ হয়নি তাদের তৎপরতা। সূত্র জানাচ্ছে, বর্তমানে সক্রিয় রয়েছে বেশ কয়েকটি জামাত মডিউল। সেই মডিউলের এক সদস্যকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। ওই জামাত জঙ্গির নাম আবুল কাশেম।
Body:কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের খবর, বিশেষ সূত্রে খবর পেয়ে আজ সকাল দশটা নাগাদ আটক করা হয় আবুল কাশেম ওরফে কাশেমকে। 22 বছরের কাশেম বর্ধমানের মঙ্গলকোটের দুরমুটের বাসিন্দা। আজ ইস্ট ক্যানাল রোডের গজনবি ব্রিজের কাছে প্রথমে আটক করা হয় তাকে। তার কাছে উদ্ধার হয় বেশ কিছু লিফলেট, জঙ্গি কার্যকলাপের বই। আরো কয়েকটি জিনিস উদ্ধার হয়েছে। সেগুলি কি তা এখনই বলতে রাজি নয় গোয়েন্দারা। উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে বিস্ফোরক আছে কিনা তাও এখনো পর্যন্ত প্রকাশ্যে আনেনি কলকাতা পুলিশ।Conclusion:তবে তদন্তকারীরা জানাচ্ছেন, দ্রুত ইতিমধ্যেই বর্ধমানের তাদের সংগঠনের বেশ কিছু তথ্য STF কে দিয়েছে। তার ভিত্তিতে নতুন এক মামলা রুজু হয়েছে। কাশেম কি কারণে কলকাতায় এসেছিল তা জানার চেষ্টা চলছে। তবে কি কলকাতাতেও নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে জামাত? কাসেম কলকাতা এসেছিল কি মগজ ধোলাই করতে? কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের বক্তব্য, এখনো পর্যন্ত সে বিষয়ে পরিষ্কার চিত্র পাওয়া যায়নি। ধৃতকে আজ আদালতে তুলে নিজেদের হেফাজতে চাওয়া হবে। তারপরেই তাকে করা হবে জিজ্ঞাসাবাদ। গোয়েন্দাদের আশা হাসানকে জিজ্ঞাসাবাদ করে জামাতুল মুজাহিদীন ইন্ডিয়ার বর্ধমান চ্যাপ্টারের বহু তথ্য পাওয়া যাবে।



Last Updated : Sep 2, 2019, 2:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.