ETV Bharat / city

Jai Hind Bahini: প্রতিটি স্কুলে বাধ্যতামূলক 'জয় হিন্দ বাহিনী', আত্মপ্রকাশ স্বাধীনতার 75তম বছরে

প্রতিটি স্কুলে বাধ্যতামূলক ভাবে গড়ে তোলা হবে 'জয় হিন্দ বাহিনী' (Jai Hind Bahini)৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি এই বাহিনীর আত্মপ্রকাশ ঘটবে স্বাধীনতার 75তম বছরে (Independence Day 2022)৷

Jai Hind Bahini to start journey on Independence Day 2022
প্রতিটি স্কুলে বাধ্যতামূলক 'জয় হিন্দ বাহিনী', আত্মপ্রকাশ স্বাধীনতার 75তম বছরে
author img

By

Published : Aug 5, 2022, 7:47 PM IST

কলকাতা, 5 অগস্ট: একদিকে স্বাধীনতার 75 বছর (Independence Day 2022), অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবর্ষপূর্তি । এই দুটি বিষয়কে মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এ বছর থেকে শুরু করছেন এক অনন্য ভাবনা । নবম থেকে দ্বাদশ শ্রেণির ছেলে ও মেয়ে উভয় পড়ুয়াদের নিয়েই তৈরি হচ্ছে 'জয় হিন্দ বাহিনী' (Jai Hind Bahini)। এ বছর নেতাজির জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাহিনী তৈরির কথা ঘোষণা করেছিলেন, যা আত্মপ্রকাশ করছে স্বাধীনতা দিবসে ।

প্রতিটি স্কুলে বাধ্যতামূলক ভাবে গড়ে তোলা হবে এই 'জয় হিন্দ বাহিনী'। তবে প্রাথমিক ভাবে চারটি ব্যাটেলিয়ান তৈরি করা হচ্ছে চলতি বছরের জন্য । ব্যারাকপুর ব্যাটালিয়ান, কলকাতা ব্যাটালিয়ান, জঙ্গলমহল ব্যাটালিয়ান এবং উত্তরবঙ্গ ব্যাটালিয়ন - এই চারটি ব্যাটালিয়ান আপাতত তৈরি করা হচ্ছে 'জয় হিন্দ বাহিনী'র জন্য । আজাদ হিন্দ ফৌজের যে পোশাক ছিল, আপাতত সেই পোশাকই ব্যবহার করার কথা ভাবা হয়েছে । এই বাহিনীর লোগো তৈরি করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: হারদায় গান্ধিজির রুপোর ট্রে আজও রয়েছে সৌকল বোনেদের কাছে

'জয় হিন্দ বাহিনী' রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কাজেও সামিল হবে । বিভিন্ন সামাজিক দফতরগুলির প্রকল্প, দুয়ারে সরকার, বাল্যবিবাহ রোধ, জাতিগত বৈষম্য দূর করা, বিপর্যয় মোকাবিলা করা, বৃক্ষরোপণ, পণপ্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, শিশু শ্রম আটকানো, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার, সম্প্রীতি রক্ষা-সহ একাধিক ক্ষেত্রে কাজ করবে এই 'জয় হিন্দ বাহিনী'।

এই 'জয় হিন্দ বাহিনী'র কার্যকারিতা লক্ষ্য রাখার জন্য বিভিন্ন স্তরে নজরদারি কমিটি গঠন করা হচ্ছে । এ ছাড়াও রাজ্যস্তরে মুখ্যসচিবকে চেয়ারপার্সন করে 13 জন সচিবকে নিয়ে কমিটি তৈরি করা হয়েছে । যেখানে কলকাতা পুলিশের কমিশনারকেও রাখা হয়েছে বলে জানা যায় । রাজ্যস্তরের পাশাপাশি প্রতিটি জেলায় জেলাশাসকদের চেয়ারপার্সন ও কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনারকে চেয়ারপার্সন করে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি করা হয়েছে ।

কলকাতা, 5 অগস্ট: একদিকে স্বাধীনতার 75 বছর (Independence Day 2022), অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবর্ষপূর্তি । এই দুটি বিষয়কে মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এ বছর থেকে শুরু করছেন এক অনন্য ভাবনা । নবম থেকে দ্বাদশ শ্রেণির ছেলে ও মেয়ে উভয় পড়ুয়াদের নিয়েই তৈরি হচ্ছে 'জয় হিন্দ বাহিনী' (Jai Hind Bahini)। এ বছর নেতাজির জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাহিনী তৈরির কথা ঘোষণা করেছিলেন, যা আত্মপ্রকাশ করছে স্বাধীনতা দিবসে ।

প্রতিটি স্কুলে বাধ্যতামূলক ভাবে গড়ে তোলা হবে এই 'জয় হিন্দ বাহিনী'। তবে প্রাথমিক ভাবে চারটি ব্যাটেলিয়ান তৈরি করা হচ্ছে চলতি বছরের জন্য । ব্যারাকপুর ব্যাটালিয়ান, কলকাতা ব্যাটালিয়ান, জঙ্গলমহল ব্যাটালিয়ান এবং উত্তরবঙ্গ ব্যাটালিয়ন - এই চারটি ব্যাটালিয়ান আপাতত তৈরি করা হচ্ছে 'জয় হিন্দ বাহিনী'র জন্য । আজাদ হিন্দ ফৌজের যে পোশাক ছিল, আপাতত সেই পোশাকই ব্যবহার করার কথা ভাবা হয়েছে । এই বাহিনীর লোগো তৈরি করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: হারদায় গান্ধিজির রুপোর ট্রে আজও রয়েছে সৌকল বোনেদের কাছে

'জয় হিন্দ বাহিনী' রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কাজেও সামিল হবে । বিভিন্ন সামাজিক দফতরগুলির প্রকল্প, দুয়ারে সরকার, বাল্যবিবাহ রোধ, জাতিগত বৈষম্য দূর করা, বিপর্যয় মোকাবিলা করা, বৃক্ষরোপণ, পণপ্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, শিশু শ্রম আটকানো, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার, সম্প্রীতি রক্ষা-সহ একাধিক ক্ষেত্রে কাজ করবে এই 'জয় হিন্দ বাহিনী'।

এই 'জয় হিন্দ বাহিনী'র কার্যকারিতা লক্ষ্য রাখার জন্য বিভিন্ন স্তরে নজরদারি কমিটি গঠন করা হচ্ছে । এ ছাড়াও রাজ্যস্তরে মুখ্যসচিবকে চেয়ারপার্সন করে 13 জন সচিবকে নিয়ে কমিটি তৈরি করা হয়েছে । যেখানে কলকাতা পুলিশের কমিশনারকেও রাখা হয়েছে বলে জানা যায় । রাজ্যস্তরের পাশাপাশি প্রতিটি জেলায় জেলাশাসকদের চেয়ারপার্সন ও কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনারকে চেয়ারপার্সন করে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.